ETV Bharat / sports

ঝুলিতে জোড়া বিশ্বকাপ, আইপিএল শেষ হতেই অবসরে আরও এক ভারতীয় তারকা - VETERAN INDIAN CRICKETER RETIRES

2014 সালে কেকেআরের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন এই ক্রিকেটার ৷ তবে অবসরে যাওয়া ক্রিকেটারের সেরা প্রাপ্তি অবশ্যই জোড়া বিশ্বকাপ জয় ৷

FILE PIC
ফাইল ছবি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : June 6, 2025 at 3:33 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 6 জুন: গতবছরও মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন কোটিপতি লিগ ৷ কিন্তু 2025 আইপিএলের নিলামে রয়ে গিয়েছিলেন অবিক্রিত ৷ অবশেষে সবধরনের ক্রিকেট থেকে সন্ন্য়াস নিলেন অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা ৷ 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন এই স্পিনিং অলরাউন্ডার ৷ তবে চাওলার কেরিয়ারের সেরা প্রাপ্তি অবশ্যই জোড়া বিশ্বকাপ জয় ৷ 2007 টি-20 বিশ্বকাপের পাশাপাশি 2011 বিশ্বজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি ৷

শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে বাইশ গজকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন দেশের জার্সিতে 35টি ম্যাচ খেলা ক্রিকেটার ৷ অবসর বার্তায় লেগি লেখেন, "গত দু'দশক ধরে মাঠে থাকার পর সময় হয়ে গিয়েছে সুন্দর এই খেলাকে বিদায় জানানোর ৷ ভারতের জার্সিত সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করে 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011 ওডিআই বিশ্বকাপ স্কোয়াডের শরিক হওয়ার প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে আশীর্বাদের চেয়ে কম কিছু নয় ৷ সেই স্মৃতি আজীবন আমার হৃদয়ে রয়ে যাবে ৷"

17 বছরের আইপিএল কেরিয়ারে চার-চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পীযূষ ৷ বিদায়বেলায় পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স সকল ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভিজ্ঞ ক্রিকেটার লেখেন, "ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আমার কেরিয়ারের একটি বিশেষ অধ্য়ায় ৷ আমি আইপিএলে খেলা প্রতিটি মুহূর্ত বাকী জীবনটা উপভোগ করব ৷"

সতেরো বছরে ভারতীয় ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করা জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্য 25টি ওয়ান-ডে ম্য়াচে নিয়েছেন 32টি উইকেট ৷ তিন টেস্ট ম্য়াচে তাঁর উইকেটসংখ্যা সাত ৷ পাশাপাশি দেশের জার্সিতে সাতটি টি-20 ম্য়াচে 36 বছরের ক্রিকেটারের নামের পাশে রয়েছে চারটি উইকেট ৷ আইপিএলে 192টি ম্য়াচে সমসংখ্যক উইকেট নিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, 2014 আইপিএল ফাইনালের উইনিং স্ট্রোক এসেছিল চাওলার ব্য়াটেই ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 6 জুন: গতবছরও মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন কোটিপতি লিগ ৷ কিন্তু 2025 আইপিএলের নিলামে রয়ে গিয়েছিলেন অবিক্রিত ৷ অবশেষে সবধরনের ক্রিকেট থেকে সন্ন্য়াস নিলেন অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা ৷ 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন এই স্পিনিং অলরাউন্ডার ৷ তবে চাওলার কেরিয়ারের সেরা প্রাপ্তি অবশ্যই জোড়া বিশ্বকাপ জয় ৷ 2007 টি-20 বিশ্বকাপের পাশাপাশি 2011 বিশ্বজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি ৷

শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে বাইশ গজকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন দেশের জার্সিতে 35টি ম্যাচ খেলা ক্রিকেটার ৷ অবসর বার্তায় লেগি লেখেন, "গত দু'দশক ধরে মাঠে থাকার পর সময় হয়ে গিয়েছে সুন্দর এই খেলাকে বিদায় জানানোর ৷ ভারতের জার্সিত সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করে 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011 ওডিআই বিশ্বকাপ স্কোয়াডের শরিক হওয়ার প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে আশীর্বাদের চেয়ে কম কিছু নয় ৷ সেই স্মৃতি আজীবন আমার হৃদয়ে রয়ে যাবে ৷"

17 বছরের আইপিএল কেরিয়ারে চার-চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পীযূষ ৷ বিদায়বেলায় পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স সকল ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভিজ্ঞ ক্রিকেটার লেখেন, "ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আমার কেরিয়ারের একটি বিশেষ অধ্য়ায় ৷ আমি আইপিএলে খেলা প্রতিটি মুহূর্ত বাকী জীবনটা উপভোগ করব ৷"

সতেরো বছরে ভারতীয় ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করা জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্য 25টি ওয়ান-ডে ম্য়াচে নিয়েছেন 32টি উইকেট ৷ তিন টেস্ট ম্য়াচে তাঁর উইকেটসংখ্যা সাত ৷ পাশাপাশি দেশের জার্সিতে সাতটি টি-20 ম্য়াচে 36 বছরের ক্রিকেটারের নামের পাশে রয়েছে চারটি উইকেট ৷ আইপিএলে 192টি ম্য়াচে সমসংখ্যক উইকেট নিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, 2014 আইপিএল ফাইনালের উইনিং স্ট্রোক এসেছিল চাওলার ব্য়াটেই ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.