ETV Bharat / sports

অনুরাগীদের জীবনের মূল্য 10 লক্ষ ! পদপিষ্টের ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা আরসিবি'র - STAMPEDE AT CHINNASWAMY

চিন্নাস্বামী বিপর্যয়ে নিহত অনুরাগীদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি ৷

RCB ANNOUNCES FINANCIAL SUPPORT
দুর্ঘটনার পর স্টেডিয়ামের বাইরের ছবি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 5, 2025 at 4:35 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 5 জুন: কর্ণাটক সরকারের তরফে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছিলেন আগেই ৷ এবার সরকারের পথেই চিন্নাস্বামী বিপর্যয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আর্থিক সাহায্যের পরিমাণও এক ৷ অর্থাৎ, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানানো হল ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷

স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে কর্ণাটক হাইকোর্টে চিন্নাস্বামী দুর্ঘটনার শুনানি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই ৷ প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে চলছে শুনানি ৷ এমন সময় আর্থিক সাহায্যের ঘোষণা এল ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷ সোশাল মিডিয়া পোস্টে আরসিবি'র তরফে এদিন লেখা হয়, "বেঙ্গালুরুর গতকালের দুর্ঘটনা আরসিবি পরিবারকে প্রচণ্ড যন্ত্রণা এবং পীড়া দিয়েছে ৷ তাই সম্মান এবং পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আরসিবি নিহত অনুরাগীদের প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করছে ৷ একইসঙ্গে আহত অনুরাগীদের সাহায্যার্থে আরসিবি কেয়ার নামে একটি ফান্ডও তৈরি করা হয়েছে ৷ আমরা যাই করি না কেন, অনুরাগীদের স্থান সবসময় আমাদের হৃদয়ে ৷ কঠিন সময়েও আমরা একত্রিত রয়েছি ৷"

আর্থিক সাহায্যের ঘোষণা করলেও যে রিপোর্ট সামনে আসছে তা সাঙ্ঘাতিক ৷ পুলিশি নির্দেশ উপেক্ষা করে ফ্র্যাঞ্চাইজির জোর করে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এহেন বিপর্যয় ঘটেছে বলে একটি রিপোর্টে প্রকাশ ৷ 'ডেকান হেরাল্ড'-এর রিপোর্ট অনুযায়ী আরসিবি ম্য়ানেজমেন্ট এবং রাজ্য সরকারকে বুধবার কোনওরকম উদযাপনে যেতে নিষেধ করা হয়েছিল ৷ অনুরাগীদের আবেগ খানিক প্রশমিত হলে আগামী রবিবার বিজয় মিছিল আয়োজন করার কথা বলা হয়েছিল পুলিশের তরফে ৷ কিন্তু বিদেশি ক্রিকেটাররা থাকতে পারবেন না, সেই কারণে একপ্রকার বাগবিতণ্ডা করেই পুলিশি নির্দেশ অমান্য করে বুধবার উদযাপনের সিদ্ধান্তে অনড় থাকে ফ্র্যাঞ্চাইজি ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 5 জুন: কর্ণাটক সরকারের তরফে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছিলেন আগেই ৷ এবার সরকারের পথেই চিন্নাস্বামী বিপর্যয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আর্থিক সাহায্যের পরিমাণও এক ৷ অর্থাৎ, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানানো হল ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷

স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে কর্ণাটক হাইকোর্টে চিন্নাস্বামী দুর্ঘটনার শুনানি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই ৷ প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে চলছে শুনানি ৷ এমন সময় আর্থিক সাহায্যের ঘোষণা এল ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷ সোশাল মিডিয়া পোস্টে আরসিবি'র তরফে এদিন লেখা হয়, "বেঙ্গালুরুর গতকালের দুর্ঘটনা আরসিবি পরিবারকে প্রচণ্ড যন্ত্রণা এবং পীড়া দিয়েছে ৷ তাই সম্মান এবং পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আরসিবি নিহত অনুরাগীদের প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করছে ৷ একইসঙ্গে আহত অনুরাগীদের সাহায্যার্থে আরসিবি কেয়ার নামে একটি ফান্ডও তৈরি করা হয়েছে ৷ আমরা যাই করি না কেন, অনুরাগীদের স্থান সবসময় আমাদের হৃদয়ে ৷ কঠিন সময়েও আমরা একত্রিত রয়েছি ৷"

আর্থিক সাহায্যের ঘোষণা করলেও যে রিপোর্ট সামনে আসছে তা সাঙ্ঘাতিক ৷ পুলিশি নির্দেশ উপেক্ষা করে ফ্র্যাঞ্চাইজির জোর করে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এহেন বিপর্যয় ঘটেছে বলে একটি রিপোর্টে প্রকাশ ৷ 'ডেকান হেরাল্ড'-এর রিপোর্ট অনুযায়ী আরসিবি ম্য়ানেজমেন্ট এবং রাজ্য সরকারকে বুধবার কোনওরকম উদযাপনে যেতে নিষেধ করা হয়েছিল ৷ অনুরাগীদের আবেগ খানিক প্রশমিত হলে আগামী রবিবার বিজয় মিছিল আয়োজন করার কথা বলা হয়েছিল পুলিশের তরফে ৷ কিন্তু বিদেশি ক্রিকেটাররা থাকতে পারবেন না, সেই কারণে একপ্রকার বাগবিতণ্ডা করেই পুলিশি নির্দেশ অমান্য করে বুধবার উদযাপনের সিদ্ধান্তে অনড় থাকে ফ্র্যাঞ্চাইজি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.