কলকাতা, 10 এপ্রিল: গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দিয়ে নতুনভাবে অষ্টাদশ আইপিএল শুরু করেছে কিং খানের দল কলকাতা নাইট রাইডার্স ৷ ঘরের ম্যাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 'বিরাট' হার দিয়ে নতুন মরশুমে যাত্রা শুরু করেছে কেকেআর ৷ পাঁচ ম্যাচ মাত্র 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 6 নম্বরে বাশদার দল ৷
মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে চেন্নাই বধের উদ্য়েশে রওনা দিয়েছে নাইটরা ৷ তার আগে নাইটদের বার্তা দিলেন কিং খান ৷ দুরন্ত লড়াই করেও মাত্র 4 রানের জন্য লখনউ সুপার জায়ান্টসের কাছে হার হজম করেত অজিঙ্ক রাহানেদের ৷ শুক্রবার চিপকে নাইটদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ৷ যা কেকেআর-এর বরাবারের শক্ত গাঁট ৷
পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে আসতে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে জয় অত্যন্ত জরুরি নাইটদের । ইডেনে চার রানের পরাজয়ের পর নাইটদের মনোবল চাঙ্গা করতে আসরে নামেন শাহরুখ। কেকেআর মালিক তথা বলিউড বাদশা প্রতিটি ম্যাচের পরেই সাধারণত দলকে বার্তা দেন। এর ঠিক আগের ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে (80 রান) হরানোর পর ভেঙ্কটেশ-রিঙ্কুদের প্রশংসা করে বার্তা দিয়েছিলেন বাদশা ৷
লখনউ সুপার জায়ান্টসে ম্যাচের পরেও তা অন্যথা হয়নি। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের মাধ্যমে পাঠানো বার্তায় শাহরুখ বলেছেন,“এই হারটা দুঃখজনক । কারণ আমরা খুব কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম। তবে অনেক ইতিবাচক দিক রয়েছে। আমরা লড়াই করতে পারি এবং বড় রান তুলতে পারি। অনেক সময় আমাদের সেরাটাও জয়ের জন্য যথেষ্ট হয় না। আমার মনে হয়, এই দিনটা তেমনই একটা।’’
এখানেই শেষ নয়। শাহরুখ তাঁর পাঠানো বার্তায় আরও বলেছেন, ‘‘আমরা মাত্র একটা শট দূরে থেমেছি । একটা বল দূরে থেমেছি । এই হারকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে আমাদের । অভিজ্ঞতা থেকে বলছি, বিপদে পড়লে দলের সংহতি বাড়ে । আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’’
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে ইতিমধ্যে নাইটরা চেন্নাই পৌঁছে গিয়েছেন রাহানে অ্যান্ড কোং । পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস অবশ্য এবার একটু ব্যাকফুটে ৷ এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতে জিতে লিগ টেবিলে 9 নম্বরে ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতলেও পরের চারটি ম্যাচ হরেছে সুপার কিংস ৷ তাই, চিপক নাইটদের কাছে বরাবরের শক্ত গাঁট হলেও এবার সুপার কিংসের বিরুদ্ধে জয়ধ্বজা উড়ানোর সুযোগ রয়েছে রাহানে-রিঙ্কুদের সামনে ৷