রাঁচি, 21 ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট বামনচাল করার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন ৷ এরপরেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাঁচিকে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শিখস ফর জাস্টিস বা এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে ৷ ম্যাচ বানচাল করার আবেদন জানিয়ে পান্নুন একটি ভিডিয়োবার্তাও দিয়েছে সিপিআই (মাওবাদী) সংগঠনকে ৷
পান্নুন সেই ভিডিয়োতে মাওবাদী সংগঠনের কাছে আবেদন করেছে, যাতে তারা 23 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট বানচাল করে দেয় ৷ এদিকে মঙ্গলবার ইংল্যান্ড দল রাঁচি পৌঁছে গিয়েছে ৷ এ নিয়ে হাতিয়ার ডেপুটি পুলিশ সুপার পিকে মিশ্র জানিয়েছেন, পান্নুনের বিরুদ্ধে হুমকির প্রেক্ষিতে ধুরওয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তথ্যপ্রযুক্তি আইনে সেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ ৷
তিনি বলেন, "গুরপতওয়ান্ত সিং পান্নুন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে রাঁচিতে আয়োজিত হতে চলা ম্যাচ বাতিলের হুমকি দিয়েছে ৷ ওই সন্ত্রাসবাদী সিপিআই (মাওবাদী) সংগঠনকে গণ্ডগোল পাকানোর নির্দেশও দিয়েছে, যাতে ম্যাচ বাতিল হয়ে যায় ৷" উল্লেখ্য, 2019 সাল থেকে পান্নুন এনআইএ-এর ব়্যাডারে রয়েছে ৷ সেই সময় প্রথমবার এই সন্ত্রাস বিরোধী ফেডেরাল এজেন্সি গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ৷ অভিযোগ ছিল, পান্নুন ও তার সংগঠন এসএফজে পঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যে হুমকি ও ভয় দেখানোর কৌশল অবলম্বন করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছিল ৷
গত 26 জানুয়ারি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে খুনের হুমকিও দিয়েছিল এই সন্ত্রাসবাদী ৷ সেখানেও একটি হুমকি ভিডিয়ো পাঠিয়েছিল পান্নুন ৷ ওই ভিডিয়োতে পান্নুন পঞ্জাবের আইনশৃঙ্খলার উন্নতির জন্য পুলিশের প্রচেষ্টাকে ভুল বলে সমালোচনা করেছিল ৷ ভিডিয়োতে পান্নুন পুলিশের সাম্প্রতিক কয়েকচি এনকাউন্টারের কথা উল্লেখ করেছিল ৷ আর পঞ্জাব ও বিদেশে জেলে থাকা গ্যাংস্টারদের তার সঙ্গে যোগাযোগ করতে বলছিল পান্নুন ৷ এবার তার নজর 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড টেস্টে ৷
আরও পড়ুন: