বেলাগাভি (কর্ণাটক): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ বদলে গেল বিষাদে ! বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশনে মৃত্যু হল এক আরসিবি সমর্থকের ৷ মঙ্গলবার রাতে কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালাগিতে বছর পঁচিশের এক আরসিবি ফ্যান সেলিব্রশনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷
টুর্নামেন্টের অষ্টাদশ সংস্করণে আইপিএল জয়ের স্বাদ পেয়েছে আরসিবি ৷ রুদ্ধশ্বাস ফাইনালে মঙ্গলবার পঞ্জাব কিংসকে ছ'রানে হারিয়ে আইপিএল জেতে আরসিবি ৷ এই আনন্দে মাতোয়ারা ক্রিকেটার থেকে সমর্থকরা ৷ খেতাবজয় নিশ্চিত হতেই মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন বিরাট কোহলি ৷ 18 বছরের অপেক্ষার অবসানে ক্রিকেটারদের মতোই আনন্দে আত্মহারা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরাও ৷
কর্ণাটকের বেলাগাভি আভারাদি গ্রামের সাঙ্গোলি রায়ান্না সার্কেলে বিজয় উদযাপনের সময় নাচতে নাচতে রাস্তায় পড়ে যান এক আরসিবি সমর্থক ৷ নাম মঞ্জুনাথ ইরাপ্পা কুম্বারা ৷ বন্ধুরা তাঁকে দ্রুত মহালিঙ্গপুরের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু চিকিৎসকরা মঞ্জুনাথ মৃত ঘোষণা করেন ৷
ইরাপ্পার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঞ্জুনাথ আরসিবি-র একজন কট্টর ফ্যান ৷ ফাইনাল ম্যাচ দেখার জন্য গ্রামে একটি বিশাল এলইডি স্ক্রিন লাগানোর ব্যবস্থা করেন ৷ ফাইনাল ম্যাচ দেখার প্রস্তুতির জন্য গত চারদিন ধরে এখানেওখানে ঘুরে বেরিয়েছে ৷ আরসিবি-র জয় উদযাপনের জন্য আতশবাজিও কিনেছিল।
মঞ্জুনাথ, নিজেও একজন ক্রিকেটার ছিলেন ৷ 'আভারাডি ওয়ারিয়র্স' নামে স্থানীয় একটি দল গঠন করেছিলেন ৷ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। বিরাটদের প্রথম আইপিএল ট্রফি চুম্বন করতে দেখে উৎসাহের সঙ্গে বন্ধুদের সঙ্গে নাচতে শুরু করেন মঞ্জুনাথ ৷ কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন ৷
এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ৷ মঞ্জুনাথের একটি 6 মাসের মেয়ে রয়েছে ৷ তাঁর স্ত্রী আবার সন্তানসম্ভবনা। মঞ্জুনাথের শেষকৃত্য আজ বিকেলে তাঁর গ্রামে অনুষ্ঠিত হবে।