হায়দরাবাদ, 21 অগস্ট: রাওয়ালপিণ্ডিতে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের দু’ম্যাচের টেস্ট সিরিজ । তার আগে বিরাট কোহলি প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে প্রশংসায় ভরিয়েছেন পাক বোলার ৷ কোহলির কোন ইনিংসকে শীর্ষে রাখলেন শাহিন ?
2022 সালের টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ প্রথমে ব্যাট করে 159 রান করে পাকিস্তান ৷ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ বলের থ্রিলারে জেতে টিম ইন্ডিয়া ৷ 82 রানে অপরাজিত থাকেন কোহলি ৷ বিরাটের ওই ইনিংসই ভুলতে পারছেন না আফ্রিদি ৷ প্রতিদ্বন্দ্বী ব্যাটারের ওই ইনিংসকে ‘সেরা’ বলেও অভিহিত করেছেন পাক বোলার ৷
Shaheen Shah Afridi said - " virat kohli is a great player. and great player like kohli could played such innings. that ball was haris rauf's best ball and he hit six on straight down the ground was unbelievable". (star sports). pic.twitter.com/IF42NhB9CP
— Tanuj Singh (@ImTanujSingh) August 21, 2024
শাহিন স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘বিরাট কোহলির টি-20 বিশ্বকাপে 82 রানে অপরাজিত ইনিংসটি আমার দেখা সেরা ইনিংস । আমি আমার কেরিয়ারে কোহলির ওই ইনিংসের চেয়ে ভালো ইনিংস দেখিনি । বিরাট একজন দুর্দান্ত খেলোয়াড় ৷ হ্যারিস রউফের একটি দুর্দান্ত বলে ছক্কা মারা একটা অবিশ্বাস্য কাজ ৷’’
ওই ম্যাচে 34 রান খরচ করেছিলেন শাহিন আফ্রিদি ৷ 4টি চার খেয়েছিলেন ৷ তারমধ্যে 3টি চার এসেছিল 18তম ওভারে ৷ শাহিন যখন বল করতে আসেন, ভারতের তিন ওভারে দরকার 48 রান ৷ প্রত্যেকেই ধরে নিয়েছিলেন, ভারত হারতে চলেছে ৷ ওই ওভারে 17 রান দেন আফ্রিদি ৷ কোহলি মারেন 3টি ছয় ৷ ওই ওভারেই ম্যাচ খানিক ভারতের দিকে চলে আসে ৷ সেই শাহিনই এবার প্রশংসায় ভরালেন চিরপ্রতিদ্বন্দ্বীকে ৷