ETV Bharat / sports

চিন্নাস্বামী পদপিষ্টের ঘটনায় আটক চার, বিমানবন্দর থেকে পাকড়াও আরসিবি'র মার্কেটিং হেড - STAMPEDE AT CHINNASWAMY STADIUM

আরসিবি'র মার্কেটিং হেড নিখিল সোসালেকে পদপিষ্টের ঘটনায় আটক করল বেঙ্গালুরু পুলিশ ৷ শুক্রবার সকালে কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় ৷

STAMPEDE AT CHINNASWAMY STADIUM
দুর্ঘটনার দিন স্টেডিয়ামের বাইরের ছবি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : June 6, 2025 at 11:58 AM IST

2 Min Read

বেঙ্গালুরু, 6 জুন: আইপিএল জয়ের বিজয়োৎসবে সামিল হওয়া 11 জন আরসিবি সমর্থকের মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার-সহ চার উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল বৃহস্পতিবার ৷ এবার ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং হেড নিখিল সোসালেকে পদপিষ্টের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করল বেঙ্গালুরু পুলিশ ৷ শুক্রবার সকালে কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় ৷

জানা গিয়েছে, মুম্বই উড়ে যাওয়ার ঠিক আগে নিখিল সোসালেকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ৷ এরপর তাঁকে হেফাজতে নিয়েছে বেঙ্গালুরু পুলিশ ৷ মার্কেটিংয়ের পাশাপাশি 2025 আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজির রেভিনিউ হেডও বটে তিনি ৷ কেবল নিখিল সোসালে নয়, পুলিশ আটক করেছে আরসিবি'র ভিকট্রি সেলিব্রেশনের পরিকল্পনাকরী ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থার তিনি সদস্যকেও ৷ আটকের পর তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কাব্বন পার্ক থানাতেও নিয়ে যাওয়া হয় ৷ যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশেনর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের সিনিয়র ইভেন্ট ম্য়ানেজার কিরণ কুমার ও বিজনেস অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ এবং সুমন্তকে আটক করে পুলিশ ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, গত বুধবার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিজয় মিছিল আয়োজনের বিষয়ে অনুরাগীদের অবগত করলেও তার জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতিই নেওয়া হয়নি আরসিবি ম্যানেজমেন্টের তরফে ৷ পরবর্তীতে পুলিশের কাছে অনুমতির চাওয়া হলে পুলিশ তা প্রত্যাখ্যান করে ৷ কিন্তু ততক্ষণে এক লক্ষেরও বেশি অনুরাগীর কাছে সেই সোশাল মিডিয়া পোস্ট পৌঁছে গিয়েছে ৷

চিন্নাস্বামীর বাইরে 11 সমর্থকের মৃত্যু এবং ষাটেরও বেশি অনুরাগীর আহত হওয়ার ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) বিকাশ কুমার-সহ ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল বেঙ্গালুরু), সহকারি পুলিশ কমিশনার এবং কাব্বন পার্ক থানার পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে কর্ণাটক সরকার ৷ পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে গোটা ঘটনার তদন্তভার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল কুনহার নেতৃত্বে এক সদস্যের বিচারবিভাগীয় কমিশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

বেঙ্গালুরু, 6 জুন: আইপিএল জয়ের বিজয়োৎসবে সামিল হওয়া 11 জন আরসিবি সমর্থকের মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার-সহ চার উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল বৃহস্পতিবার ৷ এবার ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং হেড নিখিল সোসালেকে পদপিষ্টের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করল বেঙ্গালুরু পুলিশ ৷ শুক্রবার সকালে কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় ৷

জানা গিয়েছে, মুম্বই উড়ে যাওয়ার ঠিক আগে নিখিল সোসালেকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ৷ এরপর তাঁকে হেফাজতে নিয়েছে বেঙ্গালুরু পুলিশ ৷ মার্কেটিংয়ের পাশাপাশি 2025 আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজির রেভিনিউ হেডও বটে তিনি ৷ কেবল নিখিল সোসালে নয়, পুলিশ আটক করেছে আরসিবি'র ভিকট্রি সেলিব্রেশনের পরিকল্পনাকরী ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থার তিনি সদস্যকেও ৷ আটকের পর তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কাব্বন পার্ক থানাতেও নিয়ে যাওয়া হয় ৷ যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশেনর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের সিনিয়র ইভেন্ট ম্য়ানেজার কিরণ কুমার ও বিজনেস অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ এবং সুমন্তকে আটক করে পুলিশ ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, গত বুধবার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিজয় মিছিল আয়োজনের বিষয়ে অনুরাগীদের অবগত করলেও তার জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতিই নেওয়া হয়নি আরসিবি ম্যানেজমেন্টের তরফে ৷ পরবর্তীতে পুলিশের কাছে অনুমতির চাওয়া হলে পুলিশ তা প্রত্যাখ্যান করে ৷ কিন্তু ততক্ষণে এক লক্ষেরও বেশি অনুরাগীর কাছে সেই সোশাল মিডিয়া পোস্ট পৌঁছে গিয়েছে ৷

চিন্নাস্বামীর বাইরে 11 সমর্থকের মৃত্যু এবং ষাটেরও বেশি অনুরাগীর আহত হওয়ার ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) বিকাশ কুমার-সহ ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল বেঙ্গালুরু), সহকারি পুলিশ কমিশনার এবং কাব্বন পার্ক থানার পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে কর্ণাটক সরকার ৷ পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে গোটা ঘটনার তদন্তভার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল কুনহার নেতৃত্বে এক সদস্যের বিচারবিভাগীয় কমিশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.