ETV Bharat / sports

কোহলিকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত দ্রাবিড়ই নিন, মন্তব্য সন্দীপ পাতিলের - T 20 World Cup

Sandeep Patil on Virat Kohli: জুন মাস থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ সেই বিশ্বকাপ নিয়ে কথা বললেন সন্দীপ পাতিল ৷ টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের উপরই তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাড়তে চাইছেন ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 11:07 PM IST

Updated : Apr 25, 2024, 3:45 PM IST

Sandeep Patil
কোহলিকে নিয়ে মন্তব্য সন্দীপ পাতিলের

কলকাতা, 24 এপ্রিল: ওপেনার বিরাটকে নিয়ে সিদ্ধান্ত নিক দ্রাবিড় ৷ মন্তব্য প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের । আইপিএলের মধ্যেই আগামী জুন মাসের টি-20 বিশ্বকাপ নিয়ে চর্চাও জমে উঠেছে । বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট বিভাগের অনুষ্ঠানে এসেছিলেন সন্দীপ পাতিল । 1983-এর বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা গত বছর থেকেই লাল হলুদের ক্রিকেট দলের সঙ্গে যুক্ত । ফলে নতুন প্রতিভার অন্বেষণে তিনি যেমন ইস্টবেঙ্গলে ব্যস্ত পাশাপাশি কথা বললেন ভারতীয় ক্রিকেটের আসন্ন টি-20 বিশ্বকাপে সম্ভাবনা নিয়ে ।

আগামী 27 অথবা 28 এপ্রিল আসন্ন টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দল নির্বাচন হওয়ার কথা । তার আগে ভারতীয় ক্রিকেটমহলে এখন একটাই প্রশ্ন, কুড়ির বিশ্বকাপে কি রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করতে দেখা যাবে ? ইঙ্গিত থাকলেও স্পষ্ট জবাব এখনও মেলেনি । তবে সম্ভাবনা রয়েছে ভালোরকম । দিনদুয়েক আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন, বিশ্বকাপে রোহিত-বিরাট ওপেনিং জুটি হলে টিম ইন্ডিয়ার ভালোই হবে ।

এমন অবস্থার মধ্যে আজ ইস্টবেঙ্গল ক্লাবে এক ক্রিকেট কোচিং ক্লিনিকের উদ্বোধনে হাজির হয়ে জাতীয় দলের প্রাক্তন তারকা সন্দীপ পাতিলের গলায় ভিন্ন সুর শোনা গিয়েছে । টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের উপরই তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাড়তে চাইছেন । কারণ, সন্দীপের মনে হচ্ছে, কোহলির মতো সুপারস্টারকে কীভাবে ব্যবহার করা উচিত, দীর্ঘ ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে দ্রাবিড়ই সেই সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন । সন্দীপের কথায়, "রোহিতের সঙ্গে টি-20 বিশ্বকাপের আসরে কোহলি ওপেন করবে কি না, জানা নেই । তবে এমন ওপেনিং জুটি হলে খারাপ হবে না । তার আগে আমার মনে হয়, কোচ দ্রাবিড়কে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে । কোহলিকে ওপেনিংয়ে ব্যবহার করার সিদ্ধান্তের ব্যাপারে দ্রাবিড়ই আদর্শ ব্যক্তি বলে আমার মনে হয় ।"

টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য কম্বিনেশন নিয়েও কোনও মন্তব্য করতে চাননি পাতিল । তবে দল নির্বাচন সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখে হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাতিল । কুড়ির বিশ্বকাপের ভারতীয় দলে হার্দিককে অবশ্যই প্রয়োজন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন :

মাঘের দুপুরে বালক সংঘে ঘুড়ির লড়াই, ব্যাটের বদলে লাটাই ধরবেন সন্দীপ পাতি

কলকাতা, 24 এপ্রিল: ওপেনার বিরাটকে নিয়ে সিদ্ধান্ত নিক দ্রাবিড় ৷ মন্তব্য প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের । আইপিএলের মধ্যেই আগামী জুন মাসের টি-20 বিশ্বকাপ নিয়ে চর্চাও জমে উঠেছে । বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট বিভাগের অনুষ্ঠানে এসেছিলেন সন্দীপ পাতিল । 1983-এর বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা গত বছর থেকেই লাল হলুদের ক্রিকেট দলের সঙ্গে যুক্ত । ফলে নতুন প্রতিভার অন্বেষণে তিনি যেমন ইস্টবেঙ্গলে ব্যস্ত পাশাপাশি কথা বললেন ভারতীয় ক্রিকেটের আসন্ন টি-20 বিশ্বকাপে সম্ভাবনা নিয়ে ।

আগামী 27 অথবা 28 এপ্রিল আসন্ন টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দল নির্বাচন হওয়ার কথা । তার আগে ভারতীয় ক্রিকেটমহলে এখন একটাই প্রশ্ন, কুড়ির বিশ্বকাপে কি রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করতে দেখা যাবে ? ইঙ্গিত থাকলেও স্পষ্ট জবাব এখনও মেলেনি । তবে সম্ভাবনা রয়েছে ভালোরকম । দিনদুয়েক আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন, বিশ্বকাপে রোহিত-বিরাট ওপেনিং জুটি হলে টিম ইন্ডিয়ার ভালোই হবে ।

এমন অবস্থার মধ্যে আজ ইস্টবেঙ্গল ক্লাবে এক ক্রিকেট কোচিং ক্লিনিকের উদ্বোধনে হাজির হয়ে জাতীয় দলের প্রাক্তন তারকা সন্দীপ পাতিলের গলায় ভিন্ন সুর শোনা গিয়েছে । টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের উপরই তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাড়তে চাইছেন । কারণ, সন্দীপের মনে হচ্ছে, কোহলির মতো সুপারস্টারকে কীভাবে ব্যবহার করা উচিত, দীর্ঘ ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে দ্রাবিড়ই সেই সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন । সন্দীপের কথায়, "রোহিতের সঙ্গে টি-20 বিশ্বকাপের আসরে কোহলি ওপেন করবে কি না, জানা নেই । তবে এমন ওপেনিং জুটি হলে খারাপ হবে না । তার আগে আমার মনে হয়, কোচ দ্রাবিড়কে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে । কোহলিকে ওপেনিংয়ে ব্যবহার করার সিদ্ধান্তের ব্যাপারে দ্রাবিড়ই আদর্শ ব্যক্তি বলে আমার মনে হয় ।"

টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য কম্বিনেশন নিয়েও কোনও মন্তব্য করতে চাননি পাতিল । তবে দল নির্বাচন সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখে হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাতিল । কুড়ির বিশ্বকাপের ভারতীয় দলে হার্দিককে অবশ্যই প্রয়োজন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন :

মাঘের দুপুরে বালক সংঘে ঘুড়ির লড়াই, ব্যাটের বদলে লাটাই ধরবেন সন্দীপ পাতি

Last Updated : Apr 25, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.