ETV Bharat / sports

চতুর্থ টেস্ট বানচাল করার হুমকি 'সন্ত্রাসবাদী' পান্নুনের, নিরাপত্তার মোড়কে রাঁচি

Terror Threat in Ranchi Test: রাঁচিতে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড টেস্টে সন্ত্রাসবাদী হামলার হুমকি ৷ আর তারপরেই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল রাঁচি শহর ৷ সংবাদসংস্থা পিটিআইয়েরক খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সন্ত্রাসবাদী গুরপাতওয়ান্ত সিং পান্নু চতুর্থ টেস্ট বানচাল করে দেওয়ার হুমকি দিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 3:01 PM IST

ETV BHARAT
ETV BHARAT

রাঁচি, 21 ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট বামনচাল করার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন ৷ এরপরেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাঁচিকে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শিখস ফর জাস্টিস বা এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে ৷ ম্যাচ বানচাল করার আবেদন জানিয়ে পান্নুন একটি ভিডিয়োবার্তাও দিয়েছে সিপিআই (মাওবাদী) সংগঠনকে ৷

পান্নুন সেই ভিডিয়োতে মাওবাদী সংগঠনের কাছে আবেদন করেছে, যাতে তারা 23 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট বানচাল করে দেয় ৷ এদিকে মঙ্গলবার ইংল্যান্ড দল রাঁচি পৌঁছে গিয়েছে ৷ এ নিয়ে হাতিয়ার ডেপুটি পুলিশ সুপার পিকে মিশ্র জানিয়েছেন, পান্নুনের বিরুদ্ধে হুমকির প্রেক্ষিতে ধুরওয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তথ্যপ্রযুক্তি আইনে সেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ ৷

তিনি বলেন, "গুরপতওয়ান্ত সিং পান্নুন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে রাঁচিতে আয়োজিত হতে চলা ম্যাচ বাতিলের হুমকি দিয়েছে ৷ ওই সন্ত্রাসবাদী সিপিআই (মাওবাদী) সংগঠনকে গণ্ডগোল পাকানোর নির্দেশও দিয়েছে, যাতে ম্যাচ বাতিল হয়ে যায় ৷" উল্লেখ্য, 2019 সাল থেকে পান্নুন এনআইএ-এর ব়্যাডারে রয়েছে ৷ সেই সময় প্রথমবার এই সন্ত্রাস বিরোধী ফেডেরাল এজেন্সি গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ৷ অভিযোগ ছিল, পান্নুন ও তার সংগঠন এসএফজে পঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যে হুমকি ও ভয় দেখানোর কৌশল অবলম্বন করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছিল ৷

গত 26 জানুয়ারি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে খুনের হুমকিও দিয়েছিল এই সন্ত্রাসবাদী ৷ সেখানেও একটি হুমকি ভিডিয়ো পাঠিয়েছিল পান্নুন ৷ ওই ভিডিয়োতে পান্নুন পঞ্জাবের আইনশৃঙ্খলার উন্নতির জন্য পুলিশের প্রচেষ্টাকে ভুল বলে সমালোচনা করেছিল ৷ ভিডিয়োতে পান্নুন পুলিশের সাম্প্রতিক কয়েকচি এনকাউন্টারের কথা উল্লেখ করেছিল ৷ আর পঞ্জাব ও বিদেশে জেলে থাকা গ্যাংস্টারদের তার সঙ্গে যোগাযোগ করতে বলছিল পান্নুন ৷ এবার তার নজর 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড টেস্টে ৷

আরও পড়ুন:

  1. বাকি দুই টেস্টে নেই বুমরা, ধোনির পাড়ায় চার স্পিনারে টিম ইন্ডিয়া!
  2. পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি পান্নুনের
  3. শীতকালীন অধিবেশনের মাঝেই সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের

রাঁচি, 21 ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট বামনচাল করার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন ৷ এরপরেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাঁচিকে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শিখস ফর জাস্টিস বা এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে ৷ ম্যাচ বানচাল করার আবেদন জানিয়ে পান্নুন একটি ভিডিয়োবার্তাও দিয়েছে সিপিআই (মাওবাদী) সংগঠনকে ৷

পান্নুন সেই ভিডিয়োতে মাওবাদী সংগঠনের কাছে আবেদন করেছে, যাতে তারা 23 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট বানচাল করে দেয় ৷ এদিকে মঙ্গলবার ইংল্যান্ড দল রাঁচি পৌঁছে গিয়েছে ৷ এ নিয়ে হাতিয়ার ডেপুটি পুলিশ সুপার পিকে মিশ্র জানিয়েছেন, পান্নুনের বিরুদ্ধে হুমকির প্রেক্ষিতে ধুরওয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তথ্যপ্রযুক্তি আইনে সেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ ৷

তিনি বলেন, "গুরপতওয়ান্ত সিং পান্নুন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে রাঁচিতে আয়োজিত হতে চলা ম্যাচ বাতিলের হুমকি দিয়েছে ৷ ওই সন্ত্রাসবাদী সিপিআই (মাওবাদী) সংগঠনকে গণ্ডগোল পাকানোর নির্দেশও দিয়েছে, যাতে ম্যাচ বাতিল হয়ে যায় ৷" উল্লেখ্য, 2019 সাল থেকে পান্নুন এনআইএ-এর ব়্যাডারে রয়েছে ৷ সেই সময় প্রথমবার এই সন্ত্রাস বিরোধী ফেডেরাল এজেন্সি গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ৷ অভিযোগ ছিল, পান্নুন ও তার সংগঠন এসএফজে পঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যে হুমকি ও ভয় দেখানোর কৌশল অবলম্বন করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছিল ৷

গত 26 জানুয়ারি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে খুনের হুমকিও দিয়েছিল এই সন্ত্রাসবাদী ৷ সেখানেও একটি হুমকি ভিডিয়ো পাঠিয়েছিল পান্নুন ৷ ওই ভিডিয়োতে পান্নুন পঞ্জাবের আইনশৃঙ্খলার উন্নতির জন্য পুলিশের প্রচেষ্টাকে ভুল বলে সমালোচনা করেছিল ৷ ভিডিয়োতে পান্নুন পুলিশের সাম্প্রতিক কয়েকচি এনকাউন্টারের কথা উল্লেখ করেছিল ৷ আর পঞ্জাব ও বিদেশে জেলে থাকা গ্যাংস্টারদের তার সঙ্গে যোগাযোগ করতে বলছিল পান্নুন ৷ এবার তার নজর 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড টেস্টে ৷

আরও পড়ুন:

  1. বাকি দুই টেস্টে নেই বুমরা, ধোনির পাড়ায় চার স্পিনারে টিম ইন্ডিয়া!
  2. পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি পান্নুনের
  3. শীতকালীন অধিবেশনের মাঝেই সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.