ETV Bharat / sports

ভিনেশের রুপোর আবেদনের শুনানি শেষ, ক্রীড়া আদালতের রায় আজ রাতেই - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 6:12 PM IST

Updated : Aug 10, 2024, 6:20 PM IST

VINESH PHOGAT DISQUALIFICATION: ভিনেশের আবেদন কি গ্রাহ্য হবে ক্রীড়া ন্যায়ালয়ে? পদক কি মিলবে ভারতের মহিলা কুস্তিগীরের ? উত্তর জানতে অপেক্ষে কয়েকঘণ্টার ৷ শনিবার ভারতীয় সময় রাত 9টা 30 মিনিট নাগাদ রায় শোনানোর সম্ভাবনা ৷

VINESH PHOGAT
ভিনেশ ফোগত (IANS Photo)

প্যারিস, 10 অগস্ট: অতিরিক্ত ওজনের জেরে 'বাতিল ঘোষণা'র পর ভিনেশ ফোগত ও তাঁর টিমের আবেদনের সারবত্তা কতটা? ক্রীড়া ন্য়ায়ালয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে ইতিমধ্যেই ৷ শনিবার রাত 9টা 30 মিনিট নাগাদ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (CAS) অ্যাড-হক ডিভিশন রায় শোনাবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ৷

অলিম্পিক্স কমিটির কাছে আবেদনে কোনও ফল না-মেলায় সিএএসের দ্বারস্থ হন ভিনেশ ফোগত ৷ দুই মর্মে সেখানে আবেদন জানানো হয় ভারতীয় কুস্তিগীরের তরফে ৷ এক, ফাইনাল বাউটের আগে ওজন যাচাইয়ের জন্য তাঁকে আরও একটু সময় কি দেওয়া যায় না? দুই, নির্ধারিত ওজন বজায় রেখেই যেহেতু ফাইনালে পৌঁছেছিলেন, সেহেতু রুপো দেওয়া হোক ভিনেশকে ৷

ভিনেশ এবং ভারতের তরফে করা প্রথম আবেদন ক্রীড়া ন্য়ায়ালয়ে সঙ্গে সঙ্গেই খারিজ হয়ে যায় ৷ যথাসময়েই সংশ্লিষ্ট বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয় ৷ তবে, ভিনেশকে রুপো দেওয়া যায় কি না, সেই আবেদন গ্রাহ্য হয় সিএএসে ৷ আবেদন মঞ্জুর হওয়ার পর শুনানিও শেষ হয়েছে গতকাল অর্থাৎ শুক্রবারে ৷ ক্রীড়া ন্য়ায়ালয়ে ভারতের মহিলা কুস্তিগীরের হয়ে প্রতিনিধিত্ব করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে এবং বিদুষ্পত সিংঘানিয়া ৷

বিবৃতিতে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস জানিয়েছে, অলিম্পিক্স গেমসের সঙ্গে জুড়ে থাকা সিএএস আরবিট্রেশনের নিয়মের 18 নং ধারায় যে আবেদন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সিএএসের অ্যাড-হক ডিভিশনের রায় 10 অগস্ট সন্ধে 6টা'র (প্য়ারিসের সময়) পর ঘোষিত হবে ৷" অর্থাৎ, ভারতীয় সময় আজ 9টা 30 মিনিটের পর আবেদনের রায় ঘোষিত হবে ৷ জানা গিয়েছে, শুক্রবার আবেদনের শুনানি চলেছে প্রায় তিন ঘণ্টা ৷

মঙ্গলবার ফাইনাল ম্যাচের সকালে ওজন পরিমাপের সময় নির্ধারিত 50 কেজির তুলনায় ভিনেশ ফোগতের ওজন 100 গ্রাম বেশি থাকায় তাঁকে 'অযোগ্য' ঘোষণা করা হয় ৷ তাঁকে সবরকম পদক থেকে বঞ্চিত করা হয় ৷ সোমবার সেমিফাইনাল জয়ের পরেই ওজন অনেকটা বেড়ে যায় ভারতীয় কুস্তিগীরের ৷ সারারাত প্রচেষ্টা সত্ত্বেও 100 গ্রামের ব্যবধান ঘোচানো যায়নি কোনওভাবেই ৷

প্যারিস, 10 অগস্ট: অতিরিক্ত ওজনের জেরে 'বাতিল ঘোষণা'র পর ভিনেশ ফোগত ও তাঁর টিমের আবেদনের সারবত্তা কতটা? ক্রীড়া ন্য়ায়ালয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে ইতিমধ্যেই ৷ শনিবার রাত 9টা 30 মিনিট নাগাদ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (CAS) অ্যাড-হক ডিভিশন রায় শোনাবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ৷

অলিম্পিক্স কমিটির কাছে আবেদনে কোনও ফল না-মেলায় সিএএসের দ্বারস্থ হন ভিনেশ ফোগত ৷ দুই মর্মে সেখানে আবেদন জানানো হয় ভারতীয় কুস্তিগীরের তরফে ৷ এক, ফাইনাল বাউটের আগে ওজন যাচাইয়ের জন্য তাঁকে আরও একটু সময় কি দেওয়া যায় না? দুই, নির্ধারিত ওজন বজায় রেখেই যেহেতু ফাইনালে পৌঁছেছিলেন, সেহেতু রুপো দেওয়া হোক ভিনেশকে ৷

ভিনেশ এবং ভারতের তরফে করা প্রথম আবেদন ক্রীড়া ন্য়ায়ালয়ে সঙ্গে সঙ্গেই খারিজ হয়ে যায় ৷ যথাসময়েই সংশ্লিষ্ট বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয় ৷ তবে, ভিনেশকে রুপো দেওয়া যায় কি না, সেই আবেদন গ্রাহ্য হয় সিএএসে ৷ আবেদন মঞ্জুর হওয়ার পর শুনানিও শেষ হয়েছে গতকাল অর্থাৎ শুক্রবারে ৷ ক্রীড়া ন্য়ায়ালয়ে ভারতের মহিলা কুস্তিগীরের হয়ে প্রতিনিধিত্ব করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে এবং বিদুষ্পত সিংঘানিয়া ৷

বিবৃতিতে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস জানিয়েছে, অলিম্পিক্স গেমসের সঙ্গে জুড়ে থাকা সিএএস আরবিট্রেশনের নিয়মের 18 নং ধারায় যে আবেদন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সিএএসের অ্যাড-হক ডিভিশনের রায় 10 অগস্ট সন্ধে 6টা'র (প্য়ারিসের সময়) পর ঘোষিত হবে ৷" অর্থাৎ, ভারতীয় সময় আজ 9টা 30 মিনিটের পর আবেদনের রায় ঘোষিত হবে ৷ জানা গিয়েছে, শুক্রবার আবেদনের শুনানি চলেছে প্রায় তিন ঘণ্টা ৷

মঙ্গলবার ফাইনাল ম্যাচের সকালে ওজন পরিমাপের সময় নির্ধারিত 50 কেজির তুলনায় ভিনেশ ফোগতের ওজন 100 গ্রাম বেশি থাকায় তাঁকে 'অযোগ্য' ঘোষণা করা হয় ৷ তাঁকে সবরকম পদক থেকে বঞ্চিত করা হয় ৷ সোমবার সেমিফাইনাল জয়ের পরেই ওজন অনেকটা বেড়ে যায় ভারতীয় কুস্তিগীরের ৷ সারারাত প্রচেষ্টা সত্ত্বেও 100 গ্রামের ব্যবধান ঘোচানো যায়নি কোনওভাবেই ৷

Last Updated : Aug 10, 2024, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.