ETV Bharat / sports

'বিরাট' ব্য়াটে ইডেন জয় আরসিবি'র, শুরুতেই মুখ থুবড়ে পড়ল চ্য়াম্পিয়নরা - IPL 2025

উদ্বোধনী ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারাল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 59 রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি ৷

RCB BEAT KKR
ইডেনে দুরন্ত বিরাট (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 22, 2025 at 11:06 PM IST

3 Min Read

কলকাতা, 22 মার্চ: ম্য়াচ শুরুর আগে শাহরুখ খানের সঙ্গে কোমর দুলিয়ে আলো কেড়েছিলেন ইডেনের ৷ রান তাড়া করতে নেমে ব্য়াট হাতেও ম্য়াচের সব আলো কেড়ে নিলেন বিরাট কোহলি ৷ সঙ্গে পেলেন ফিল সল্টকে ৷ যিনি আবার নাইট রাইডার্সেরই প্রাক্তনী ৷ দুই ওপেনিং ব্য়াটারের ধুন্ধুমার ব্য়াটিংয়ে উদ্বোধনী ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সকে মাটি ধরাল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 59 রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি ৷ ইডেনে আরসিবি জিতল সাত উইকেটে ৷ 2025 আইপিএলের প্রথম ম্য়াচে মুখ থুবড়ে পড়ল ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷

ম্য়াচ জেতানোর পাশাপাশি এদিন 38 রান পূর্ণ করার সঙ্গে নাইটদের বিরুদ্ধে 1000 আইপিএল রান পূর্ণ করলেন কোহলি ৷ তাঁর পাশে উজ্জ্বল শাহরুখের দলের প্রাক্তন ইংরেজ ওপেনার সল্টও ৷ 31 বলে 56 রান করে আউট হলেন তিনি ৷ মারলেন ন'টি চার ও দু'টি ছয় ৷ ওপেনিং জুটিতে 95 রানই আরসিবি'র জয়ের ভিত তৈরি করে দেয় ৷ পাওয়ার প্লে'তে আসে 80 রান ৷ সল্ট আউট হলেও অপরাজিত থেকে যান কোহলি ৷ তাঁর 36 বলে 59 রানে ছিল চারটি চার ও তিনটি ছয় ৷ অধিনায়ক রজত পাতিদার করেন 16 বলে 34 রান ৷ উইনিং স্ট্রোক অবশ্য আসে লিয়াম লিভিংস্টোনের ব্য়াটে ৷ পাঁচ বলে 15 রানে অপরাজিত থাকেন তিনি ৷ 22 বল বাকি থাকতে তিন উইকেট হারিয়েই রান তুলে নেয় আরসিবি ৷

টস জিতে ইডেনে চ্যাম্পিয়নদের এদিন প্রথমে ব্য়াট করতে পাঠান নয়া আরসিবি অধিনায়ক রজত পাতিদার ৷ কুইন্টন ডি'কক ফেরেন চার রানে ৷ তবে দ্বিতীয় উইকেটে নারিন-রাহানে জুটি সেট করে দেন টোন ৷ দু'জনের জুটিতে আসে 103 রান ৷ ছ'টি চার এবং চার ছক্কায় 31 বলে বিধ্বংসী 56 রান আসে রাহানের ব্যাটে ৷ উল্টোদিকে সুনীল নারিন করেন 26 বলে 44 রান ৷ 9.3 ওভারে শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলা নাইটদের দেখে একসময় মনে হচ্ছিল দু'শো সহজেই পার করে ফেলবে তাঁরা ৷ কিন্তু পরপর দু'ওভারে দুই মারমুখী ব্যাটারকে হারিয়ে তাল কাটে নাইট শিবিরের ৷ নারিনকে ফেরান রশিক সালাম ৷ রাহানে (56), ভেঙ্কটেশ আইয়ার (6), রিঙ্কু সিংকে (12) ফিরিয়ে নাইটদের বড় রানের রাস্তা বন্ধ করে দেন ক্রুনাল পান্ডিয়া ৷

সুয়াস শর্মার গুগলিতে মাত্র চার রানে ঠকে যান রাসেল ৷ একা কিছুটা লড়াই চালান অঙ্গকৃশ রঘুবংশী ৷ 22 বলে 30 রান করেন তরুণ তুর্কি ৷ শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে 174 রানে থামে নাইটদের ইনিংস ৷

আরও পড়ুন:

কলকাতা, 22 মার্চ: ম্য়াচ শুরুর আগে শাহরুখ খানের সঙ্গে কোমর দুলিয়ে আলো কেড়েছিলেন ইডেনের ৷ রান তাড়া করতে নেমে ব্য়াট হাতেও ম্য়াচের সব আলো কেড়ে নিলেন বিরাট কোহলি ৷ সঙ্গে পেলেন ফিল সল্টকে ৷ যিনি আবার নাইট রাইডার্সেরই প্রাক্তনী ৷ দুই ওপেনিং ব্য়াটারের ধুন্ধুমার ব্য়াটিংয়ে উদ্বোধনী ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সকে মাটি ধরাল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 59 রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি ৷ ইডেনে আরসিবি জিতল সাত উইকেটে ৷ 2025 আইপিএলের প্রথম ম্য়াচে মুখ থুবড়ে পড়ল ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷

ম্য়াচ জেতানোর পাশাপাশি এদিন 38 রান পূর্ণ করার সঙ্গে নাইটদের বিরুদ্ধে 1000 আইপিএল রান পূর্ণ করলেন কোহলি ৷ তাঁর পাশে উজ্জ্বল শাহরুখের দলের প্রাক্তন ইংরেজ ওপেনার সল্টও ৷ 31 বলে 56 রান করে আউট হলেন তিনি ৷ মারলেন ন'টি চার ও দু'টি ছয় ৷ ওপেনিং জুটিতে 95 রানই আরসিবি'র জয়ের ভিত তৈরি করে দেয় ৷ পাওয়ার প্লে'তে আসে 80 রান ৷ সল্ট আউট হলেও অপরাজিত থেকে যান কোহলি ৷ তাঁর 36 বলে 59 রানে ছিল চারটি চার ও তিনটি ছয় ৷ অধিনায়ক রজত পাতিদার করেন 16 বলে 34 রান ৷ উইনিং স্ট্রোক অবশ্য আসে লিয়াম লিভিংস্টোনের ব্য়াটে ৷ পাঁচ বলে 15 রানে অপরাজিত থাকেন তিনি ৷ 22 বল বাকি থাকতে তিন উইকেট হারিয়েই রান তুলে নেয় আরসিবি ৷

টস জিতে ইডেনে চ্যাম্পিয়নদের এদিন প্রথমে ব্য়াট করতে পাঠান নয়া আরসিবি অধিনায়ক রজত পাতিদার ৷ কুইন্টন ডি'কক ফেরেন চার রানে ৷ তবে দ্বিতীয় উইকেটে নারিন-রাহানে জুটি সেট করে দেন টোন ৷ দু'জনের জুটিতে আসে 103 রান ৷ ছ'টি চার এবং চার ছক্কায় 31 বলে বিধ্বংসী 56 রান আসে রাহানের ব্যাটে ৷ উল্টোদিকে সুনীল নারিন করেন 26 বলে 44 রান ৷ 9.3 ওভারে শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলা নাইটদের দেখে একসময় মনে হচ্ছিল দু'শো সহজেই পার করে ফেলবে তাঁরা ৷ কিন্তু পরপর দু'ওভারে দুই মারমুখী ব্যাটারকে হারিয়ে তাল কাটে নাইট শিবিরের ৷ নারিনকে ফেরান রশিক সালাম ৷ রাহানে (56), ভেঙ্কটেশ আইয়ার (6), রিঙ্কু সিংকে (12) ফিরিয়ে নাইটদের বড় রানের রাস্তা বন্ধ করে দেন ক্রুনাল পান্ডিয়া ৷

সুয়াস শর্মার গুগলিতে মাত্র চার রানে ঠকে যান রাসেল ৷ একা কিছুটা লড়াই চালান অঙ্গকৃশ রঘুবংশী ৷ 22 বলে 30 রান করেন তরুণ তুর্কি ৷ শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে 174 রানে থামে নাইটদের ইনিংস ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.