ETV Bharat / sports

'বিরাট' অপেক্ষার অবসান, পঞ্জাবকে হারিয়ে আইপিএলে শাপমুক্তি আরসিবি'র - RCB WIN IPL 2025

ফাইনালে পঞ্জাবকে 6 রানে হারাল বেঙ্গালুরু । কেরিয়ারের সায়াহ্নে এসে অধরা মাধুরী আইপিএল ধরা দিল বিরাট কোহলিকে।

RCB WIN IPL
আইপিএল জয় আরসিবির (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : June 3, 2025 at 11:26 PM IST

2 Min Read

আমেদাবাদ, 3 জুন: সাবালক আইপিএল যে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেই । কিন্তু ট্রফি উঠবে কার হাতে ? গতবার নাইটদের ট্রফি দিয়েও উপেক্ষিত 'সরপঞ্চ' শ্রেয়সই আবার হিরো আইপিএলের, নাকি দায়িত্ব পেয়েই 17 বছরের খরা কাটাবেন রজত পাতিদার । উত্তর খুঁজতে মঙ্গলবার সন্ধেয় আসমুদ্র-হিমাচলের চোখ ছিল মোতেরায় (অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়াম) । যেখানে পঞ্জাবকে 6 রানে হারিয়ে বছর বছর ধরে পুঞ্জীভূত আক্ষেপ দূর হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর । কেরিয়ারের সায়াহ্নে এসে অধরা মাধুরী আইপিএল ধরা দিল বিরাট কোহলিকে ।

টসের কয়েকঘণ্টা আগেও পূর্বাভাস মিলিয়ে হাল্কা বৃষ্টিতে ভিজেছিল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। টস জিতে তাই আরসিবি'কে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স । ইনিংসে গতি না-থাকলেও 35 বলে 43 রান করে ফাইনালে আরসিবি'র সর্বাধিক রানস্কোরার কোহলি-ই । বাকিরা ঝোড়ো গতিতে শুরু করলেও লম্বা হয়নি কারও ইনিংস ।

তবে 190 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে অধিনায়ক পাতিদারের 16 বলে 26, লিয়াম লিভিংস্টোনের 15 বলে 25, জীতেশ শর্মার 10 বলে 24 রান নির্ণায়ক হয়ে দাঁড়ায় । 17 তম ওভারে কাইল জেমিসনকে পিটিয়ে 23 তোলেন জীতেশ এবং লিভিংস্টোন । যা ফারাক গড়ে দেয় । অবশ্য ওই ওভারেই ফেরেন লিভিংস্টোন । শেষদিকে পঞ্জাব পেসাররা টানা উইকেট তুলে নিয়ে দু'শোর মধ্যে বেঁধে রাখেন আরসিবি'কে । নয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 190 রান তোলে আরসিবি। তিনটি করে উইকেট নেন আর্শদীপ, জেমিসন। একটি উইকেট নিলেও সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং বিজয় কুমারের। চার ওভারে 30 রান দেন তিনি ।

জবাবে শুরুটা দারুণ করেন দুই পঞ্জাব ওপেনার প্রিয়াংশ এবং প্রভসিমরন । কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে জোশ হ্যাজলউডের বলে ফিল সল্টের দুরন্ত ক্যাচে প্রথম উইকেট হারায় প্রীতির কিংস । দলের রান তখন 43 । এরপর ক্রিজে নামা জস ইংলিস যতক্ষণ ছিলেন ততক্ষণ খেতাবজয়ের দৌড়ে ছিল পঞ্জাব । অধিনায়ক আইয়ার ফেরেন এক রানে । 23 বলে 39 রানে ফেরেন ইংলিস । পঞ্চম উইকেটে চেষ্টা করেন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং।

কিন্তু স্পিন এবং পেসের মিশেলে আরসিবি বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত লড়াই চালালেও ঠোঁট এবং কাপের দূরত্বটা রয়েই যায় পঞ্জাবের । বৃথা যায় শশাঙ্কের 30 বলে অপরাজিত 61 রানের লড়াই । 20 ওভারে 184 রানে শেষ হয় তাঁদের ইনিংস । ছ'রানে জিতে প্রথমবার ট্রফিজয়ের স্বাদ পায় আরসিবি ।

আরও পড়ুন:

আমেদাবাদ, 3 জুন: সাবালক আইপিএল যে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেই । কিন্তু ট্রফি উঠবে কার হাতে ? গতবার নাইটদের ট্রফি দিয়েও উপেক্ষিত 'সরপঞ্চ' শ্রেয়সই আবার হিরো আইপিএলের, নাকি দায়িত্ব পেয়েই 17 বছরের খরা কাটাবেন রজত পাতিদার । উত্তর খুঁজতে মঙ্গলবার সন্ধেয় আসমুদ্র-হিমাচলের চোখ ছিল মোতেরায় (অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়াম) । যেখানে পঞ্জাবকে 6 রানে হারিয়ে বছর বছর ধরে পুঞ্জীভূত আক্ষেপ দূর হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর । কেরিয়ারের সায়াহ্নে এসে অধরা মাধুরী আইপিএল ধরা দিল বিরাট কোহলিকে ।

টসের কয়েকঘণ্টা আগেও পূর্বাভাস মিলিয়ে হাল্কা বৃষ্টিতে ভিজেছিল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। টস জিতে তাই আরসিবি'কে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স । ইনিংসে গতি না-থাকলেও 35 বলে 43 রান করে ফাইনালে আরসিবি'র সর্বাধিক রানস্কোরার কোহলি-ই । বাকিরা ঝোড়ো গতিতে শুরু করলেও লম্বা হয়নি কারও ইনিংস ।

তবে 190 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে অধিনায়ক পাতিদারের 16 বলে 26, লিয়াম লিভিংস্টোনের 15 বলে 25, জীতেশ শর্মার 10 বলে 24 রান নির্ণায়ক হয়ে দাঁড়ায় । 17 তম ওভারে কাইল জেমিসনকে পিটিয়ে 23 তোলেন জীতেশ এবং লিভিংস্টোন । যা ফারাক গড়ে দেয় । অবশ্য ওই ওভারেই ফেরেন লিভিংস্টোন । শেষদিকে পঞ্জাব পেসাররা টানা উইকেট তুলে নিয়ে দু'শোর মধ্যে বেঁধে রাখেন আরসিবি'কে । নয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 190 রান তোলে আরসিবি। তিনটি করে উইকেট নেন আর্শদীপ, জেমিসন। একটি উইকেট নিলেও সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং বিজয় কুমারের। চার ওভারে 30 রান দেন তিনি ।

জবাবে শুরুটা দারুণ করেন দুই পঞ্জাব ওপেনার প্রিয়াংশ এবং প্রভসিমরন । কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে জোশ হ্যাজলউডের বলে ফিল সল্টের দুরন্ত ক্যাচে প্রথম উইকেট হারায় প্রীতির কিংস । দলের রান তখন 43 । এরপর ক্রিজে নামা জস ইংলিস যতক্ষণ ছিলেন ততক্ষণ খেতাবজয়ের দৌড়ে ছিল পঞ্জাব । অধিনায়ক আইয়ার ফেরেন এক রানে । 23 বলে 39 রানে ফেরেন ইংলিস । পঞ্চম উইকেটে চেষ্টা করেন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং।

কিন্তু স্পিন এবং পেসের মিশেলে আরসিবি বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত লড়াই চালালেও ঠোঁট এবং কাপের দূরত্বটা রয়েই যায় পঞ্জাবের । বৃথা যায় শশাঙ্কের 30 বলে অপরাজিত 61 রানের লড়াই । 20 ওভারে 184 রানে শেষ হয় তাঁদের ইনিংস । ছ'রানে জিতে প্রথমবার ট্রফিজয়ের স্বাদ পায় আরসিবি ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.