ETV Bharat / sports

ব্যর্থ সঞ্জুদের লড়াই, বড় জয়ে অভিযান শুরু সানরাইজার্সের - IPL 2025

বড় জয়ে আইপিএল অভিযান শুরু গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদের ৷ তবে 287 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ভালো রান তাড়া করল রাজস্থান রয়্য়ালস ৷

SRH BEAT RR
জয়ের উচ্ছ্বাস সানরাইজার্সের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 23, 2025 at 8:34 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 23 মার্চ: প্রথমে ব্য়াট করে স্কোরবোর্ডে 286 রান তোলার পর সানরাইজার্সের জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কেবল দেখার ছিল রাজস্থান রয়্যালস কেমন লড়াই করে ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে সহজে অবশ্য জমি ছাড়ল না রয়্যালস ব্রিগেড ৷ পঞ্চাশ রানের মধ্যে তিন উইকেট খোয়ালেও শেষ পর্যন্ত লড়াই চালাল তাঁরা ৷ ইমপ্যাক্ট প্লেয়ার সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের ব্য়াটে আড়াইশোর কাছাকাছি পৌঁছল রাজস্থান ৷ তবে দিনের শেষে 44 রানে ম্য়াচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ ৷

বিশাল রান তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া দরকার ছিল তেমনটা মোটেও হয়নি রয়্য়ালসের ৷ যশস্বী জয়সওয়াল 1, অধিনায়ক রিয়ান পরাগ 4, নীতিশ রানা ফেরেন 11 রানে ৷ দ্রুত তিন উইকেট খুইয়েও রয়্য়ালস ব্রিগেডকে ম্য়াচে রাখেন সঞ্জু-ধ্রুব জুটি ৷ চতুর্থ উইকেটে দু'জনের জুটিতে ওঠে 111 রান ৷ এই দু'জন যতক্ষণ ক্রিজে ছিলেন, রাজস্থানের জয়ের আশা জিইয়ে ছিল ৷ প্যাট কামিন্স-অ্যাডাম জাম্পাদের বেধড়ক পিটিয়ে 10 ওভারে 118 রান তোলেন এই দুই ব্যাটার ৷

KAVYA MARAN
গ্যালারিতে দলের জয় উদযাপন সানরাইজার্স মালকিন কাব্য মারান (IANS)

37 বলে 66 রান করে 14 ওভারের শেষ বলে সঞ্জু যখন আউট হন, রয়্যালসের রান তখন 161 ৷ সঞ্জু মারেন সাতটি চার ও চারটি ছয় ৷ পরের ওভারে ধ্রুব জুরেল আউট হতেই রাজস্থানের জয়ের আশা শেষ হয় ৷ পাঁচটি চার এবং ছ'টি ছক্কায় 35 বলে 70 রান করেন স্টাম্পার-ব্য়াটার ৷ তারপরেও চেষ্টা করেছিলেন শিমরন হেটমেয়ার এবং শুভম দুবে ৷ কিন্তু রানের গতিতে রাশ পড়ায় শেষদিকে প্রয়োজনীয় রান-রেট ক্রমশই বাড়তে থাকে ৷ যা সামাল দেওয়া সম্ভব হয়নি ৷

তবুও 23 বলে 42 রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেটমেয়ার ৷ 11 বলে 34 রানের দুরন্ত ক্যামিও আসে শুভমের ব্য়াটে ৷ কিন্তু 20 ওভারে ছয় উইকেট হারিয়ে 242 রানের বেশি তুলতে পারেনি প্রথমবারের চ্যাম্পিয়নরা ৷ সবমিলিয়ে 44 রানে প্রথম ম্য়াচ জিতে নেয় গতবারের রানার্সরা ৷ এদিন প্রথমে ব্য়াট করে ঈশান কিষাণের অপরাজিত 106 রান (47 বল), ট্রাভিস হেডের 67 রান (31 বল), হেনরিক ক্লাসেনের 34 রানে (14 বল) ভর করে স্কোরবোর্ডে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান তোলে সানরাইজার্স ৷ 20 ওভারে ছয় উইকেট হারিয়ে তাঁরা তোলে 286 রান ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 23 মার্চ: প্রথমে ব্য়াট করে স্কোরবোর্ডে 286 রান তোলার পর সানরাইজার্সের জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কেবল দেখার ছিল রাজস্থান রয়্যালস কেমন লড়াই করে ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে সহজে অবশ্য জমি ছাড়ল না রয়্যালস ব্রিগেড ৷ পঞ্চাশ রানের মধ্যে তিন উইকেট খোয়ালেও শেষ পর্যন্ত লড়াই চালাল তাঁরা ৷ ইমপ্যাক্ট প্লেয়ার সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের ব্য়াটে আড়াইশোর কাছাকাছি পৌঁছল রাজস্থান ৷ তবে দিনের শেষে 44 রানে ম্য়াচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ ৷

বিশাল রান তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া দরকার ছিল তেমনটা মোটেও হয়নি রয়্য়ালসের ৷ যশস্বী জয়সওয়াল 1, অধিনায়ক রিয়ান পরাগ 4, নীতিশ রানা ফেরেন 11 রানে ৷ দ্রুত তিন উইকেট খুইয়েও রয়্য়ালস ব্রিগেডকে ম্য়াচে রাখেন সঞ্জু-ধ্রুব জুটি ৷ চতুর্থ উইকেটে দু'জনের জুটিতে ওঠে 111 রান ৷ এই দু'জন যতক্ষণ ক্রিজে ছিলেন, রাজস্থানের জয়ের আশা জিইয়ে ছিল ৷ প্যাট কামিন্স-অ্যাডাম জাম্পাদের বেধড়ক পিটিয়ে 10 ওভারে 118 রান তোলেন এই দুই ব্যাটার ৷

KAVYA MARAN
গ্যালারিতে দলের জয় উদযাপন সানরাইজার্স মালকিন কাব্য মারান (IANS)

37 বলে 66 রান করে 14 ওভারের শেষ বলে সঞ্জু যখন আউট হন, রয়্যালসের রান তখন 161 ৷ সঞ্জু মারেন সাতটি চার ও চারটি ছয় ৷ পরের ওভারে ধ্রুব জুরেল আউট হতেই রাজস্থানের জয়ের আশা শেষ হয় ৷ পাঁচটি চার এবং ছ'টি ছক্কায় 35 বলে 70 রান করেন স্টাম্পার-ব্য়াটার ৷ তারপরেও চেষ্টা করেছিলেন শিমরন হেটমেয়ার এবং শুভম দুবে ৷ কিন্তু রানের গতিতে রাশ পড়ায় শেষদিকে প্রয়োজনীয় রান-রেট ক্রমশই বাড়তে থাকে ৷ যা সামাল দেওয়া সম্ভব হয়নি ৷

তবুও 23 বলে 42 রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেটমেয়ার ৷ 11 বলে 34 রানের দুরন্ত ক্যামিও আসে শুভমের ব্য়াটে ৷ কিন্তু 20 ওভারে ছয় উইকেট হারিয়ে 242 রানের বেশি তুলতে পারেনি প্রথমবারের চ্যাম্পিয়নরা ৷ সবমিলিয়ে 44 রানে প্রথম ম্য়াচ জিতে নেয় গতবারের রানার্সরা ৷ এদিন প্রথমে ব্য়াট করে ঈশান কিষাণের অপরাজিত 106 রান (47 বল), ট্রাভিস হেডের 67 রান (31 বল), হেনরিক ক্লাসেনের 34 রানে (14 বল) ভর করে স্কোরবোর্ডে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান তোলে সানরাইজার্স ৷ 20 ওভারে ছয় উইকেট হারিয়ে তাঁরা তোলে 286 রান ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.