ETV Bharat / sports

সেঞ্চুরিতে 'শুভ'আরম্ভ, নেতা হিসেবে আত্মপ্রকাশে গাভাসকর-কোহলিদের ছুঁলেন গিল - INDIA VS ENGLAND 1ST TEST

নেতা হিসেবে আত্মপ্রকাশে সেঞ্চুরি হাঁকিয়ে সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের মত কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন পঞ্জাব ব্যাটার ।

SHUBMAN GILL HITS CENTURY
শতরানের উচ্ছ্বাস গিলের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 21, 2025 at 12:10 AM IST

2 Min Read

লিডস, 20 জুন: ব্যাটিং-অর্ডারে চার নম্বরের গুরুদায়িত্ব বিরাট কোহলি পরবর্তী সময়ে কার কাঁধে ? চর্চা চলছিল বহুদিন ধরেই । সেই প্রশ্নের উত্তর পাকাপাকিভাবে পাওয়া গেল কি না, জানা নেই । তবে প্রথমবার লাল-বলের ক্রিকেটে অনভ্যস্ত পজিশনে নেমে বুকভরা আশ্বাস দিলেন শুভমন গিল । তাও আবার নেতা হিসেবে আত্মপ্রকাশে ।

রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই তিন অঙ্কের রান শুভমন গিলের । আর নেতা হিসেবে আত্মপ্রকাশে সেঞ্চুরি হাঁকিয়ে সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের মত কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন পঞ্জাব ব্যাটার ।

শতরানে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল । প্রথম সেশনে দল দুই উইকেট খোয়ালেও দ্বিতীয় সেশনে বাঁ-হাতি ওপেনারকে পুরোটা সঙ্গ দিয়েছিলেন গিল । পূর্ণ করে ফেলেছিলেন অর্ধশতরান । কিন্তু তৃতীয় সেশনের শুরুতেই বেন স্টোকস 101 রানে ফিরিয়ে দেন যশস্বীকে । তবু লক্ষ্যে অবিচল অধিনায়ক । তৃতীয় সেশনে ঋষভ পন্তকে সঙ্গী করে পঞ্জাব ব্যাটার পৌঁছে যান তিন অঙ্কের ঘরে ।

74.2 ওভারে জোশ টাংকে বাউন্ডারি হাঁকিয়ে অধিনায়ক হিসেবে গিল ছুঁয়ে ফেলেন বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর এবং বিরাট কোহলিকে । অধিনায়ক হিসেবে টেস্ট আত্মপ্রকাশে শতরান করে এদের সকলের সঙ্গে এলিট ক্লাবে তেইশের তরুণ তুর্কি । টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান পূর্ণ করার পর টেস্টে 2,000 রানের মাইলফলকও স্পর্শ করেন গিল ।

দিনের শেষে 175 বল খেলে 127 রানে অপরাজিত ভারত অধিনায়ক । বেন স্টোকস, ক্রিস ওকস, শোয়েব বশিরদের শাসন করে গিল মারলেন 16টি চার এবং একটি ছক্কা । সঙ্গে সহঅধিনায়ক ঋষভ পন্ত 102 বলে অপরাজিত 65 রানে । আর প্রথমদিনের শেষে 85 ওভারে তিন উইকেটে 359 রান তুলে চালকের আসনে ভারত । এর আগে এদিন 159 বলে 101 রান করে আউট হন যশস্বী । 42 রানে ফেরেন কেএল রাহুল । অভিষেক ম্যাচ অবশ্য সুখের হয়নি সাই সুদর্শনের । শূন্য রানে স্টোকসের শিকার হন তিনি ।

আরও পড়ুন:

লিডস, 20 জুন: ব্যাটিং-অর্ডারে চার নম্বরের গুরুদায়িত্ব বিরাট কোহলি পরবর্তী সময়ে কার কাঁধে ? চর্চা চলছিল বহুদিন ধরেই । সেই প্রশ্নের উত্তর পাকাপাকিভাবে পাওয়া গেল কি না, জানা নেই । তবে প্রথমবার লাল-বলের ক্রিকেটে অনভ্যস্ত পজিশনে নেমে বুকভরা আশ্বাস দিলেন শুভমন গিল । তাও আবার নেতা হিসেবে আত্মপ্রকাশে ।

রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই তিন অঙ্কের রান শুভমন গিলের । আর নেতা হিসেবে আত্মপ্রকাশে সেঞ্চুরি হাঁকিয়ে সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের মত কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন পঞ্জাব ব্যাটার ।

শতরানে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল । প্রথম সেশনে দল দুই উইকেট খোয়ালেও দ্বিতীয় সেশনে বাঁ-হাতি ওপেনারকে পুরোটা সঙ্গ দিয়েছিলেন গিল । পূর্ণ করে ফেলেছিলেন অর্ধশতরান । কিন্তু তৃতীয় সেশনের শুরুতেই বেন স্টোকস 101 রানে ফিরিয়ে দেন যশস্বীকে । তবু লক্ষ্যে অবিচল অধিনায়ক । তৃতীয় সেশনে ঋষভ পন্তকে সঙ্গী করে পঞ্জাব ব্যাটার পৌঁছে যান তিন অঙ্কের ঘরে ।

74.2 ওভারে জোশ টাংকে বাউন্ডারি হাঁকিয়ে অধিনায়ক হিসেবে গিল ছুঁয়ে ফেলেন বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর এবং বিরাট কোহলিকে । অধিনায়ক হিসেবে টেস্ট আত্মপ্রকাশে শতরান করে এদের সকলের সঙ্গে এলিট ক্লাবে তেইশের তরুণ তুর্কি । টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান পূর্ণ করার পর টেস্টে 2,000 রানের মাইলফলকও স্পর্শ করেন গিল ।

দিনের শেষে 175 বল খেলে 127 রানে অপরাজিত ভারত অধিনায়ক । বেন স্টোকস, ক্রিস ওকস, শোয়েব বশিরদের শাসন করে গিল মারলেন 16টি চার এবং একটি ছক্কা । সঙ্গে সহঅধিনায়ক ঋষভ পন্ত 102 বলে অপরাজিত 65 রানে । আর প্রথমদিনের শেষে 85 ওভারে তিন উইকেটে 359 রান তুলে চালকের আসনে ভারত । এর আগে এদিন 159 বলে 101 রান করে আউট হন যশস্বী । 42 রানে ফেরেন কেএল রাহুল । অভিষেক ম্যাচ অবশ্য সুখের হয়নি সাই সুদর্শনের । শূন্য রানে স্টোকসের শিকার হন তিনি ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.