ETV Bharat / sports

চাহাল ঘূর্নিজালে হারের অন্ধকারে তলিয়ে গেল নাইটরা - KKR VS PUNJAB

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘরের মাঠে জয় পঞ্জাব কিংসের । প্রতিপক্ষের সামনে ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও জয়ী পঞ্জাব ।

punjab beats kkr
কলকাতা নাইট রাইডার্সকে হারাল পঞ্জাব কিংস (পঞ্জাব কিংস এক্স পোস্ট)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 12:01 AM IST

4 Min Read

চণ্ডীগড়, 16 এপ্রিল: ব্যাটিং বিপর্যয়ের প্রকট ছবি তুলে ধরল কলকাতা নাইট রাইডার্স । সুবিধাজনক অবস্থা থেকে পঞ্জাব কিংসের 111 রানের গণ্ডি পেরোতে ব্যর্থ নাইটরা । 95 রানে অল আউট অজিঙ্কে রাহানেরা । প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়াররা 15.3 ওভারে অলআউট হয়েছিল ।

নাইট বোলিংয়ের ওয়ান লাইনার যদি নিয়ন্ত্রণ হয় তাহলে পঞ্জাবের এদিনের বোলিংয়ের নিউক্লিয়াস যজুবেন্দ্র চাহালের ঘূর্ণি । তাঁর লেগ স্পিনের সামনে অসহায়ের মতো উইকেট দিয়ে এলেন নাইট ব্যাটাররা । অজিঙ্কে রাহানের উইকেট বরাতজোরে পেয়েছেন চাহাল । কারণ ডিআরএসের সাহায্য নিলে কেকেআর অধিনায়ক আউট হতেন না । সেই সময় পরিস্থিতি দেখে হয়তো রাহানে ডিআরএস নেননি । আসলে রাহানে কল্পনাও করতে পারেননি দুই উইকেটে 62 রান তুলে ফেলার পরেও তাঁর দলের বাকিরা ব্যর্থ হতে পারে ।

দুই নাইট ওপেনার কুইন্টন ডিকক (2) এবং সুনীল নারাইন (5) ব্যর্থ । এই অবস্থায় বল প্রতি রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে অজিঙ্কে রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী ঠিক খেলছিলেন । এই সময় অজিঙ্কে রাহানে আউট হলেন চাহালের বলে । তারপর বাকি দলটা প্যানিক অ্যাটাকের শিকার । অহেতুক ঝুকিপূর্ণ শট, সুইপ মারতে গিয়ে সাজঘরে ফিরলেন । চাহালের ঘূর্ণির সামনে রঘুবংশী, রিঙ্কু সিং এবং রামনদীপ সিং আত্মসমর্পণ করলেন । প্যানিক কমাতে গিয়ে তারা বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে এলেন ।

ম্যাক্সওয়েলকে সুইপ করতে গিয়ে আউট ভেঙ্কটেশ আইয়ার । নাইট সাজঘরের সবচেয়ে দামী ব্যাটারের খামতি ধৈর্য্য । যার মাসুল দিলেন তিনি । এইসময় মধুসূদন দাদা হতে পারতেন আন্দ্রে রাসেল । চাহালকে পাল্টা আক্রমণে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন । কিন্তু মার্কো জেসনকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত 17 রানে বোল্ড আউট হন । যদিও পরিস্থিতি তাঁকে ঝুকি নিয়ে ব্যাট করতে বাধ্য করেছে । কারণ নন স্ট্রাইকিং এন্ডে নড়বড়ে ব্যাটারদের নিয়ে জয় তুলে নিয়ে আসা কঠিন । প্রায় অসম্ভবের সমান ।
নাইট শিবির শ্রেয়স কাঁটা সামলে দিলেও চাহালের ঘূর্ণিতে ডুবে গেল । একই সঙ্গে ছয় নম্বরে নেমে গেল তারা । অন্যদিকে ফের জয়ে ফিরে চার নম্বরে পঞ্জাব ।

শুরুতে ব্যাটিং বিপর্যয় দেখে মনে হচ্ছিল উড়তা পঞ্জাব নয়, নাইটদের সামনে উড় গ্যায়া পঞ্জাব । আশা জাগিয়ে শুরু করে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস পুরো ওভার খেলতে পারল না । 15.3 ওভারে 111 রানে অলআউট পঞ্জাব । চলতি মরসুমে দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস প্রীতি জিন্টার দলের ।

টস জিতে ঘরের মাঠে চেনা পরিবেশে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার । মারকুটে শুরু পাওয়ার প্লে-তে । তারপর নিয়মিত উইকেট হারিয়ে পঞ্জাব কিংসের ব্যাটিং বিপর্যয় । প্রিয়াংশ আর্য এবং প্রোভসিমরন সিং নাইট পেসারদের প্রথম থেকেই যে বলের যা প্রাপ্য তা মিটিয়ে ব্যাকফুটে ঠেলে দিতে থাকে ।

নাইট বোলারদের নজরকাড়া বিষয় হল নিয়ন্ত্রণ । কোনও রহস্য নয়, সঠিক লাইন লেন্থে বল করে পঞ্জাব ব্যাটারদের দুমড়ে দিয়েছিলেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনরা । তাদের যোগ্য সহায়তা করলেন নর্জৎজে এবং বৈভব আরোরা ।

মঙ্গলবারের ম্যাচটি বলা হচ্ছিল কেকেআর বনাম শ্রেয়স আইয়ারের । নাইট সাজঘরের গতবছরের ক্যাপ্টেন এইবছর পঞ্জাবের নেতা । ফলে পুরানো দলের বিরুদ্ধে তিনি যাতে ডানা মেলতে না পারেন তার জন্য সতর্ক ছিল রাহানে ব্রিগেড । দুই বলের মধ্যে পঞ্জাব অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখান কেকেআর বোলার এবং ফিল্ডাররা । হর্ষিত রানার বলে রামনদীপ সিং পয়েন্ট বাউন্ডারি থেকে দৌড়ে এসে শরীর ছুড়ে ক্যাচ শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে দেয় । 39 রানে দ্রুত দুই উইকেটের পতনের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্জাব । যে প্রোভসিমরনকে ভয়ঙ্কর উঠতে পারেন মনে হচ্ছিল তিনি ব্যক্তিগত তিরিশ রানে ফিরে যান । হর্ষিত রানার বলে রামনদীপের হাতে ধরা পড়েন ।

পঞ্জাব মিডল অর্ডারের ব্যাটাররা বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনের ঘূর্ণিতে দিশেহারা । জস ইঙ্গলিস (2), নেহাল ওয়াধেরা (10), গ্লেন ম্যাক্সওয়েল (7), সূর্যাংশ (4) ফিরে যান । একসময় 86 রানে আট উইকেট পড়ে গিয়েছিল পঞ্জাবের । লোয়ার মিডল অর্ডারে শশাঙ্ক সিং 18 রান না করলে পঞ্জাবের রান একশোর গণ্ডি পেরোত না ।

প্রতিপক্ষের সামনে ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও পঞ্জাব জয়ী । কারণ যজুবেন্দ্র নন,'যাদুবেন্দ্র' চাহালের ঘূর্ণিতে নাইট বধ করল পঞ্জাব । তাই গ্যালারিতে প্রীতি জিন্টা তো নাচবেনই ।

চণ্ডীগড়, 16 এপ্রিল: ব্যাটিং বিপর্যয়ের প্রকট ছবি তুলে ধরল কলকাতা নাইট রাইডার্স । সুবিধাজনক অবস্থা থেকে পঞ্জাব কিংসের 111 রানের গণ্ডি পেরোতে ব্যর্থ নাইটরা । 95 রানে অল আউট অজিঙ্কে রাহানেরা । প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়াররা 15.3 ওভারে অলআউট হয়েছিল ।

নাইট বোলিংয়ের ওয়ান লাইনার যদি নিয়ন্ত্রণ হয় তাহলে পঞ্জাবের এদিনের বোলিংয়ের নিউক্লিয়াস যজুবেন্দ্র চাহালের ঘূর্ণি । তাঁর লেগ স্পিনের সামনে অসহায়ের মতো উইকেট দিয়ে এলেন নাইট ব্যাটাররা । অজিঙ্কে রাহানের উইকেট বরাতজোরে পেয়েছেন চাহাল । কারণ ডিআরএসের সাহায্য নিলে কেকেআর অধিনায়ক আউট হতেন না । সেই সময় পরিস্থিতি দেখে হয়তো রাহানে ডিআরএস নেননি । আসলে রাহানে কল্পনাও করতে পারেননি দুই উইকেটে 62 রান তুলে ফেলার পরেও তাঁর দলের বাকিরা ব্যর্থ হতে পারে ।

দুই নাইট ওপেনার কুইন্টন ডিকক (2) এবং সুনীল নারাইন (5) ব্যর্থ । এই অবস্থায় বল প্রতি রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে অজিঙ্কে রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী ঠিক খেলছিলেন । এই সময় অজিঙ্কে রাহানে আউট হলেন চাহালের বলে । তারপর বাকি দলটা প্যানিক অ্যাটাকের শিকার । অহেতুক ঝুকিপূর্ণ শট, সুইপ মারতে গিয়ে সাজঘরে ফিরলেন । চাহালের ঘূর্ণির সামনে রঘুবংশী, রিঙ্কু সিং এবং রামনদীপ সিং আত্মসমর্পণ করলেন । প্যানিক কমাতে গিয়ে তারা বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে এলেন ।

ম্যাক্সওয়েলকে সুইপ করতে গিয়ে আউট ভেঙ্কটেশ আইয়ার । নাইট সাজঘরের সবচেয়ে দামী ব্যাটারের খামতি ধৈর্য্য । যার মাসুল দিলেন তিনি । এইসময় মধুসূদন দাদা হতে পারতেন আন্দ্রে রাসেল । চাহালকে পাল্টা আক্রমণে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন । কিন্তু মার্কো জেসনকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত 17 রানে বোল্ড আউট হন । যদিও পরিস্থিতি তাঁকে ঝুকি নিয়ে ব্যাট করতে বাধ্য করেছে । কারণ নন স্ট্রাইকিং এন্ডে নড়বড়ে ব্যাটারদের নিয়ে জয় তুলে নিয়ে আসা কঠিন । প্রায় অসম্ভবের সমান ।
নাইট শিবির শ্রেয়স কাঁটা সামলে দিলেও চাহালের ঘূর্ণিতে ডুবে গেল । একই সঙ্গে ছয় নম্বরে নেমে গেল তারা । অন্যদিকে ফের জয়ে ফিরে চার নম্বরে পঞ্জাব ।

শুরুতে ব্যাটিং বিপর্যয় দেখে মনে হচ্ছিল উড়তা পঞ্জাব নয়, নাইটদের সামনে উড় গ্যায়া পঞ্জাব । আশা জাগিয়ে শুরু করে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস পুরো ওভার খেলতে পারল না । 15.3 ওভারে 111 রানে অলআউট পঞ্জাব । চলতি মরসুমে দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস প্রীতি জিন্টার দলের ।

টস জিতে ঘরের মাঠে চেনা পরিবেশে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার । মারকুটে শুরু পাওয়ার প্লে-তে । তারপর নিয়মিত উইকেট হারিয়ে পঞ্জাব কিংসের ব্যাটিং বিপর্যয় । প্রিয়াংশ আর্য এবং প্রোভসিমরন সিং নাইট পেসারদের প্রথম থেকেই যে বলের যা প্রাপ্য তা মিটিয়ে ব্যাকফুটে ঠেলে দিতে থাকে ।

নাইট বোলারদের নজরকাড়া বিষয় হল নিয়ন্ত্রণ । কোনও রহস্য নয়, সঠিক লাইন লেন্থে বল করে পঞ্জাব ব্যাটারদের দুমড়ে দিয়েছিলেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনরা । তাদের যোগ্য সহায়তা করলেন নর্জৎজে এবং বৈভব আরোরা ।

মঙ্গলবারের ম্যাচটি বলা হচ্ছিল কেকেআর বনাম শ্রেয়স আইয়ারের । নাইট সাজঘরের গতবছরের ক্যাপ্টেন এইবছর পঞ্জাবের নেতা । ফলে পুরানো দলের বিরুদ্ধে তিনি যাতে ডানা মেলতে না পারেন তার জন্য সতর্ক ছিল রাহানে ব্রিগেড । দুই বলের মধ্যে পঞ্জাব অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখান কেকেআর বোলার এবং ফিল্ডাররা । হর্ষিত রানার বলে রামনদীপ সিং পয়েন্ট বাউন্ডারি থেকে দৌড়ে এসে শরীর ছুড়ে ক্যাচ শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে দেয় । 39 রানে দ্রুত দুই উইকেটের পতনের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্জাব । যে প্রোভসিমরনকে ভয়ঙ্কর উঠতে পারেন মনে হচ্ছিল তিনি ব্যক্তিগত তিরিশ রানে ফিরে যান । হর্ষিত রানার বলে রামনদীপের হাতে ধরা পড়েন ।

পঞ্জাব মিডল অর্ডারের ব্যাটাররা বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনের ঘূর্ণিতে দিশেহারা । জস ইঙ্গলিস (2), নেহাল ওয়াধেরা (10), গ্লেন ম্যাক্সওয়েল (7), সূর্যাংশ (4) ফিরে যান । একসময় 86 রানে আট উইকেট পড়ে গিয়েছিল পঞ্জাবের । লোয়ার মিডল অর্ডারে শশাঙ্ক সিং 18 রান না করলে পঞ্জাবের রান একশোর গণ্ডি পেরোত না ।

প্রতিপক্ষের সামনে ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও পঞ্জাব জয়ী । কারণ যজুবেন্দ্র নন,'যাদুবেন্দ্র' চাহালের ঘূর্ণিতে নাইট বধ করল পঞ্জাব । তাই গ্যালারিতে প্রীতি জিন্টা তো নাচবেনই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.