ETV Bharat / sports

ভারতের সেলিব্রেশন নকল করে নাদিমকে বরণ পাকিস্তানের - PARIS OLYMPICS 2024

NADEEM RECEIVES GRAND WELCOME: অলিম্পিক্সে 40 বছর পর দেশকে সোনা দিয়ে দেশে ফিরলেন আরশাদ নাদিম ৷ দেশে ফিরে নায়কের সম্মান পেলেন জ্যাভলিন থ্রোয়ার ৷ ভারতীয় ক্রিকেট দলের অনুকরণে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানো হল ৷

ARSHAD NADEEM
আরশাদ নাদিম (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 11, 2024, 5:57 PM IST

লাহোর, 11 অগস্ট: মাসদেড়েক আগের কথা ৷ বিশ্বজয়ী ভারতের টি-20 ক্রিকেট দলকে মুম্বই বিমানবন্দরে অভিনব কায়দায় স্বাগত জানানো হয়েছিল ৷ যে বিমানে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল দেশের মাটিতে নেমেছিল ওয়াটার স্যালুটে সেই বিশেষ বিমানকে বরণ করে নিয়েছিল মুম্বই দমকল বিভাগ ৷ শনিবার ভারতের সেই সেলিব্রেশন নকল করে সোনাজয়ী আরশাদ নাদিমকে দেশে স্বাগত জানাল পাকিস্তান ৷

লাহোর বিমানবন্দরে নাদিমের গ্র্যান্ড ওয়েলকাম: জ্য়াভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের দেশে ফেরার বিমান শনিবার রাতে অবতরণ করে লাহোর বিমানবন্দরে ৷ সেখানে জলকামানে দিয়ে বরণ করে নেওয়া হয় তার্কিশ এয়ারলাইন্সের ওই বিমানকে ৷ ঠিক যেমনটা মুম্বইয়ে করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে ৷

দেশের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদকজয়ী অ্যাথলিট নাদিম: ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে আরশাদ নাদিমের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের ৷ গত টোকিয়ো অলিম্পিক্সে নীরজ সোনা জিতলেও পোডিয়াম ফিনিশ করতে ব্যর্থ হন নাদিম ৷ তবে প্য়ারিসে বদলাল চিত্রটা ৷ নীরজের তুলনায় কয়েকধাপ এগিয়ে সোনা তুলে আনলেন নাদিম ৷ 32 বছর পর দেশকে অলিম্পিক্স পদক তো দিলেনই, পাশাপাশি নাদিমই হলেন ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রথম সোনাজয়ী অ্যাথলিট ৷ প্য়ারিসে নীরজ জিতলেন রুপো ৷

অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা নাদিমের: প্যারিসে সোনাজয়ের পথে অলিম্পিক্স রেকর্ডও গড়ে ফেলেন নাদিম ৷ প্য়ারিসে ফাইনালে নাদিম বর্শা ছুড়লেন 92.97 মিটার বর্শা ৷ সেখানে দ্বিতীয়স্থানে নীরজ শেষ করেন 89.45 মিটার ছুড়ে ৷

নাদিমকে বীরের সংবর্ধনা: দেশে পৌঁছে নায়কের সম্মান পেলেন সোনাজয়ী পাক জ্য়াভলিন থ্রোয়ার ৷ বিমানবন্দরে উৎসাহী অনুরাগীদের ভীড় ছিল চোখে পড়ার মত ৷ নাদিমের সাফল্যে পাক সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'হিলাল-ই-ইমতিয়াজ' প্রদানের কথাও ঘোষণা করেছে ৷

লাহোর, 11 অগস্ট: মাসদেড়েক আগের কথা ৷ বিশ্বজয়ী ভারতের টি-20 ক্রিকেট দলকে মুম্বই বিমানবন্দরে অভিনব কায়দায় স্বাগত জানানো হয়েছিল ৷ যে বিমানে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল দেশের মাটিতে নেমেছিল ওয়াটার স্যালুটে সেই বিশেষ বিমানকে বরণ করে নিয়েছিল মুম্বই দমকল বিভাগ ৷ শনিবার ভারতের সেই সেলিব্রেশন নকল করে সোনাজয়ী আরশাদ নাদিমকে দেশে স্বাগত জানাল পাকিস্তান ৷

লাহোর বিমানবন্দরে নাদিমের গ্র্যান্ড ওয়েলকাম: জ্য়াভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের দেশে ফেরার বিমান শনিবার রাতে অবতরণ করে লাহোর বিমানবন্দরে ৷ সেখানে জলকামানে দিয়ে বরণ করে নেওয়া হয় তার্কিশ এয়ারলাইন্সের ওই বিমানকে ৷ ঠিক যেমনটা মুম্বইয়ে করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে ৷

দেশের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদকজয়ী অ্যাথলিট নাদিম: ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে আরশাদ নাদিমের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের ৷ গত টোকিয়ো অলিম্পিক্সে নীরজ সোনা জিতলেও পোডিয়াম ফিনিশ করতে ব্যর্থ হন নাদিম ৷ তবে প্য়ারিসে বদলাল চিত্রটা ৷ নীরজের তুলনায় কয়েকধাপ এগিয়ে সোনা তুলে আনলেন নাদিম ৷ 32 বছর পর দেশকে অলিম্পিক্স পদক তো দিলেনই, পাশাপাশি নাদিমই হলেন ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রথম সোনাজয়ী অ্যাথলিট ৷ প্য়ারিসে নীরজ জিতলেন রুপো ৷

অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা নাদিমের: প্যারিসে সোনাজয়ের পথে অলিম্পিক্স রেকর্ডও গড়ে ফেলেন নাদিম ৷ প্য়ারিসে ফাইনালে নাদিম বর্শা ছুড়লেন 92.97 মিটার বর্শা ৷ সেখানে দ্বিতীয়স্থানে নীরজ শেষ করেন 89.45 মিটার ছুড়ে ৷

নাদিমকে বীরের সংবর্ধনা: দেশে পৌঁছে নায়কের সম্মান পেলেন সোনাজয়ী পাক জ্য়াভলিন থ্রোয়ার ৷ বিমানবন্দরে উৎসাহী অনুরাগীদের ভীড় ছিল চোখে পড়ার মত ৷ নাদিমের সাফল্যে পাক সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'হিলাল-ই-ইমতিয়াজ' প্রদানের কথাও ঘোষণা করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.