ETV Bharat / sports

শূন্যে আউট হয়ে কোহলির অযাচিত নজির স্পর্শ, গিলের সমালোচনা নেটপাড়ায় - IND vs BAN 1st TEST

GILL OUT FOR DUCK: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেন গিল ৷ সেইসঙ্গে নাম লিখিয়ে ফেললেন এক অযাচিত নজিরে ৷ সোশাল মিডিয়াতেও ব্য়াপক সমালোচনার মুখে ভারতীয় ব্যাটার ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 19, 2024, 3:49 PM IST

GILL OUT FOR DUCK
শূন্যে আউট হয়ে নজির গিলের (IANS Photo)

চেন্নাই, 19 সেপ্টেম্বর: চেন্নাই টেস্টে তরুণ বাংলাদেশ পেসার হাসান মাহমুদের গতিতে পরাস্ত হয়েছে ভারতীয় দলের টপ ব্যাটিং অর্ডার ৷ বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম সেশনে রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি শুভমন গিলকে প্য়াভিলিয়নে ফেরান মাহমুদ ৷ আট বল খেলে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন পঞ্জাব ব্যাটার ৷ আর সেইসঙ্গে বিরাট কোহলির এক অযাচিত নজিরের সঙ্গে জুড়ে গেল গিলের নাম ৷

ষষ্ঠ ভারতীয় টেস্ট ব্য়াটার হিসেবে একই বছরে ঘরের মাটিতে অন্তত তিনবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন তিনি ৷ একই ক্য়ালেন্ডার বর্ষে পাঁচবার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে রয়েছেন মহিন্দর অমরনাথ (1983), এরপর রয়েছেন মনসুর আলি খান পতৌদি (1969), দিলীপ বেঙ্গসরকর (1979), বিনোদ কাম্বলি (1994) ৷ বিরাট কোহলির ঝুলিতে এই অযাচিত রেকর্ড এসেছিল তিন বছর আগে ৷

চলতি বছরে এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া টেস্টে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন গিল ৷ হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংস ও রাজকোট টেস্টের প্রথম ইনিংসে শূন্যে ফিরেছিলেন এই টপ-অর্ডার ব্যাটার ৷ এদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শূন্য রানে আউট হওয়ার পর থেকে ব্য়াপক সমালোচনার মুখে শুভমন গিল ৷ সোশাল মিডিয়ায় তাঁকে 'ভারতের বাবর আজম' বলতেও কার্পণ্য করছেন না নেটিজেনরা ৷ কেউ কেউ বলছেন টেস্ট দলে সুযোগ পাওয়ারই যোগ্য় না পঞ্জাব ব্যাটার ৷

বাংলাদেশের বিরুদ্ধে এদিন 34 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত ৷ চতুর্থ উইকেটে হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত ৷ অর্ধশতরান করেন যশস্বী ৷ ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে দলকে লড়াইয়ে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৷

চেন্নাই, 19 সেপ্টেম্বর: চেন্নাই টেস্টে তরুণ বাংলাদেশ পেসার হাসান মাহমুদের গতিতে পরাস্ত হয়েছে ভারতীয় দলের টপ ব্যাটিং অর্ডার ৷ বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম সেশনে রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি শুভমন গিলকে প্য়াভিলিয়নে ফেরান মাহমুদ ৷ আট বল খেলে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন পঞ্জাব ব্যাটার ৷ আর সেইসঙ্গে বিরাট কোহলির এক অযাচিত নজিরের সঙ্গে জুড়ে গেল গিলের নাম ৷

ষষ্ঠ ভারতীয় টেস্ট ব্য়াটার হিসেবে একই বছরে ঘরের মাটিতে অন্তত তিনবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন তিনি ৷ একই ক্য়ালেন্ডার বর্ষে পাঁচবার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে রয়েছেন মহিন্দর অমরনাথ (1983), এরপর রয়েছেন মনসুর আলি খান পতৌদি (1969), দিলীপ বেঙ্গসরকর (1979), বিনোদ কাম্বলি (1994) ৷ বিরাট কোহলির ঝুলিতে এই অযাচিত রেকর্ড এসেছিল তিন বছর আগে ৷

চলতি বছরে এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া টেস্টে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন গিল ৷ হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংস ও রাজকোট টেস্টের প্রথম ইনিংসে শূন্যে ফিরেছিলেন এই টপ-অর্ডার ব্যাটার ৷ এদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শূন্য রানে আউট হওয়ার পর থেকে ব্য়াপক সমালোচনার মুখে শুভমন গিল ৷ সোশাল মিডিয়ায় তাঁকে 'ভারতের বাবর আজম' বলতেও কার্পণ্য করছেন না নেটিজেনরা ৷ কেউ কেউ বলছেন টেস্ট দলে সুযোগ পাওয়ারই যোগ্য় না পঞ্জাব ব্যাটার ৷

বাংলাদেশের বিরুদ্ধে এদিন 34 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত ৷ চতুর্থ উইকেটে হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত ৷ অর্ধশতরান করেন যশস্বী ৷ ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে দলকে লড়াইয়ে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.