ETV Bharat / sports

পাহাড়ে নিভল মশাল, ডুরান্ড থেকে বিদায় ইস্টবেঙ্গলের - Durand Cup 2024

East Bengal in Durand Cup 2024: পাহাড়ে নিভল মশাল, ডুরান্ড থেকে বিদায় ইস্টবেঙ্গলের ৷ ম্যাচের ফল ইস্টবেঙ্গলের বিপক্ষে 1-2 । এই হারের সঙ্গে ডুরান্ড থেকে বিদায় নিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 21, 2024, 9:38 PM IST

Updated : Aug 21, 2024, 10:19 PM IST

East Bengal
ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

শিলং, 21 অগস্ট: পাহাড়ে নিভল মশাল । ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসির বিরুদ্ধে পরাজিত ইস্টবেঙ্গল । ম্যাচের ফল ইস্টবেঙ্গলের বিপক্ষে 1-2 । এই হারের সঙ্গে ডুরান্ড থেকে বিদায় নিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। রক্ষণের খারাপ পারফরম্যান্সে ইস্টবেঙ্গলের ভরাডুবি । লাজংয়ের হয়ে গোল মার্কোস রুদওয়ে এবং ফিগোর । ইস্টবেঙ্গলের গোল নন্দকুমারের । সেমি-ফাইনালে লাজং এফসি খেলবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ।

মাঠ ভর্তি দর্শকের সামনে প্রথম থেকেই লাজং এফসির দ্রুত গতির ফুটবলের সামনে ইস্টবেঙ্গল ব্যাকফুটে । এর সঙ্গে হিজাজি মাহের, লালচুননুঙ্গা, প্রভাত লাকড়ার একের পরবেক ভুল ইস্টবেঙ্গলের কাজটা কঠিন করে দেয় । ন'মিনিটে প্রথম গোল হজম করে ইস্টবেঙ্গল । বক্সের মধ্যে বিপন্মুক্ত করা নিয়ে দোনোমোনো করতে গিয়েই বিপদ ডেকে নিয়ে আসে ইস্টবেঙ্গল।

প্রথমার্ধেই দ্বিতীয় গোল পেয়ে যেতে পারত শিলং। ক্রসবার ইস্টবেঙ্গলকে সে যাত্রায় বাঁচিয়ে দেয়। সমতা ফেরানোর একাধিক সুযোগ ম্যাচের 30 মিনিটের মধ্যেই পেয়েছিল ইস্টবেঙ্গলও । তবে ডেভিড লালরানসাঙ্গা ঠিকভাবে হেড করতে পারলে সমতা তখনই ফেরাতে পারত কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। লাল-হলুদের ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠবেই। সেটপিস মুভমেন্ট হলেই গোল খাওয়ার উপক্রম দেখা গিয়েছে এদিনের খেলায়

পাহাড়ে ম্যাচ জিতে আসা সবসময়ই কঠিন। কলকাতার দলগুলো আই লিগে খেলার সময় বারবার পয়েন্ট নষ্ট করে এসেছে । এবারও তার ব্যতিক্রম হল না । অথচ দু'দলের শেষ সাক্ষাতে বড় ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গলই । ম্যাচ জিততে শেষ পর্যন্ত কার্লেস কুয়াদ্রাত সদ্য যোগ দেওয়া ইউস্তকে নমিয়ে ছিলেন । তাতেও শেষরক্ষা হয়নি । আক্রমণভাগে সউল ক্রেসপো, মাদিহ তালাল, দিয়ামান্তোকোসরা সময় যত গড়িয়েছে, ততই বিবর্ণ হয়েছেন লাজংয়ের প্রেসিং ফুটবল ও মারকুটে কৌশলের সামনে ।

শিলং, 21 অগস্ট: পাহাড়ে নিভল মশাল । ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসির বিরুদ্ধে পরাজিত ইস্টবেঙ্গল । ম্যাচের ফল ইস্টবেঙ্গলের বিপক্ষে 1-2 । এই হারের সঙ্গে ডুরান্ড থেকে বিদায় নিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। রক্ষণের খারাপ পারফরম্যান্সে ইস্টবেঙ্গলের ভরাডুবি । লাজংয়ের হয়ে গোল মার্কোস রুদওয়ে এবং ফিগোর । ইস্টবেঙ্গলের গোল নন্দকুমারের । সেমি-ফাইনালে লাজং এফসি খেলবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ।

মাঠ ভর্তি দর্শকের সামনে প্রথম থেকেই লাজং এফসির দ্রুত গতির ফুটবলের সামনে ইস্টবেঙ্গল ব্যাকফুটে । এর সঙ্গে হিজাজি মাহের, লালচুননুঙ্গা, প্রভাত লাকড়ার একের পরবেক ভুল ইস্টবেঙ্গলের কাজটা কঠিন করে দেয় । ন'মিনিটে প্রথম গোল হজম করে ইস্টবেঙ্গল । বক্সের মধ্যে বিপন্মুক্ত করা নিয়ে দোনোমোনো করতে গিয়েই বিপদ ডেকে নিয়ে আসে ইস্টবেঙ্গল।

প্রথমার্ধেই দ্বিতীয় গোল পেয়ে যেতে পারত শিলং। ক্রসবার ইস্টবেঙ্গলকে সে যাত্রায় বাঁচিয়ে দেয়। সমতা ফেরানোর একাধিক সুযোগ ম্যাচের 30 মিনিটের মধ্যেই পেয়েছিল ইস্টবেঙ্গলও । তবে ডেভিড লালরানসাঙ্গা ঠিকভাবে হেড করতে পারলে সমতা তখনই ফেরাতে পারত কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। লাল-হলুদের ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠবেই। সেটপিস মুভমেন্ট হলেই গোল খাওয়ার উপক্রম দেখা গিয়েছে এদিনের খেলায়

পাহাড়ে ম্যাচ জিতে আসা সবসময়ই কঠিন। কলকাতার দলগুলো আই লিগে খেলার সময় বারবার পয়েন্ট নষ্ট করে এসেছে । এবারও তার ব্যতিক্রম হল না । অথচ দু'দলের শেষ সাক্ষাতে বড় ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গলই । ম্যাচ জিততে শেষ পর্যন্ত কার্লেস কুয়াদ্রাত সদ্য যোগ দেওয়া ইউস্তকে নমিয়ে ছিলেন । তাতেও শেষরক্ষা হয়নি । আক্রমণভাগে সউল ক্রেসপো, মাদিহ তালাল, দিয়ামান্তোকোসরা সময় যত গড়িয়েছে, ততই বিবর্ণ হয়েছেন লাজংয়ের প্রেসিং ফুটবল ও মারকুটে কৌশলের সামনে ।

Last Updated : Aug 21, 2024, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.