ETV Bharat / sports

বিরাটদের আইপিএল জয়ের আনন্দে নাচ, হৃদরোগে মৃত্যু আরসিবি ভক্তের - RCB FAN DIES OF HEART ATTACK

18 বছর পর আইপিএল জয়ের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৷ মঙ্গলের রাতে মোতেরায় রুদ্ধশ্বাস লড়াইয়ে পঞ্জাব কিংসকে ছ'রানে হারিয়ে আইপিএল জেতে আরসিবি।

RCB FAN DIES OF HEART ATTACK
হৃদরোগে মৃত্যু আরসিবি ভক্তের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 3:50 PM IST

2 Min Read

বেলাগাভি (কর্ণাটক): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ বদলে গেল বিষাদে ! বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশনে মৃত্যু হল এক আরসিবি সমর্থকের ৷ মঙ্গলবার রাতে কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালাগিতে বছর পঁচিশের এক আরসিবি ফ্যান সেলিব্রশনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

টুর্নামেন্টের অষ্টাদশ সংস্করণে আইপিএল জয়ের স্বাদ পেয়েছে আরসিবি ৷ রুদ্ধশ্বাস ফাইনালে মঙ্গলবার পঞ্জাব কিংসকে ছ'রানে হারিয়ে আইপিএল জেতে আরসিবি ৷ এই আনন্দে মাতোয়ারা ক্রিকেটার থেকে সমর্থকরা ৷ খেতাবজয় নিশ্চিত হতেই মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন বিরাট কোহলি ৷ 18 বছরের অপেক্ষার অবসানে ক্রিকেটারদের মতোই আনন্দে আত্মহারা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরাও ৷

কর্ণাটকের বেলাগাভি আভারাদি গ্রামের সাঙ্গোলি রায়ান্না সার্কেলে বিজয় উদযাপনের সময় নাচতে নাচতে রাস্তায় পড়ে যান এক আরসিবি সমর্থক ৷ নাম মঞ্জুনাথ ইরাপ্পা কুম্বারা ৷ বন্ধুরা তাঁকে দ্রুত মহালিঙ্গপুরের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু চিকিৎসকরা মঞ্জুনাথ মৃত ঘোষণা করেন ৷

ইরাপ্পার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঞ্জুনাথ আরসিবি-র একজন কট্টর ফ্যান ৷ ফাইনাল ম্যাচ দেখার জন্য গ্রামে একটি বিশাল এলইডি স্ক্রিন লাগানোর ব্যবস্থা করেন ৷ ফাইনাল ম্যাচ দেখার প্রস্তুতির জন্য গত চারদিন ধরে এখানেওখানে ঘুরে বেরিয়েছে ৷ আরসিবি-র জয় উদযাপনের জন্য আতশবাজিও কিনেছিল।

মঞ্জুনাথ, নিজেও একজন ক্রিকেটার ছিলেন ৷ 'আভারাডি ওয়ারিয়র্স' নামে স্থানীয় একটি দল গঠন করেছিলেন ৷ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। বিরাটদের প্রথম আইপিএল ট্রফি চুম্বন করতে দেখে উৎসাহের সঙ্গে বন্ধুদের সঙ্গে নাচতে শুরু করেন মঞ্জুনাথ ৷ কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন ৷

এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ৷ মঞ্জুনাথের একটি 6 মাসের মেয়ে রয়েছে ৷ তাঁর স্ত্রী আবার সন্তানসম্ভবনা। মঞ্জুনাথের শেষকৃত্য আজ বিকেলে তাঁর গ্রামে অনুষ্ঠিত হবে।

বেলাগাভি (কর্ণাটক): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ বদলে গেল বিষাদে ! বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশনে মৃত্যু হল এক আরসিবি সমর্থকের ৷ মঙ্গলবার রাতে কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালাগিতে বছর পঁচিশের এক আরসিবি ফ্যান সেলিব্রশনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

টুর্নামেন্টের অষ্টাদশ সংস্করণে আইপিএল জয়ের স্বাদ পেয়েছে আরসিবি ৷ রুদ্ধশ্বাস ফাইনালে মঙ্গলবার পঞ্জাব কিংসকে ছ'রানে হারিয়ে আইপিএল জেতে আরসিবি ৷ এই আনন্দে মাতোয়ারা ক্রিকেটার থেকে সমর্থকরা ৷ খেতাবজয় নিশ্চিত হতেই মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন বিরাট কোহলি ৷ 18 বছরের অপেক্ষার অবসানে ক্রিকেটারদের মতোই আনন্দে আত্মহারা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরাও ৷

কর্ণাটকের বেলাগাভি আভারাদি গ্রামের সাঙ্গোলি রায়ান্না সার্কেলে বিজয় উদযাপনের সময় নাচতে নাচতে রাস্তায় পড়ে যান এক আরসিবি সমর্থক ৷ নাম মঞ্জুনাথ ইরাপ্পা কুম্বারা ৷ বন্ধুরা তাঁকে দ্রুত মহালিঙ্গপুরের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু চিকিৎসকরা মঞ্জুনাথ মৃত ঘোষণা করেন ৷

ইরাপ্পার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঞ্জুনাথ আরসিবি-র একজন কট্টর ফ্যান ৷ ফাইনাল ম্যাচ দেখার জন্য গ্রামে একটি বিশাল এলইডি স্ক্রিন লাগানোর ব্যবস্থা করেন ৷ ফাইনাল ম্যাচ দেখার প্রস্তুতির জন্য গত চারদিন ধরে এখানেওখানে ঘুরে বেরিয়েছে ৷ আরসিবি-র জয় উদযাপনের জন্য আতশবাজিও কিনেছিল।

মঞ্জুনাথ, নিজেও একজন ক্রিকেটার ছিলেন ৷ 'আভারাডি ওয়ারিয়র্স' নামে স্থানীয় একটি দল গঠন করেছিলেন ৷ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। বিরাটদের প্রথম আইপিএল ট্রফি চুম্বন করতে দেখে উৎসাহের সঙ্গে বন্ধুদের সঙ্গে নাচতে শুরু করেন মঞ্জুনাথ ৷ কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন ৷

এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ৷ মঞ্জুনাথের একটি 6 মাসের মেয়ে রয়েছে ৷ তাঁর স্ত্রী আবার সন্তানসম্ভবনা। মঞ্জুনাথের শেষকৃত্য আজ বিকেলে তাঁর গ্রামে অনুষ্ঠিত হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.