প্যারিস, 5 অগস্ট: প্যারিসে ইতিমধ্যেই তিনটি সোনা এসেছে তাঁর ঝুলিতে ৷ সোমবার চতুর্থটির খোঁজে নেমেছিলেন সিমোন বাইলস ৷ কিন্তু বিম থেকে পড়ে প্যারিসে চতুর্থ সোনা হাতছাড়া করলেন মার্কিন জিমন্যাস্ট ৷ ব্যালান্স বিম ইভেন্টের অ্যাক্রোব্যাটিক সিরিজের মাঝপথে এদিন বিম থেকে ম্যাটে পড়ে যান অলিম্পিক্সে সাত সোনার মালকিন ৷
কোনও পদকই এল না ইভেন্টে: 2016 রিও এবং 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্যালান্স বিম ইভেন্ট থেকে ব্রোঞ্জ এসেছিল বাইলসের ঝুলিতে ৷ কিন্তু এবার পোডিয়াম ফিনিশে ব্যর্থ হলেন কিংবদন্তি জিমন্যাস্ট ৷ শেষমেশ 13.100 পয়েন্ট স্কোর করে পঞ্চমস্থানে থামলেন বাইলস ৷ ব্যালান্স বিম ইভেন্টে সোনা জিতলেন ইতালির অ্যালাইস ডি'অ্যামাটোর ঝুলিতে ৷ রুপো জেতেন চিনের ঝোউ ইয়াগিন ৷ ব্রোঞ্জ যায় ইতালিরই ম্যানিলা এস্পোসিতোর ঝুলিতে ৷
বার্সি এরিনায় উদ্বেগ: চলতি প্যারিস অলিম্পিক্সে চতুর্থ সোনার লক্ষ্যে নামা সিমোন বাইলস অ্যাক্রোব্যাটিক সিরিজ চলাকালীন আচমকা বিম থেকে পড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয় বার্সি এরিনায় ৷ এদিন সেখানে উপস্থিত ছিলেন এনএফএল গ্রেট টম ব্র্যাডিও ৷ বাইলস বিম থেকে ফস্কাতেই হা-হুতাশ শুরু হয়ে যায় এরিনায় ৷ যদিও সুস্থই রয়েছেন সাতাশের বাইলস ৷
➡️ Balance Beam
— USA Gymnastics (@USAGym) August 5, 2024
➡️ @Simone_Biles
➡️ 13.100 pic.twitter.com/vwcyuj0zln
প্যারিসে সোনার অন্বেষণ জারি বাইলসের: ব্যালান্স বিমে না-হলেও প্যারিসে এখনই থামছে না সিমোন বাইলসের সোনার অন্বেষণ ৷ এরপর ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে অংশ নেবেন তিনি ৷ 2016 রিও অলিম্পিক্সে একই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি ৷ এবারও জিতলে অলিম্পিক্সে অষ্টম সোনা আসবে বাইলসের ৷
কেরিয়ারের সম্ভবত শেষ প্রতিযোগিতায় ইতিহাসের খোঁজ: সাত সোনা সহযোগে বাইলসের নামের পাশে অলিম্পিক্সে আপাতত 10টি পদক ৷ ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সোনা জিতলে দ্বিতীয় সর্বাধিক সোনাজয়ী চেকোস্লোভাকিয়ার ভেরা ক্যাসালাভস্কার (11) নজির স্পর্শ করবেন বাইলস ৷ সামনে থাকবেন কেবল সোভিয়েত কিংবদন্তি লারিসা লাতিনিনা (18) ৷