ETV Bharat / sports

চিপক 'দুর্গে' আজ 17 বছরের আগল ভাঙার লক্ষ্যে বিরাটরা - CSK VS RCB

আইপিএলে আজ দাক্ষিণাত্যের ডার্বি ৷ চিপকে মুখোমুখি চেন্নাই-বেঙ্গালুরু ৷ যে স্টেডিয়ামে 2008 সালের পর আর জেতেনি আরসিবি ৷

CSK vs RCB
বিরাট কোহলি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 28, 2025 at 11:25 AM IST

2 Min Read

হায়দরাবাদ, 28 মার্চ: সালটা 2008 ৷ আইপিএলের অভিষেক মরশুমে সেই প্রথম আর সেই-ই শেষ ৷ মাঝে পেরিয়েছে 17টা বছর ৷ চেন্নাই সুপার কিংসের দুর্গ চিপকে আর জয় পায়নি রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ শুক্রবার দাক্ষিণাত্যের ডার্বিতে সেই আগল ভাঙাই লক্ষ্য বিরাট কোহলিদের ৷

2008 সালে যে ম্য়াচে আরসিবি চেন্নাইকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল, সেই স্কোয়াডের সঙ্গে বর্তমান স্কোয়াডে একমাত্র মিল যেটা হল সেটা বিরাট কোহলি ৷ আইপিএলে 18টা মরশুম একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্য়াচেই পুরস্কৃত হয়েছেন তিনি ৷ ব্য়াট হাতে অর্ধশতরান করে (36 বলে অপরাজিত 59) সিজন ওপেনারে দলকে জয়ও এনে দিয়েছেন ৷ দেড় দশকেরও বেশি সময়ের আগল ভাঙতে আরসিবি'র আশা-ভরসা সবকিছুই তাই আবর্তিত হচ্ছে বিরাট কোহলিকে কেন্দ্র করে ৷

এমন সময় চিন্তা অবশ্যই চিপকের ঘূর্ণি উইকেট ৷ সাম্প্রতিক সময়ে স্পিনের বিরুদ্ধে বারংবার হোঁচট খেতে দেখা গিয়েছে বিরাটকে ৷ আবার ভুল থেকে শিক্ষা নিয়ে স্পিনের বিরুদ্ধেই সাবলীল ব্য়াটিংও করেছেন বিরাট ৷ যার মস্ত উদাহরণ ইডেনে কেকেআর ম্যাচ ৷ সেই ম্য়াচে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের দক্ষ ব্য়াটেই সামলেছে 'দ্য রানমেশিন' ৷ যদিও ইডেনের বাইশ গজ চিপকের মত ততটাও টার্নার নয় ৷ সবমিলিয়ে স্পিন চক্রব্যূহেই 'বিরাট' জুজু আটকানোর বন্দোবস্ত সেরে রেখেছে ইয়েলো ব্রিগেড ৷ রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দলে রয়েছেন নবাগত নূর আহমেদ ৷ শেষেরজন অর্থাৎ, আফগান স্পিনার আবার গত ম্য়াচে চার উইকেট নিয়ে কোমর ভেঙে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ৷ চোট সারিয়ে শ্রীলঙ্কা পেসার মথিসা পাথিরানা দলে ফিরলে শক্তিশালী হবে চেন্নাইয়ের পেস বোলিং ইউনিটও ৷ যেখানে ইতিমধ্যেই রয়েছেন খলিল আহমেদ, স্যাম কারেনরা ৷ তবে আরসিবি'র বিরুদ্ধে পাথিরানার খেলার সম্ভাবনা নেই বললেই চলে ৷

ব্য়াট হাতে রাচিন রবীন্দ্রদের আটকাতে বল হাতে রজত পাতিদারের ভরসা জোশ হ্য়াজলউড, ক্রুনাল পান্ডিয়ারা ৷ ইডেনে প্রথম ম্য়াচে ক্রুনালের স্পিন ভুগিয়েছে নাইট ব্রিগেডকে ৷ তিন উইকেট এসেছিল বরোদা অলরাউন্ডারের ঝুলিতে ৷ ছন্দে রয়েছেন অজি পেসার হ্যাজলউডও ৷ নাইটদের বিরুদ্ধে 22 রান দিয়ে পেয়েছিলেন জোড়া উইকেট ৷ চোট সারিয়ে পেস বিভাগে সংযোজন হতে পারে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের ৷ তাতে কি চিপকে আরসিবি'র 17 বছরের জয়ের খরা কাটবে ? উত্তর মিলবে কয়েকঘণ্টা বাদেই ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 28 মার্চ: সালটা 2008 ৷ আইপিএলের অভিষেক মরশুমে সেই প্রথম আর সেই-ই শেষ ৷ মাঝে পেরিয়েছে 17টা বছর ৷ চেন্নাই সুপার কিংসের দুর্গ চিপকে আর জয় পায়নি রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ শুক্রবার দাক্ষিণাত্যের ডার্বিতে সেই আগল ভাঙাই লক্ষ্য বিরাট কোহলিদের ৷

2008 সালে যে ম্য়াচে আরসিবি চেন্নাইকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল, সেই স্কোয়াডের সঙ্গে বর্তমান স্কোয়াডে একমাত্র মিল যেটা হল সেটা বিরাট কোহলি ৷ আইপিএলে 18টা মরশুম একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্য়াচেই পুরস্কৃত হয়েছেন তিনি ৷ ব্য়াট হাতে অর্ধশতরান করে (36 বলে অপরাজিত 59) সিজন ওপেনারে দলকে জয়ও এনে দিয়েছেন ৷ দেড় দশকেরও বেশি সময়ের আগল ভাঙতে আরসিবি'র আশা-ভরসা সবকিছুই তাই আবর্তিত হচ্ছে বিরাট কোহলিকে কেন্দ্র করে ৷

এমন সময় চিন্তা অবশ্যই চিপকের ঘূর্ণি উইকেট ৷ সাম্প্রতিক সময়ে স্পিনের বিরুদ্ধে বারংবার হোঁচট খেতে দেখা গিয়েছে বিরাটকে ৷ আবার ভুল থেকে শিক্ষা নিয়ে স্পিনের বিরুদ্ধেই সাবলীল ব্য়াটিংও করেছেন বিরাট ৷ যার মস্ত উদাহরণ ইডেনে কেকেআর ম্যাচ ৷ সেই ম্য়াচে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের দক্ষ ব্য়াটেই সামলেছে 'দ্য রানমেশিন' ৷ যদিও ইডেনের বাইশ গজ চিপকের মত ততটাও টার্নার নয় ৷ সবমিলিয়ে স্পিন চক্রব্যূহেই 'বিরাট' জুজু আটকানোর বন্দোবস্ত সেরে রেখেছে ইয়েলো ব্রিগেড ৷ রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দলে রয়েছেন নবাগত নূর আহমেদ ৷ শেষেরজন অর্থাৎ, আফগান স্পিনার আবার গত ম্য়াচে চার উইকেট নিয়ে কোমর ভেঙে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ৷ চোট সারিয়ে শ্রীলঙ্কা পেসার মথিসা পাথিরানা দলে ফিরলে শক্তিশালী হবে চেন্নাইয়ের পেস বোলিং ইউনিটও ৷ যেখানে ইতিমধ্যেই রয়েছেন খলিল আহমেদ, স্যাম কারেনরা ৷ তবে আরসিবি'র বিরুদ্ধে পাথিরানার খেলার সম্ভাবনা নেই বললেই চলে ৷

ব্য়াট হাতে রাচিন রবীন্দ্রদের আটকাতে বল হাতে রজত পাতিদারের ভরসা জোশ হ্য়াজলউড, ক্রুনাল পান্ডিয়ারা ৷ ইডেনে প্রথম ম্য়াচে ক্রুনালের স্পিন ভুগিয়েছে নাইট ব্রিগেডকে ৷ তিন উইকেট এসেছিল বরোদা অলরাউন্ডারের ঝুলিতে ৷ ছন্দে রয়েছেন অজি পেসার হ্যাজলউডও ৷ নাইটদের বিরুদ্ধে 22 রান দিয়ে পেয়েছিলেন জোড়া উইকেট ৷ চোট সারিয়ে পেস বিভাগে সংযোজন হতে পারে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের ৷ তাতে কি চিপকে আরসিবি'র 17 বছরের জয়ের খরা কাটবে ? উত্তর মিলবে কয়েকঘণ্টা বাদেই ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.