চেন্নাই, 18 মার্চ: আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2024 মহারণ ৷ সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ধোনির চেন্নাই সুপার কিংস ৷ সেই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৷ সেই ম্যাচ নিয়েই একপ্রকার চিন্তায় পড়েছেন চেন্নাইয়ের ছেলে তথা জাতীয় দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের সদস্য ৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে সোমবার এক্স হ্যান্ডেলে তারকা সাহায্য চেয়েছেন তাঁর প্রাক্তন দল সিএসকে'র কাছে ৷ কিন্তু কী এমন ঘটল যার জন্য বিশ্বের এক নম্বর টেস্ট বোলারকে ধোনির দলের সাহায্য চাইতে হল ৷
এদিন অশ্বিন এক্সে কারণটাও অবশ্য উল্লেখ করেছেন ৷ তিনি জানান, আইপিএল 2024-এর উদ্বোধনী ম্যাচ দেখতে চান তাঁর দুই কন্যাসন্তান ৷ কিন্তু টিকিটের চাহিদা প্রচুর থাকায় সন্তানদের জন্য সেই ম্যাচের টিকিট পাচ্ছেন না তিনি ৷ তাই টিকিটের জন্য চেন্নাই সুপার কিংসের কাছে সাহায্য চাইলেন অশ্বিন ৷ তিনি এক্স-এ লিখেছেন, "সিএসকে বনাম আরসিবি ম্যাচের টিকিটের অস্বাভাবিক চাহিদা দেখছি। আমার সন্তানরা উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ মাঠে বসে দেখতে চায়। চেন্নাই সুপার কিংস, দয়া করে সাহায্য কর।"
পালটা এখনও কোনও প্রত্যুত্তর না-দিলেও চেন্নাই সুপার কিংস অশ্বিনের মুশকিল আসান করতে পারে কি না, সেদিকে নজর থাকবে ৷ আসলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দক্ষিণী স্পিনারের পুরনো সখ্যতা রয়েছে ৷ টুর্নামেন্টের আবির্ভাব থেকে 2015 পর্যন্ত ইয়েলো আর্মির হয়েই খেলেছেন এই স্পিনার ৷ সেই পুরনো সখ্যতা থেকেই সন্তানদের টিকিটের জন্য পুরনো দলের শরণাপন্ন হলেন তিনি ৷
চেন্নাই সুপার কিংসের পর রাইজিং পুনে সুপার জায়ান্ট, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ঘুরে 2022 রাজস্থান রয়্য়ালসে অন্তর্ভুক্তি হয় তাঁর ৷ গত দু'টি মরশুমে 26 উইকেট নেওয়া অশ্বিন এবারেও পিংক ব্রিগেডের অন্যতম সেরা বাজি ৷ ইংরেজদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্সে ব়্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অশ্বিন ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 500 টেস্ট উইকেটের নজির গড়েছেন তিনি ৷
আরও পড়ুন: