ETV Bharat / sports

‘হর্ষিতকে কাজে লাগাবে ভারত’, কেকেআর পেসারের হয়ে সওয়াল প্রাক্তন তারকার - Pragyan Lauds Harshit Rana

Pragyan Ojha Lauds Harshit Rana: ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা’র বিশ্বাস, দ্বীপরাষ্ট্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পেসার হর্ষিত রানাকে কাজে লাগাবে ভারত । লিখলেন ইটিভি ভারতের নিখিল বাপাত...

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 26, 2024, 12:57 PM IST

Pragyan Ojha Lauds Harshit Rana
ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 26 জুলাই: শ্রীলঙ্কায় ওডিআই সিরিজের দলে সুযোগ মিলিছে হর্ষিত রানার ৷ গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাঁর পারফর্ম্যান্সই বুঝিয়ে দিয়েছিল, নীল জার্সি গায়ে চড়ানো স্রেফ সময়ের অপেক্ষা ৷ গৌতম গম্ভীরের হাতে বিসিসিআই টিম ইন্ডিয়ার দায়িত্ব সঁপতেই জাতীয় দলের দরজা খুলে গিয়েছে হর্ষিতের জন্য ৷

এবার হর্ষিতের পক্ষে সওয়াল করলেন গম্ভীরের প্রাক্তন সতীর্থ ৷ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা বলেন, ‘‘হর্ষিত রানার প্রতিভা রয়েছে ৷ ভারত ওকে কাজে লাগাতে পারলে উপকৃত হবে । আমি ওকে ওডিআই ক্রিকেটে খেলতে দেখতে চাই ৷ ও যে ফর্মে রয়েছে, বিশেষ করে আইপিএলের শেষ মরশুমে যেভাবে বোলিং করেছে তা প্রশংসনীয় ৷’’

ঘরোয়া সার্কিটে দিল্লির হয়ে খেলেন হর্ষিত ৷ 7 ম্যাচে 28টি উইকেট নিয়েছেন এই জোরে বোলার । 2024 আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলেছেন । পেসস্টার জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে তিনি ভরসা দিতে পারেন দলকে । দেশের জার্সিকে 113টি টেস্ট উইকেটের মালিক প্রজ্ঞান বলেন, ‘‘আমি রানাকে শুভকামনা জানাই ৷ ওর দক্ষতা, বাইশ গজে মানসিকতা ওকে বহুদূরে পৌঁছে দেবে ৷ আমি ব্যক্তিগতভাবে ওকে ভারতের জার্সিতে বাইশ গজে আগুন ঝরাতে দেখতে চাই ৷’’

Pragyan Ojha Lauds Harshit Rana
024 আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলেছেন হর্ষিত (ইটিভি ভারত)

কাল থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হচ্ছে গম্ভীরের দায়িত্বাধীন ভারতীয় দলের সফর ৷ প্রথমে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবে বিশ্বজয়ী ভারত ৷ 2 অগস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচেও ওডিআই সিরিজ ৷

হায়দরাবাদ, 26 জুলাই: শ্রীলঙ্কায় ওডিআই সিরিজের দলে সুযোগ মিলিছে হর্ষিত রানার ৷ গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাঁর পারফর্ম্যান্সই বুঝিয়ে দিয়েছিল, নীল জার্সি গায়ে চড়ানো স্রেফ সময়ের অপেক্ষা ৷ গৌতম গম্ভীরের হাতে বিসিসিআই টিম ইন্ডিয়ার দায়িত্ব সঁপতেই জাতীয় দলের দরজা খুলে গিয়েছে হর্ষিতের জন্য ৷

এবার হর্ষিতের পক্ষে সওয়াল করলেন গম্ভীরের প্রাক্তন সতীর্থ ৷ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা বলেন, ‘‘হর্ষিত রানার প্রতিভা রয়েছে ৷ ভারত ওকে কাজে লাগাতে পারলে উপকৃত হবে । আমি ওকে ওডিআই ক্রিকেটে খেলতে দেখতে চাই ৷ ও যে ফর্মে রয়েছে, বিশেষ করে আইপিএলের শেষ মরশুমে যেভাবে বোলিং করেছে তা প্রশংসনীয় ৷’’

ঘরোয়া সার্কিটে দিল্লির হয়ে খেলেন হর্ষিত ৷ 7 ম্যাচে 28টি উইকেট নিয়েছেন এই জোরে বোলার । 2024 আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলেছেন । পেসস্টার জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে তিনি ভরসা দিতে পারেন দলকে । দেশের জার্সিকে 113টি টেস্ট উইকেটের মালিক প্রজ্ঞান বলেন, ‘‘আমি রানাকে শুভকামনা জানাই ৷ ওর দক্ষতা, বাইশ গজে মানসিকতা ওকে বহুদূরে পৌঁছে দেবে ৷ আমি ব্যক্তিগতভাবে ওকে ভারতের জার্সিতে বাইশ গজে আগুন ঝরাতে দেখতে চাই ৷’’

Pragyan Ojha Lauds Harshit Rana
024 আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলেছেন হর্ষিত (ইটিভি ভারত)

কাল থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হচ্ছে গম্ভীরের দায়িত্বাধীন ভারতীয় দলের সফর ৷ প্রথমে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবে বিশ্বজয়ী ভারত ৷ 2 অগস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচেও ওডিআই সিরিজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.