ETV Bharat / sports

'আমি আর পাঁচজন মেয়ের মতই', সোনা জিতে সদর্পে ঘোষণা খেলিফের - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 2:33 PM IST

IMANE KHELIF WINS GOLD: নিন্দুকদের কারণেই প্য়ারিসে তাঁর সোনাজয়ের সাফল্য আরও স্পেশাল ৷ অলিম্পিক্সে পোডিয়াম শীর্ষে ফিনিশ করে জানালেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আলজিরিয়ার বক্সার ইমানে খেলিফ ৷ একইসঙ্গে তাঁর ঘোষণা, তিনি আর পাঁচজন মেয়ের মতই একটি মেয়ে ৷

IMANE KHELIF
সোনা জয়ের পর খেলিফ (AP Photo)

প্য়ারিস, 10 অগস্ট: রাউন্ড অফ 16-র লড়াইয়ে তাঁর ঘুষিতে নাক ভেঙেছিল ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীর ৷ আর তারপর থেকেই প্য়ারিস গেমসে খবরের শিরোনামে মহিলা বক্সার ইমানে খেলিফ ৷ আলজিরিয়ার বক্সারের ঘুষিতে এতটাই জোর যে, ইতালির অ্য়াঞ্জেলা ক্যারিনি তাঁর বিরুদ্ধে অভিযোগে জানান; খেলিফ আসলে পুরুষ ৷ সে নাকি লিঙ্গ পরিচয় লুকিয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে ৷ তারপর থেকেই আলজিরিয়ান বক্সারের লিঙ্গ পরিচয় নিয়ে কাটাছেঁড়া চলে বিশ্বজুড়ে ৷ তবে নিন্দুকদের চুপ করিয়ে প্য়ারিসে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে সোনা উঠল খেলিফের গলাতেই ৷

শুক্রবার চিনের ইয়াং লিউ'কে 5-0 ব্য়বধানে পরাস্ত করলেন খেলিফ ৷ সেইসঙ্গে দেশের প্রথম বক্সার হিসেবে আলজিরিয়াকে সোনা দিয়ে নামও তুুলে ফেললেন ইতিহাসে ৷ আর সোনা জিতে তাঁর লিঙ্গ বিতর্ক ইস্যুতেও মুখ খুললেন খেলিফ ৷ সোনা জিতে খেলিফ বলেন, "গত আট বছর ধরে এই স্বপ্নটাকে আঁকড়েই বেঁচেছি আমি ৷ এখন আমি অলিম্পিক্স চ্যাম্পিয়ন ৷ নিন্দুকদের সমালোচনার জন্য আজ আমার এই সাফল্যের স্বাদ আরেকটু স্পেশাল ৷"

বিতর্কের সূত্রপাত: 2023 বিশ্ব চ্যাম্পিয়শিপে খেলিফের লিঙ্গ নিয়ে প্রশ্নচিহ্নের সূত্রপাত ৷ ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হওয়ায় খেলিফের সঙ্গে এক তাইওয়ান বক্সারকেও বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক বক্সিং সংস্থা ৷ কিন্তু পরবর্তীতে বক্সিং গভর্নিং বডির এই সিদ্ধান্তকে নিয়ম বহির্ভূত এবং অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা ৷ খেলিফকে প্যারিসে লড়ার অনুমতি দেয় তারা ও অলিম্পিক্সে নিষিদ্ধ করা হয় বক্সিংয়ের গভর্নিং বডিকে ৷

সোনা জিতে খেলিফের ঘোষণা: নিন্দুকদের জবাব দিয়ে 25 বছরের খেলিফ এদিন বলেন, "প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের ব্যাপারে আমার পূর্ণ যোগ্যতা ছিল ৷ আর পাঁচজন মেয়ের মতই আমি একজন মেয়ে ৷ আমি মেয়ে হয়ে জন্মেছি, মেয়ে হয়েই বেঁচেছি ৷"

আইবিএ'কে বার্তা: খেলিফ সোনা জিতে এদিন জানান, আমি জানি না কেন ওরা আমায় অপছন্দ করে ৷ এই প্রসঙ্গে বক্সিং গভর্নিং বডি'কে তিনি বলেন, "আমি এই স্বর্ণপদকের সঙ্গে তাদের উদ্দেশে একটা বার্তা দিতে চাই যে, আমার সম্মান এবং সম্ভ্রম সবকিছুর ঊর্ধ্বে ৷" (PTI Input)

প্য়ারিস, 10 অগস্ট: রাউন্ড অফ 16-র লড়াইয়ে তাঁর ঘুষিতে নাক ভেঙেছিল ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীর ৷ আর তারপর থেকেই প্য়ারিস গেমসে খবরের শিরোনামে মহিলা বক্সার ইমানে খেলিফ ৷ আলজিরিয়ার বক্সারের ঘুষিতে এতটাই জোর যে, ইতালির অ্য়াঞ্জেলা ক্যারিনি তাঁর বিরুদ্ধে অভিযোগে জানান; খেলিফ আসলে পুরুষ ৷ সে নাকি লিঙ্গ পরিচয় লুকিয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে ৷ তারপর থেকেই আলজিরিয়ান বক্সারের লিঙ্গ পরিচয় নিয়ে কাটাছেঁড়া চলে বিশ্বজুড়ে ৷ তবে নিন্দুকদের চুপ করিয়ে প্য়ারিসে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে সোনা উঠল খেলিফের গলাতেই ৷

শুক্রবার চিনের ইয়াং লিউ'কে 5-0 ব্য়বধানে পরাস্ত করলেন খেলিফ ৷ সেইসঙ্গে দেশের প্রথম বক্সার হিসেবে আলজিরিয়াকে সোনা দিয়ে নামও তুুলে ফেললেন ইতিহাসে ৷ আর সোনা জিতে তাঁর লিঙ্গ বিতর্ক ইস্যুতেও মুখ খুললেন খেলিফ ৷ সোনা জিতে খেলিফ বলেন, "গত আট বছর ধরে এই স্বপ্নটাকে আঁকড়েই বেঁচেছি আমি ৷ এখন আমি অলিম্পিক্স চ্যাম্পিয়ন ৷ নিন্দুকদের সমালোচনার জন্য আজ আমার এই সাফল্যের স্বাদ আরেকটু স্পেশাল ৷"

বিতর্কের সূত্রপাত: 2023 বিশ্ব চ্যাম্পিয়শিপে খেলিফের লিঙ্গ নিয়ে প্রশ্নচিহ্নের সূত্রপাত ৷ ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হওয়ায় খেলিফের সঙ্গে এক তাইওয়ান বক্সারকেও বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক বক্সিং সংস্থা ৷ কিন্তু পরবর্তীতে বক্সিং গভর্নিং বডির এই সিদ্ধান্তকে নিয়ম বহির্ভূত এবং অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা ৷ খেলিফকে প্যারিসে লড়ার অনুমতি দেয় তারা ও অলিম্পিক্সে নিষিদ্ধ করা হয় বক্সিংয়ের গভর্নিং বডিকে ৷

সোনা জিতে খেলিফের ঘোষণা: নিন্দুকদের জবাব দিয়ে 25 বছরের খেলিফ এদিন বলেন, "প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের ব্যাপারে আমার পূর্ণ যোগ্যতা ছিল ৷ আর পাঁচজন মেয়ের মতই আমি একজন মেয়ে ৷ আমি মেয়ে হয়ে জন্মেছি, মেয়ে হয়েই বেঁচেছি ৷"

আইবিএ'কে বার্তা: খেলিফ সোনা জিতে এদিন জানান, আমি জানি না কেন ওরা আমায় অপছন্দ করে ৷ এই প্রসঙ্গে বক্সিং গভর্নিং বডি'কে তিনি বলেন, "আমি এই স্বর্ণপদকের সঙ্গে তাদের উদ্দেশে একটা বার্তা দিতে চাই যে, আমার সম্মান এবং সম্ভ্রম সবকিছুর ঊর্ধ্বে ৷" (PTI Input)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.