ETV Bharat / sports

কোচ হিসেবে প্রত্য়াবর্তন দ্রাবিড়ের, ন'বছর পর রাজস্থানে 'দ্য ওয়াল' - DRAVID COMES BACK TO IPL

RAHUL DRAVID RE-APPOINTED AS RR COACH: ভারতকে বিশ্বকাপ জেতানোর পর কয়েকমাসের বিরতি ৷ ফের কোচের পদে বসলেন রাহুল শরদ দ্রাবিড় ৷ 9 বছর আইপিএলে প্রত্যাবর্তন হচ্ছে 'দ্য ওয়াল'-এর ৷ পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই ফিরলেন তিনি ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 6, 2024, 7:14 PM IST

RAHUL DRAVID
রাহুল দ্রাবিড় (IANS PHOTO)

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: জাতীয় দলের মেয়াদ শেষের কয়েকমাসের মধ্য়েই ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবে প্রত্য়াবর্তন হল রাহুল দ্রাবিড়ের ৷ তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৷ জল্পনায় সিলমোহর দিয়ে 9 বছর পর ফের রাজস্থান রয়্য়ালসের হেড কোচ পদে আসীন হলেন 'দ্য ওয়াল' ৷ 2025 আইপিএলের আগে শুক্রবার বিশ্বজয়ী কোচকে আনুষ্ঠানিকভাবে হেডস্যরের পদে বসাল পিঙ্ক ব্রিগেড ৷

সোশাল মিডিয়া পোস্টের পাশাপাশি এক বিবৃতি মারফৎ কোচ দ্রাবিড়ের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করা হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে ৷ নয়া পদে আসীন হয়ে রাহুল দ্রাবিড় বলেন, "বিশ্বকাপ জয়ের পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার সঠিক সময় এটাই ৷ আর রাজস্থান রয়্যালসই সঠিক স্থান বলে আমার মনে হয় ৷"

রয়্যালসের তরফে বিবৃতিতে এদিন লেখা হয়েছে, "প্রাক্তন রয়্য়ালস অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড় এর আগে 2011-2015 পাঁচ বছর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাটিয়েছেন ৷ দলের সঙ্গে শীঘ্রই পুনরায় যোগ দেবেন তিনি ৷ রয়্য়ালস ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করবেন তিনি ৷"

রয়্য়ালসে 'দ্য ওয়াল'-এর প্রত্য়াবর্তনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কুমার সাঙ্গাকারাও ৷ যিনি 2021 থেকে দলের হেড কোচের দায়িত্বও সামলাচ্ছিলেন ৷ শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, "রাহুল একজন মহান ক্রিকেটার ৷ তবে গত এক দশকে কোচ হিসেবে তিনি যেসব কীর্তি গড়েছেন তা অসাধারণ ৷ প্রতিভাদের নিয়ে নাড়াচাড়া করে যেভাবে তিনি ক্রিকেটের শীর্ষস্তরে ধারাবাহিকভাবে পৌঁছনোর কাজ করে গিয়েছেন, তাতে রাজস্থান রয়্যালস পুনরায় খেতাবি লড়াইয়ে থাকবে বলে আমার বিশ্বাস ৷ ইতিমধ্যেই ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে, সেই অনুযায়ী ফলাফলের অপেক্ষায় আমরা ৷"

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: জাতীয় দলের মেয়াদ শেষের কয়েকমাসের মধ্য়েই ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবে প্রত্য়াবর্তন হল রাহুল দ্রাবিড়ের ৷ তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৷ জল্পনায় সিলমোহর দিয়ে 9 বছর পর ফের রাজস্থান রয়্য়ালসের হেড কোচ পদে আসীন হলেন 'দ্য ওয়াল' ৷ 2025 আইপিএলের আগে শুক্রবার বিশ্বজয়ী কোচকে আনুষ্ঠানিকভাবে হেডস্যরের পদে বসাল পিঙ্ক ব্রিগেড ৷

সোশাল মিডিয়া পোস্টের পাশাপাশি এক বিবৃতি মারফৎ কোচ দ্রাবিড়ের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করা হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে ৷ নয়া পদে আসীন হয়ে রাহুল দ্রাবিড় বলেন, "বিশ্বকাপ জয়ের পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার সঠিক সময় এটাই ৷ আর রাজস্থান রয়্যালসই সঠিক স্থান বলে আমার মনে হয় ৷"

রয়্যালসের তরফে বিবৃতিতে এদিন লেখা হয়েছে, "প্রাক্তন রয়্য়ালস অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড় এর আগে 2011-2015 পাঁচ বছর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাটিয়েছেন ৷ দলের সঙ্গে শীঘ্রই পুনরায় যোগ দেবেন তিনি ৷ রয়্য়ালস ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করবেন তিনি ৷"

রয়্য়ালসে 'দ্য ওয়াল'-এর প্রত্য়াবর্তনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কুমার সাঙ্গাকারাও ৷ যিনি 2021 থেকে দলের হেড কোচের দায়িত্বও সামলাচ্ছিলেন ৷ শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, "রাহুল একজন মহান ক্রিকেটার ৷ তবে গত এক দশকে কোচ হিসেবে তিনি যেসব কীর্তি গড়েছেন তা অসাধারণ ৷ প্রতিভাদের নিয়ে নাড়াচাড়া করে যেভাবে তিনি ক্রিকেটের শীর্ষস্তরে ধারাবাহিকভাবে পৌঁছনোর কাজ করে গিয়েছেন, তাতে রাজস্থান রয়্যালস পুনরায় খেতাবি লড়াইয়ে থাকবে বলে আমার বিশ্বাস ৷ ইতিমধ্যেই ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে, সেই অনুযায়ী ফলাফলের অপেক্ষায় আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.