ETV Bharat / sports

'শীঘ্রই ভারতের মাটিতে অলিম্পিক্সের আসর', যুক্তরাষ্ট্রে বড় ঘোষণা মোদির - PM MODI IN US

MODI ON HOSTING OLYMPICS: আগামী 2036 অলিম্পিক্সের আয়োজনের জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ভারত ৷ শীঘ্রই দেশের মানুষ সাক্ষী থাকবেন 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এর ৷ নিউইয়র্কে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 23, 2024, 1:22 PM IST

MODI ON HOSTING OLYMPICS
অলিম্পিক্স আয়োজন নিয়ে মোদির বড় ঘোষণা (GETTY/AP)

নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: "কিছুদিন আগেই প্য়ারিস অলিম্পিক্স শেষ হয়েছে ৷ খুব শীঘ্রই ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন ৷" ঠিক এই ভাষায় মার্কিন মুলুক থেকে দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের নাসাউ কলোসিয়ামে সোমবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে আরও একবার ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷

ভারতের মাটিতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' আয়োজনের ব্য়াপারে যে তিনি বদ্ধপরিকর, সে ব্য়াপারে আগেও ইঙ্গিত দিয়েছেন মোদি ৷ 78তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণের সময়ও একই সদিচ্ছা প্রকাশ পেয়েছিল দেশের প্রধানমন্ত্রীর গলায় ৷ আর এদিন নিউইয়র্কে মোদি বলেন, "ভারত এখন সুযোগের অপেক্ষা করে না ৷ বরং ভারত এখন সুযোগ তৈরি করে ৷" এরপরেই অলিম্পিক্স আয়োজনের ব্য়াপারে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া মোদি বলেন, "কিছুদিন আগেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স ৷ পরবর্তী অলিম্পিক্সের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷ খুব তাড়াতাড়ি আমরা দেশের মাটিতেও অলিম্পিক্সের আসর দেখব ৷ 2036 অলিম্পিক্স আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি ৷"

এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে মোদি বলেছিলেন, "2036 অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন ৷ আর আমরা সেজন্য প্রস্তুত হচ্ছি ৷" পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং প্রতিষ্ঠিত ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, আপনাদের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের এত অগ্রগতি হচ্ছে ৷ সে যাইহোক, ভাষণে হাজারো কথার মাঝে মোদির অলিম্পিক্স আয়োজনের ঘোষণা যে অন্যতম বড়, তা বলার অপেক্ষা রাখে না ৷

সদ্য-সমাপ্ত প্যারিস অলিম্পিক্স থেকে 6টি পদক জিতেছেন ভারতীয় অ্য়াথলিটরা ৷ যার মধ্যে একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ ৷ তুলনায় প্যারালিম্পিক্সে অনেক বেশি উজ্জ্বল ভারত ৷ 7টি সোনা-সহ মোট 29টি পদক জিতে সর্বকালের সেরা পারফরম্য়ান্স উপহার দিয়েছেন দেশের প্যারালিম্পিয়ানরা ৷

নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: "কিছুদিন আগেই প্য়ারিস অলিম্পিক্স শেষ হয়েছে ৷ খুব শীঘ্রই ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন ৷" ঠিক এই ভাষায় মার্কিন মুলুক থেকে দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের নাসাউ কলোসিয়ামে সোমবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে আরও একবার ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷

ভারতের মাটিতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' আয়োজনের ব্য়াপারে যে তিনি বদ্ধপরিকর, সে ব্য়াপারে আগেও ইঙ্গিত দিয়েছেন মোদি ৷ 78তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণের সময়ও একই সদিচ্ছা প্রকাশ পেয়েছিল দেশের প্রধানমন্ত্রীর গলায় ৷ আর এদিন নিউইয়র্কে মোদি বলেন, "ভারত এখন সুযোগের অপেক্ষা করে না ৷ বরং ভারত এখন সুযোগ তৈরি করে ৷" এরপরেই অলিম্পিক্স আয়োজনের ব্য়াপারে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া মোদি বলেন, "কিছুদিন আগেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স ৷ পরবর্তী অলিম্পিক্সের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷ খুব তাড়াতাড়ি আমরা দেশের মাটিতেও অলিম্পিক্সের আসর দেখব ৷ 2036 অলিম্পিক্স আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি ৷"

এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে মোদি বলেছিলেন, "2036 অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন ৷ আর আমরা সেজন্য প্রস্তুত হচ্ছি ৷" পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং প্রতিষ্ঠিত ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, আপনাদের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের এত অগ্রগতি হচ্ছে ৷ সে যাইহোক, ভাষণে হাজারো কথার মাঝে মোদির অলিম্পিক্স আয়োজনের ঘোষণা যে অন্যতম বড়, তা বলার অপেক্ষা রাখে না ৷

সদ্য-সমাপ্ত প্যারিস অলিম্পিক্স থেকে 6টি পদক জিতেছেন ভারতীয় অ্য়াথলিটরা ৷ যার মধ্যে একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ ৷ তুলনায় প্যারালিম্পিক্সে অনেক বেশি উজ্জ্বল ভারত ৷ 7টি সোনা-সহ মোট 29টি পদক জিতে সর্বকালের সেরা পারফরম্য়ান্স উপহার দিয়েছেন দেশের প্যারালিম্পিয়ানরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.