ETV Bharat / sports

মুম্বই-চেন্নাইয়ের থেকেও বেশিবার আইপিএল জয়, কাদের দখলে রয়েছে নজির ? - PLAYERS WITH MOST IPL TROPHIES

চেন্নাই কিংবা মুম্বই নয়, আইপিএলে সর্বাধিক ট্রফিজয়ের নজির রয়েছে দুই ক্রিকেটারের দখলে ৷ কারা সেই ক্রিকেটার ? জেনে নিন ৷

PLAYERS WITH MOST IPL TROPHIES
2019 আইপিএল ফাইনালের ছবি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 24, 2025 at 6:51 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 24 মার্চ: ঢাকে কাঠি পড়ে গিয়েছে অষ্টাদশ আইপিএলের ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স অবশ্য শুরু করেছে হার দিয়ে ৷ পরদিনই আইপিএল ক্লাসিকোয় হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সর্বাধিক সফল দুই দল ৷ অর্থাৎ, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ পাঁচবারের আইপিএল জয়ী দুই দলের সাক্ষাতে অবশ্য বাজিমাত করেছে রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন চেন্নাই ৷ অন্যদিকে এই নিয়ে টানা 13 বার আইপিএলের প্রথম ম্য়াচ হারল মুম্বই ৷ কিন্তু চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স সর্বাধিক ট্রফি জিতলেও তাদের চেয়েও বেশি ট্রফিজয়ের নজির যে আইপিএলে রয়েছে, সে ব্য়াপারে জানা আছে কি?

বিশ্বাস না-হলেও এটাই সত্যি ৷ এবার খুলে বলা যাক বিষয়টা ৷ দল হিসেবে চেন্নাই এবং মুম্বই সর্বাধিক আইপিএল ট্রফি জিতলেও ক্রিকেটার হিসেবে তার চেয়েও বেশিবার আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা এবং অম্বাতি রায়ডু ৷ হ্যাঁ, ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে কেরিয়ারে এই দুই ক্রিকেটার সর্বাধিক ছ'বার করে আইপিএল ট্রফি জিতেছেন ৷ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ৷

  • রোহিত শর্মা: আইপিএলের শুরুতে (2008-2010) ডেকান চার্জার্সের সহঅধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা ৷ 2009 সালে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ট্রফি জেতে ডেকান ৷ সেই প্রথম আইপিএল জয় 'হিটম্যান'-এর ৷ এরপর 2011 সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগদানের পর বাকিটা ইতিহাস ৷ 2013, 2015, 2017, 2019 এবং 2020 সালে অধিনায়ক হিসেবে 'পল্টন'দের খেতাব এনে দেন রোহিত ৷ সবমিলিয়ে তাঁর ঝুলিতে আইপিএল খেতাবের সংখ্যা ছয় ৷ 2013 সালে মরশুমের মাঝপথে নেতৃত্বের ব্য়াটন পেয়েছিলেন বিশ্বজয়ী টি-20 অধিনায়ক ৷
  • অম্বাতি রায়ড়ু: সর্বাধিক ট্রফিজয়ের নিরিখে রোহিতের সঙ্গে একই মেরুতে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ড়ু ৷ 2013, 2015 এবং 2017 রোহিত শর্মার নেতৃত্বে মুম্বইয়ের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ এরপর চেন্নাই সুপার কিংস জার্সিতে রায়ডু খেতাব জেতেন আরও তিনবার (2018, 2021 এবং 2013) ৷
PLAYERS WITH MOST IPL TROPHIES
মুম্বই জার্সিতে রোহিত এবং রায়ডু (GETTY)

রোহিত, রায়ডুর পর ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বাধিক পাঁচবার করে ট্রফিজয় রয়েছে একাধিক ক্রিকেটারের ৷ তালিকায় মহেন্দ্র সিং ধোনি যেমন রয়েছেন, তেমনই রয়েছেন কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া এবং আদিত্য তারে ৷ এদের মধ্যে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে অবশ্য পাঁচটি ট্রফি জিতেছেন ধোনি (চেন্নাই সুপার কিংস) এবং কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স) ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 24 মার্চ: ঢাকে কাঠি পড়ে গিয়েছে অষ্টাদশ আইপিএলের ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স অবশ্য শুরু করেছে হার দিয়ে ৷ পরদিনই আইপিএল ক্লাসিকোয় হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সর্বাধিক সফল দুই দল ৷ অর্থাৎ, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ পাঁচবারের আইপিএল জয়ী দুই দলের সাক্ষাতে অবশ্য বাজিমাত করেছে রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন চেন্নাই ৷ অন্যদিকে এই নিয়ে টানা 13 বার আইপিএলের প্রথম ম্য়াচ হারল মুম্বই ৷ কিন্তু চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স সর্বাধিক ট্রফি জিতলেও তাদের চেয়েও বেশি ট্রফিজয়ের নজির যে আইপিএলে রয়েছে, সে ব্য়াপারে জানা আছে কি?

বিশ্বাস না-হলেও এটাই সত্যি ৷ এবার খুলে বলা যাক বিষয়টা ৷ দল হিসেবে চেন্নাই এবং মুম্বই সর্বাধিক আইপিএল ট্রফি জিতলেও ক্রিকেটার হিসেবে তার চেয়েও বেশিবার আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা এবং অম্বাতি রায়ডু ৷ হ্যাঁ, ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে কেরিয়ারে এই দুই ক্রিকেটার সর্বাধিক ছ'বার করে আইপিএল ট্রফি জিতেছেন ৷ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ৷

  • রোহিত শর্মা: আইপিএলের শুরুতে (2008-2010) ডেকান চার্জার্সের সহঅধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা ৷ 2009 সালে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ট্রফি জেতে ডেকান ৷ সেই প্রথম আইপিএল জয় 'হিটম্যান'-এর ৷ এরপর 2011 সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগদানের পর বাকিটা ইতিহাস ৷ 2013, 2015, 2017, 2019 এবং 2020 সালে অধিনায়ক হিসেবে 'পল্টন'দের খেতাব এনে দেন রোহিত ৷ সবমিলিয়ে তাঁর ঝুলিতে আইপিএল খেতাবের সংখ্যা ছয় ৷ 2013 সালে মরশুমের মাঝপথে নেতৃত্বের ব্য়াটন পেয়েছিলেন বিশ্বজয়ী টি-20 অধিনায়ক ৷
  • অম্বাতি রায়ড়ু: সর্বাধিক ট্রফিজয়ের নিরিখে রোহিতের সঙ্গে একই মেরুতে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ড়ু ৷ 2013, 2015 এবং 2017 রোহিত শর্মার নেতৃত্বে মুম্বইয়ের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ এরপর চেন্নাই সুপার কিংস জার্সিতে রায়ডু খেতাব জেতেন আরও তিনবার (2018, 2021 এবং 2013) ৷
PLAYERS WITH MOST IPL TROPHIES
মুম্বই জার্সিতে রোহিত এবং রায়ডু (GETTY)

রোহিত, রায়ডুর পর ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বাধিক পাঁচবার করে ট্রফিজয় রয়েছে একাধিক ক্রিকেটারের ৷ তালিকায় মহেন্দ্র সিং ধোনি যেমন রয়েছেন, তেমনই রয়েছেন কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া এবং আদিত্য তারে ৷ এদের মধ্যে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে অবশ্য পাঁচটি ট্রফি জিতেছেন ধোনি (চেন্নাই সুপার কিংস) এবং কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স) ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.