হায়দরাবাদ, 5 জুন: কর্ণাটক সরকারের তরফে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছিলেন আগেই ৷ এবার সরকারের পথেই চিন্নাস্বামী বিপর্যয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আর্থিক সাহায্যের পরিমাণও এক ৷ অর্থাৎ, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানানো হল ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷
স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে কর্ণাটক হাইকোর্টে চিন্নাস্বামী দুর্ঘটনার শুনানি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই ৷ প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে চলছে শুনানি ৷ এমন সময় আর্থিক সাহায্যের ঘোষণা এল ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷ সোশাল মিডিয়া পোস্টে আরসিবি'র তরফে এদিন লেখা হয়, "বেঙ্গালুরুর গতকালের দুর্ঘটনা আরসিবি পরিবারকে প্রচণ্ড যন্ত্রণা এবং পীড়া দিয়েছে ৷ তাই সম্মান এবং পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আরসিবি নিহত অনুরাগীদের প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করছে ৷ একইসঙ্গে আহত অনুরাগীদের সাহায্যার্থে আরসিবি কেয়ার নামে একটি ফান্ডও তৈরি করা হয়েছে ৷ আমরা যাই করি না কেন, অনুরাগীদের স্থান সবসময় আমাদের হৃদয়ে ৷ কঠিন সময়েও আমরা একত্রিত রয়েছি ৷"
𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗦𝘁𝗮𝘁𝗲𝗺𝗲𝗻𝘁: 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝘂𝗿𝘂
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 5, 2025
The unfortunate incident in Bengaluru yesterday has caused a lot of anguish and pain to the RCB family. As a mark of respect and a gesture of solidarity, RCB has announced a financial… pic.twitter.com/C50WID1FEI
আর্থিক সাহায্যের ঘোষণা করলেও যে রিপোর্ট সামনে আসছে তা সাঙ্ঘাতিক ৷ পুলিশি নির্দেশ উপেক্ষা করে ফ্র্যাঞ্চাইজির জোর করে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এহেন বিপর্যয় ঘটেছে বলে একটি রিপোর্টে প্রকাশ ৷ 'ডেকান হেরাল্ড'-এর রিপোর্ট অনুযায়ী আরসিবি ম্য়ানেজমেন্ট এবং রাজ্য সরকারকে বুধবার কোনওরকম উদযাপনে যেতে নিষেধ করা হয়েছিল ৷ অনুরাগীদের আবেগ খানিক প্রশমিত হলে আগামী রবিবার বিজয় মিছিল আয়োজন করার কথা বলা হয়েছিল পুলিশের তরফে ৷ কিন্তু বিদেশি ক্রিকেটাররা থাকতে পারবেন না, সেই কারণে একপ্রকার বাগবিতণ্ডা করেই পুলিশি নির্দেশ অমান্য করে বুধবার উদযাপনের সিদ্ধান্তে অনড় থাকে ফ্র্যাঞ্চাইজি ৷