মুম্বই, 17 জুলাই: ভারতীয় ক্রিকেটে হঠাৎই একগুচ্ছ প্রশ্ন ৷ দেশকে বিশ্বসেরা করে অবসরের গ্রহে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ মুম্বইকর পরবর্তী ‘মেন ইন ব্লু’র দলনেতা কে ? এটাই এখন কোটি টাকার প্রশ্ন ৷ হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, কেএল রাহুল থেকে সদ্য শুভমন গিল ৷ কুড়ি-বিশের ক্রিকেটে ইতিমধ্যে ভারতকে একাধিক খেলোয়াড় নেতৃত্ব দিয়েছে ৷ যদিও প্রত্যেকেই ‘স্টপগ্যাপ’ অধিনায়ক ৷
সদ্য টিম ইন্ডিয়ার হেডস্যরের চেয়ারে বসেছেন গৌতম গম্ভীর ৷ ফলে এবার পূর্ণ সময়ের টি-20 অধিনায়ক বেছে নিতে চলেছে বিসিসিআই ৷ এতদিন টি-20 বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা হার্দিকই দলনেতার দৌড়ে এগিয়ে ছিলেন ৷ এবার তারমধ্যেই আরেকজন প্রবলভাবে উঠে এসেছেন ক্যাপ্টেন্সির দৌড়ে ৷ শোনা যাচ্ছে, সংক্ষিপ্ত ফর্ম্যাটে নীল জার্সিধারীদের নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার যাদব ৷
2023 সালে 7টি টি-20 ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ‘স্কাই’ যার মধ্যে ভারত জিতেছিল 5টি ম্যাচে ৷ অধিনায়ক হিসেবে সূর্যর 'উইনিং রেট' 71.42 শতাংশ ৷ ওডিআই বিশ্বকাপের পরেই অধিনায়কের চেয়ারে বসেছিলেন সূর্যকুমার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র হলেও ঘরের মাঠে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত ৷
সূত্রের খবর, অধিনায়ক হিসেবে সূর্যকুমারই গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ৷ সেক্ষেত্রে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই অধিনায়ক করা হতে পারে ৷ এই নিয়ে ইতিমধ্যেই কোচ ও নির্বাচকরা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গেও কথা বলেছেন ৷
পরের মাসেই শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল ৷ শ্রীলঙ্কা সফর দিয়েই ভারতীয় দলের কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর ৷ টি-20 সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া ৷ যদিও দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ‘ব্যক্তিগত কারণে’ বিরতি নিয়েছেন হার্দিক । 27-30 জুলাই পাল্লেকেলেতে চলবে টি-20 সিরিজ, এরপর 2-7 অগস্ট কলম্বোতে অনুষ্টিত হবে ওডিআই সিরিজ । ফলে আগামী দু-এক দিনের মধ্যেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করা হতে পারে ।
দেশের টি-20 অধিনায়কদের মধ্যে একমাত্র কেএল রাহুলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ‘গুরু’ গম্ভীরের ৷ যদিও দেশের অধিনায়ক হওয়ার দৌড়ে কর্ণাটকী ব্যাটার নেই ৷ যদিও গম্ভীর কেকেআর অধিনায়ক থাকাকালীন নাইটদের দলের অন্যতম ভরসা ছিলেন সূর্যকুমার ৷ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গৌতির পরামর্শে ক্যাপ্টেন্সির খুঁটিনাটি শিখেছেন ৷
অন্যদিকে, গ্রাসরুট ক্রিকেট ও ডোমেস্টিক ফর্ম্যাটে জোর দিচ্ছে বিসিসিআই ৷ ইতিমধ্যেই বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে তারকা ক্রিকেটারদেরও জাতীয় দলের খেলা না-থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ৷ তবে ব্যতিক্রম হবে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং স্পিডস্টার জসপ্রীত বুমরার জন্য আলাদা নিয়ম । বিসিসিআই অবশ্য চাইছে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে অগস্টে দলীপ ট্রফিতে খেলুক টিম ইন্ডিয়ার সদস্যরা ৷ বিসিসিআই’য়ের এক সূত্র জানিয়েছে, ‘‘এবার দলীপ ট্রফির জন্য কোনও জোনাল নির্বাচক কমিটি নেই । শুধুমাত্র জাতীয় নির্বাচক কমিটিই দলীপ ট্রফির দল বাছাই করবে । রোহিত, বিরাট এবং বুমরা নিজেদের ইচ্ছায় মাঠে নামতে পারে ৷’’