ETV Bharat / sports

টেনে তুললেন মণিকা, দলগত টেবল টেনিসের শেষ আটে ভারতের মেয়েরা - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 5:17 PM IST

Paris Olympics 2024 Table Tennis: রোমানিয়ার বিরুদ্ধে 2-0 এগিয়ে গিয়েও একসময় বিদায়ের শঙ্কা তৈরি হয় ভারতীয় শিবিরে ৷ নির্ণায়ক পঞ্চম ম্য়াচে ডায়াকনু আডিনাকে স্ট্রেট গেমে উড়িয়ে মহিলা টেবল টেনিস দলকে শেষ আটে তুললেন মণিকা বাত্রা ৷

MANIKA BATRA
জয়ের উচ্ছ্বাস মণিকা বাত্রার (AP Photo)

প্য়ারিস, 5 অগস্ট: ইতিহাস গড়েও সিঙ্গলসে এগোতে পারেননি কোয়ার্টারের বেশি ৷ দলগত বিভাগে সোমবার পিছিয়ে পড়া ভারতকে টেনে তুললেন দেশের প্রথম মহিলা প্য়াডলার হিসেবে শেষ আটে (সিঙ্গলস) জায়গা করে নেওয়া মণিকা বাত্রা ৷ অভিজ্ঞ শাটলারের কাঁধে ভর করেই সোমবার রোমানিয়াকে 3-2 ব্যবধান হারিয়ে দল হিসেবে শেষ আটে দেশের মহিলা প্য়াডলাররা ৷

শুরুতে জয় ডাবলসে: রোমানিয়ার বিরুদ্ধে শুরুটা এদিন ডাবলসে জয় দিয়েই হয়েছিল ভারতীয় দলের ৷ সৃজা আকুলা এবং অর্চনা কামাথ স্ট্রেট গেমে হারিয়ে দেন ডায়াকনু আডিনা এবং সামারা এলিজাবেথা জুটিকে ৷ সৃজা-অর্চনা জুটির পক্ষে ম্যাচের ফল 11-9, 12-10, 11-7 ৷

ব্যবধান বাড়ান মণিকা: দ্বিতীয় ম্য়াচে সিঙ্গলসে মণিকা বাত্রা মুখোমুখি হন স্কস বার্নাডেটের ৷ রোমানিয়ান প্রতিদ্বন্দ্বীকে একপেশে ম্যাচে হারিয়ে ভারতকে রাউন্ড অফ 16'র লড়াইয়ে 2-0 এগিয়ে দেন তিনি ৷ বার্নাডেটকে দাঁড়াতেই দেননি অভিজ্ঞ প্য়াডলার ৷ মণিকার পক্ষে ম্য়াচের ফল 11-5, 11-7, 11-7 ৷

টানা দু'টি ম্য়াচ হেরে পিছিয়ে পড়ে ভারত: ম্য়াচে নিরাপদ ব্যবধান তৈরি করেও হঠাতই শঙ্কা তৈরি হয় ভারতের জয় নিয়ে ৷ কারণ তৃতীয় ও চতুর্থ ম্য়াচে সিঙ্গলসে হেরে বসেন সৃজা আকুলা এবং অর্চনা কামাথ ৷ পাঁচ গেমের ম্য়ারাথন লড়াইয়ে সৃজাকে হারিয়ে রোমানিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন সামারা এলিজাবেথা ৷ 3-2 ব্যবধানে ম্য়াচ জেতেন তিনি ৷ 2-1 এগিয়ে থেকেও সৃজা হারেন 8-11, 11-4, 7-11, 11-6, 11-8 ব্যবধানে ৷

সৃজার পর সিঙ্গলসে হারেন অর্চনাও ৷ স্কস বার্নাডেটের বিরুদ্ধে 1-3 গেমে ম্যাচ হারেন তিনি ৷ অর্চনার বিপক্ষে ফলাফল 11-5, 8-11, 11-7, 11-9 ৷ চতুর্থ ম্যাচের পর সমতায় ফেরে (2-2) রোমানিয়া ৷

নির্ণায়ক ম্য়াচে বাজিমাত বাত্রার: রোমানিয়া সমতায় ফিরলে দলকে কোয়ার্টারে নিয়ে যাওয়ার দায়িত্ব পুরোটা এসে পড়ে বাত্রার উপর ৷ কিন্তু চাপের মাথায় লক্ষ্যে স্থির থাকেন তিনি ৷ ডিসাইডারে ডায়াকনু আডিনাকে 11-5, 11-9, 11-9 গেমে হারিয়ে দলকে শেষ আটে নিয়ে যান মণিকা ৷ সেখানে যুক্তরাষ্ট্র বনাম জার্মানির মধ্যে বিজয়ী দলের সঙ্গে খেলবে ভারত ৷

প্য়ারিস, 5 অগস্ট: ইতিহাস গড়েও সিঙ্গলসে এগোতে পারেননি কোয়ার্টারের বেশি ৷ দলগত বিভাগে সোমবার পিছিয়ে পড়া ভারতকে টেনে তুললেন দেশের প্রথম মহিলা প্য়াডলার হিসেবে শেষ আটে (সিঙ্গলস) জায়গা করে নেওয়া মণিকা বাত্রা ৷ অভিজ্ঞ শাটলারের কাঁধে ভর করেই সোমবার রোমানিয়াকে 3-2 ব্যবধান হারিয়ে দল হিসেবে শেষ আটে দেশের মহিলা প্য়াডলাররা ৷

শুরুতে জয় ডাবলসে: রোমানিয়ার বিরুদ্ধে শুরুটা এদিন ডাবলসে জয় দিয়েই হয়েছিল ভারতীয় দলের ৷ সৃজা আকুলা এবং অর্চনা কামাথ স্ট্রেট গেমে হারিয়ে দেন ডায়াকনু আডিনা এবং সামারা এলিজাবেথা জুটিকে ৷ সৃজা-অর্চনা জুটির পক্ষে ম্যাচের ফল 11-9, 12-10, 11-7 ৷

ব্যবধান বাড়ান মণিকা: দ্বিতীয় ম্য়াচে সিঙ্গলসে মণিকা বাত্রা মুখোমুখি হন স্কস বার্নাডেটের ৷ রোমানিয়ান প্রতিদ্বন্দ্বীকে একপেশে ম্যাচে হারিয়ে ভারতকে রাউন্ড অফ 16'র লড়াইয়ে 2-0 এগিয়ে দেন তিনি ৷ বার্নাডেটকে দাঁড়াতেই দেননি অভিজ্ঞ প্য়াডলার ৷ মণিকার পক্ষে ম্য়াচের ফল 11-5, 11-7, 11-7 ৷

টানা দু'টি ম্য়াচ হেরে পিছিয়ে পড়ে ভারত: ম্য়াচে নিরাপদ ব্যবধান তৈরি করেও হঠাতই শঙ্কা তৈরি হয় ভারতের জয় নিয়ে ৷ কারণ তৃতীয় ও চতুর্থ ম্য়াচে সিঙ্গলসে হেরে বসেন সৃজা আকুলা এবং অর্চনা কামাথ ৷ পাঁচ গেমের ম্য়ারাথন লড়াইয়ে সৃজাকে হারিয়ে রোমানিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন সামারা এলিজাবেথা ৷ 3-2 ব্যবধানে ম্য়াচ জেতেন তিনি ৷ 2-1 এগিয়ে থেকেও সৃজা হারেন 8-11, 11-4, 7-11, 11-6, 11-8 ব্যবধানে ৷

সৃজার পর সিঙ্গলসে হারেন অর্চনাও ৷ স্কস বার্নাডেটের বিরুদ্ধে 1-3 গেমে ম্যাচ হারেন তিনি ৷ অর্চনার বিপক্ষে ফলাফল 11-5, 8-11, 11-7, 11-9 ৷ চতুর্থ ম্যাচের পর সমতায় ফেরে (2-2) রোমানিয়া ৷

নির্ণায়ক ম্য়াচে বাজিমাত বাত্রার: রোমানিয়া সমতায় ফিরলে দলকে কোয়ার্টারে নিয়ে যাওয়ার দায়িত্ব পুরোটা এসে পড়ে বাত্রার উপর ৷ কিন্তু চাপের মাথায় লক্ষ্যে স্থির থাকেন তিনি ৷ ডিসাইডারে ডায়াকনু আডিনাকে 11-5, 11-9, 11-9 গেমে হারিয়ে দলকে শেষ আটে নিয়ে যান মণিকা ৷ সেখানে যুক্তরাষ্ট্র বনাম জার্মানির মধ্যে বিজয়ী দলের সঙ্গে খেলবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.