হায়দরাবাদ, 5 নভেম্বর: উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও এসি মিলান ৷ মহাদেশীয় এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দুই সফল ক্লাবের দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে ইতিমধ্যেই ৷ যদিও বার্সেলোনা কাছে এল ক্লাসিকোয় বিধ্বস্ত হওয়ার পর 'লস ব্ল্যাঙ্কোসে'র কাছে এই ম্য়াচ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ৷ অন্যদিকে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে ঘরোয়া লিগে মোনজাকে হারিয়ে আত্মবিশ্বাসী সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মিলান ৷
চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে কে কোথায়: নয়া ফর্ম্যাটে অনুষ্ঠিত চ্য়াম্পিয়ন্স লিগে ইতিমধ্যেই তিনটি করে ম্য়াচ খেলা হয়ে গিয়েছে সমস্ত দলের ৷ সেখানে দু'টি ম্য়াচ জিতেছে রিয়াল মাদ্রিদ ৷ অন্যদিকে মাত্র একটি ম্য়াচেই জিততে পেরেছে এসি মিলান ৷ হেরেছে দু'টি ৷ নয়া ফর্ম্য়াটে ব়্যাংকিং রাউন্ডে প্রত্যেক ক্লাব আটটি ভিন্ন ক্লাবের বিরুদ্ধে একটি করে ম্য়াচ (4টি হোম, 4টি অ্যাওয়ে) খেলবে ৷ প্রথম আটটি দল পৌঁছে যাবে সরাসরি পৌঁছবে শেষ ষোলোয় ৷ পরের 16টি দলকে শেষ ষোলোয় যাওয়ার জন্য প্লে-অফ খেলতে হবে ৷
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্য়াচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে স্য়ান্তিয়াগো বার্নাব্যুয়ে ৷ ভারতীয় সময় বুধবার রাত 1টা 30 মিনিটে শুরু হবে খেলা ৷
🙌 ¡DÍA DE PARTIDO! 🙌
— Real Madrid C.F. (@realmadrid) November 5, 2024
🆚 @acmilan
🕰️ 21:00 CET
🏟️ Santiago Bernabéu
#️⃣ #UCL pic.twitter.com/3lw6kh0fhK
রিয়াল মাদ্রিদের খবর: থিবো কুর্তোয়া, ড্যানি কার্ভাহাল, ডেভিড আলাবাকে 'রোসোনেরি'দের বিরুদ্ধেও পাবে না 15 বারের চ্য়াম্পিয়ন রিয়াল ৷ তবে চোট সারিয়ে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো ৷ আপফ্রন্টে এমবাপের পাশে শুরু করতে দেখা যেতে পারে তাঁকে ৷
এসি মিলানের খবর: ইতালির ক্লাবে চোট-আঘাত সমস্যাটা একটু বেশিই ৷ আলেজান্দ্রো ফ্লোরেঞ্জি, লুকা জোভিচ, মাত্তিয়া গাব্বিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল বেনাসেরকেও পাচ্ছে না মিলান ৷ তবে রিয়ালের বিরুদ্ধে ফিরছেন ট্যামি আব্রাহাম ৷
🗣️ Coach Fonseca shares his confidence and motivation ahead of #RealMilan#UCL #SempreMilan pic.twitter.com/4eYNzlq9ol
— AC Milan (@acmilan) November 4, 2024
কোথায় দেখবেন ম্য়াচ: এদেশে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ৷ সুতরাং, সোনি স্পোর্টস নেটওয়ার্কেই দেখা যাবে কিলিয়ান এমবাপে-আলভারো মোরাতা দ্বৈরথ ৷
লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে: যাঁরা টেলিভিশনে দেখতে পাবেন না তাঁরা ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করবেন সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে ৷