কলকাতা, 16 মার্চ: ক্রীড়া সাংবাদিকতার জগতে নক্ষত্রপতন । না-ফেরার দেশে মানস চক্রবর্তী । বয়স হয়েছিল 67 বছর । রেখে গেলেন ছিয়াশি বছরের বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা, জামাতা ও নাতিকে । শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।উত্তর 24 পরগনার খড়দার মানস চক্রবর্তী দীর্ঘদিন কর্মরত ছিলেন আনন্দবাজার পত্রিকায় । প্রফুল্ল সরকার লেনের অফিসে যোগ দিয়েছিলেন ব্যাঙ্কের চাকরি ছেড়ে ৷
পরে তিনি বৈদ্যুতিন মাধ্যম কলকাতা টিভি’তেও যোগ দিয়েছিলেন ক্রীড়া সম্পাদক হিসেবে । কভার করেছেন একাধিক বিশ্বকাপ ফুটবলের আসরও । দীর্ঘদেহী মানুষটির অন্যতম অস্ত্র ছিল ক্ষুরধার লেখনী । ফুটবল নিয়ে তাঁর অসংখ্য প্রতিবেদন পাঠকদের ভাবিয়েছে। পরবর্তীকালে বৈদ্যুতিন মাধ্যমেও তিনি তাঁর মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন ।
নিজের কর্মজীবনে বহু সাংবাদিকের পথপ্রদর্শক ছিলেন মানস ৷ তাঁর সদা হাস্যময়, সদা আলাপি ভাবমূর্তি সবার কাছেই ছিল প্রিয় ৷ ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি তাঁর সাহিত্য ও সঙ্গীত জগতেও অবাধ যোগাযোগ ছিল । বাংলা ক্রীড়া সাংবাদিকতায় মানস চক্রবর্তী ছিলেন অনেক বড় মাপের সাংবাদিক । জানুয়ারি মাসে সেলিব্রাল অ্যাটাক হওয়ার পর থেকেই জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন । শেষ পযর্ন্ত আজ সব মায়া কাটিয়ে চলে গেলেন না-ফেরার দেশে । শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও আগামিকাল অর্থাৎ রবিবার মানস চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হবে । গত বছরের নভেম্বরে প্রয়াত হয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অরুণ সেনগুপ্ত ৷ মারণরোগ ক্যানসার তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল ৷ তাঁর প্রয়াণের ছ’মাসের মধ্যেই আরেক নক্ষত্রকে হারাল সাংবাদিকতার জগৎ ৷
আরও পড়ুন: