ETV Bharat / sports

ফোকাস করতে চান শুটিংয়ে, সরকারি চাকরির প্রস্তাব ফেরালেন ব্রোঞ্জজয়ী সরবজোৎ - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 11, 2024, 4:45 PM IST

SARABJOT REJECTS GOVERNMENT JOB: 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ দেওয়া হরিয়ানার সরবজোৎকে চাকরির প্রস্তাব দিয়েছিল হরিয়ানা সরকার ৷ কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন শুটার ৷ জানালেন শুটিংয়ে ফোকাস করতে চাই ৷

SARABJOT SINGH
সরবজোৎ সিং (IANS PHOTO)

চণ্ডীগড়, 11 অগস্ট: অলিম্পিক্স আত্মপ্রকাশেই ঝুলিতে ব্রোঞ্জপদক ৷ দেশে ফেরার পর সরকারের তরফে আর্থিক পুরস্কার, সংবর্ধনার পাশাপাশি চাকরির প্রস্তাব পেয়ে থাকেন অ্যাথলিটরা ৷ অন্যথা হয়নি সরবজোৎ সিংয়ের ক্ষেত্রে ৷ 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ দেওয়া হরিয়ানার সরবজোৎকে চাকরির প্রস্তাব দিয়েছিল সে রাজ্যের সরকার ৷ কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন শুটার ৷

হরিয়ানা সরকারের প্রস্তাব ফেরালেন ব্রোঞ্জজয়ী: বড় সিদ্ধান্ত নিলেন সরবজোৎ সিং ৷ ব্রোঞ্জ জিতে দেশে ফেরার পর শুটারকে সরকারের ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টরের চাকরির প্রস্তাব দিয়েছিল হরিয়ানা সরকার ৷ কিন্তু শুটিংয়ে ফোকাস রাখতেই তা ফিরিয়ে দেন সরবজোৎ ৷

সরবজোতের পরিবারও চেয়েছিল ভালো চাকরির সংস্থান: তাঁর পরিবারও যে ভালো একটা চাকরির প্রত্যাশা করেছিল, সে কথা গোপন রাখেননি ব্রোঞ্জজয়ী সরবজোৎ ৷ তবে খেলায় ফোকাস রাখতেই তার এই সিদ্ধান্ত বলে জানান তিনি ৷ সরবজোৎ সংবাদসংস্থা এএনআই'কে বলেন, "চাকরিটা ভীষণই ভালো ছিল ৷ কিন্তু এই মুহূর্তে চাকরি করতে আমি প্রস্তুত নই ৷ আমি শুটিংয়েই মনোনিবেশ করতে চাই ৷ পরিবারও ভালো একটা চাকরির ব্যাপারে আমায় বলছিল ৷ কিন্তু শুটিংই আমার ধ্যানজ্ঞান ৷ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যাব না ৷ তাই আমি এখন চাকরি করতে চাই না ৷"

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: প্যারিস গেমসে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জেতেন সরবজোৎ ৷ দেশে ফিরে দু'জনেই দেখা করেন মুখ্যমন্ত্রী নায়েব সাইনির সঙ্গে ৷ সাক্ষাৎ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও ৷ তখনই মুখ্যমন্ত্রী তাঁকে ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টর পদে চাকরির প্রস্তাব দেন ৷

চণ্ডীগড়, 11 অগস্ট: অলিম্পিক্স আত্মপ্রকাশেই ঝুলিতে ব্রোঞ্জপদক ৷ দেশে ফেরার পর সরকারের তরফে আর্থিক পুরস্কার, সংবর্ধনার পাশাপাশি চাকরির প্রস্তাব পেয়ে থাকেন অ্যাথলিটরা ৷ অন্যথা হয়নি সরবজোৎ সিংয়ের ক্ষেত্রে ৷ 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ দেওয়া হরিয়ানার সরবজোৎকে চাকরির প্রস্তাব দিয়েছিল সে রাজ্যের সরকার ৷ কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন শুটার ৷

হরিয়ানা সরকারের প্রস্তাব ফেরালেন ব্রোঞ্জজয়ী: বড় সিদ্ধান্ত নিলেন সরবজোৎ সিং ৷ ব্রোঞ্জ জিতে দেশে ফেরার পর শুটারকে সরকারের ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টরের চাকরির প্রস্তাব দিয়েছিল হরিয়ানা সরকার ৷ কিন্তু শুটিংয়ে ফোকাস রাখতেই তা ফিরিয়ে দেন সরবজোৎ ৷

সরবজোতের পরিবারও চেয়েছিল ভালো চাকরির সংস্থান: তাঁর পরিবারও যে ভালো একটা চাকরির প্রত্যাশা করেছিল, সে কথা গোপন রাখেননি ব্রোঞ্জজয়ী সরবজোৎ ৷ তবে খেলায় ফোকাস রাখতেই তার এই সিদ্ধান্ত বলে জানান তিনি ৷ সরবজোৎ সংবাদসংস্থা এএনআই'কে বলেন, "চাকরিটা ভীষণই ভালো ছিল ৷ কিন্তু এই মুহূর্তে চাকরি করতে আমি প্রস্তুত নই ৷ আমি শুটিংয়েই মনোনিবেশ করতে চাই ৷ পরিবারও ভালো একটা চাকরির ব্যাপারে আমায় বলছিল ৷ কিন্তু শুটিংই আমার ধ্যানজ্ঞান ৷ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যাব না ৷ তাই আমি এখন চাকরি করতে চাই না ৷"

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: প্যারিস গেমসে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জেতেন সরবজোৎ ৷ দেশে ফিরে দু'জনেই দেখা করেন মুখ্যমন্ত্রী নায়েব সাইনির সঙ্গে ৷ সাক্ষাৎ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও ৷ তখনই মুখ্যমন্ত্রী তাঁকে ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টর পদে চাকরির প্রস্তাব দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.