ETV Bharat / sports

ঝুলিতে একটিই পদক, তবু তিন দশক পর অলিম্পিক্সে ভারতকে টপকে গেল পাকিস্তান - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 4:14 PM IST

PAKISTAN OVERTAKE INDIA IN MEDAL TALLY: নাদিমের সোনাজয়ে পদকতালিকায় ভারতকে টপকে গেল পাকিস্তান ৷ এই অবস্থায় অলিম্পিক্স শেষ হলে 32 বছর পর পাকিস্তান ভারতের আগেই শেষ করবে প্য়ারিসে ৷ একটি পদক জিতেও কীভাবে 6টি পদক পাওয়া ভারতকে টপকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, জেনে নিন কারণ ৷

PAKISTAN SURPASS INDIA IN MEDAL TALLY
নীরজ চোপড়া ও আরশাদ নাদিম (AP Photo)

প্যারিস, 10 অগস্ট: শেষবার 1992 বার্সেলোনায় এমনটা ঘটেছিল, যখন পাকিস্তান অলিম্পিক্সের পদকতালিকায় ভারতকে টপকে গিয়েছিল ৷ অর্থাৎ, 32 বছর পর ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হওয়ার পথে ৷ যদিও ভারতের পক্ষে এখনও ক্ষীণ একটা আশা রয়েছে শেষ পর্যন্ত পাকিস্তানকে টপকে যাওয়ার ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি প্যারিস অলিম্পিক্সে পদক তালিকায় পাকিস্তানের পিছনে ভারত ৷

ঝুলিতে কার কত পদক: এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে একটি রুপো-সহ 6টি পদক এসেছে ভারতের ঝুলিতে ৷ পক্ষান্তরে পাকিস্তানের ঝুলিতে এসেছে একটিই সোনার পদক ৷ পুরুষদের জ্যাভলিন থ্রো'য়ে নজির গড়ে নীরজ চোপড়াকে পিছন ফেলেছেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷ অলিম্পিক্সে রেকর্ড গড়ে 32 বছর পর দেশকে পদক এনে দিয়েছেন তিনি ৷

বেশি পদক জিতে কেন পিছিয়ে ভারত: আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির আইন অনুযায়ী স্বর্ণপদক জয়কে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয় ৷ অর্থাৎ, যে দেশের ঝুলিতে স্বর্ণপদক যত বেশি সেই দেশ তালিকার তত উপরে ৷ সেক্ষেত্রে রুপো কিংবা ব্রোঞ্জের সংখ্যা কোনও প্রভাব পড়ে না ৷ কোনও দু'টি দেশের ঝুলিতে স্বর্ণপদক না-থাকলে সেক্ষেত্রে দেখা হয় রুপোজয়ের সংখ্যা ৷ একইভাবে রুপো না জিতলে ব্রোঞ্জ ৷ এক্ষেত্রে তাই ভারত একটি রুপো-সহ 6টি পদক জিতলেও পাকিস্তান ভারতকে টপকে গিয়েছে সোনার নিরিখে ৷

কীভাবে টপকে যেতে পারে ভারত: পাকিস্তানের অভিযান সম্পূর্ণ হলেও তিনজন ভারতীয় অ্যাথলিট এখনও লড়াইয়ে আছেন প্যারিসে ৷ গল্ফে অদিতি অশোক, দীক্ষা ডাগরের পাশাপাশি কুস্তিতে পদকের লড়াইয়ে আছেন রীতিকা হুডা ৷ এদের মধ্যে কেউ পোডিয়াম শীর্ষে ফিনিশ করলে তবেই পাকিস্তানকে পদকতালিকায় টপকে যেতে পারে ভারত ৷ যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ ৷ শেষবার 1992 অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতে পদকতালিকায় ভারতের উপরে শেষ করেছিল পাকিস্তান ৷ বার্সেলোনা থেকে সেবার কোনও পদকই আনতে পারেনি ভারতীয় দল ৷

আপাতত কত নম্বরে কোন দেশ: এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি রুপো ও 5টি ব্রোঞ্জ জিতে 69 নম্বরে ভারত ৷ অন্যদিকে একটি সোনা জিতে তালিকার 59 নম্বরে পাকিস্তান ৷

প্যারিস, 10 অগস্ট: শেষবার 1992 বার্সেলোনায় এমনটা ঘটেছিল, যখন পাকিস্তান অলিম্পিক্সের পদকতালিকায় ভারতকে টপকে গিয়েছিল ৷ অর্থাৎ, 32 বছর পর ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হওয়ার পথে ৷ যদিও ভারতের পক্ষে এখনও ক্ষীণ একটা আশা রয়েছে শেষ পর্যন্ত পাকিস্তানকে টপকে যাওয়ার ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি প্যারিস অলিম্পিক্সে পদক তালিকায় পাকিস্তানের পিছনে ভারত ৷

ঝুলিতে কার কত পদক: এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে একটি রুপো-সহ 6টি পদক এসেছে ভারতের ঝুলিতে ৷ পক্ষান্তরে পাকিস্তানের ঝুলিতে এসেছে একটিই সোনার পদক ৷ পুরুষদের জ্যাভলিন থ্রো'য়ে নজির গড়ে নীরজ চোপড়াকে পিছন ফেলেছেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷ অলিম্পিক্সে রেকর্ড গড়ে 32 বছর পর দেশকে পদক এনে দিয়েছেন তিনি ৷

বেশি পদক জিতে কেন পিছিয়ে ভারত: আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির আইন অনুযায়ী স্বর্ণপদক জয়কে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয় ৷ অর্থাৎ, যে দেশের ঝুলিতে স্বর্ণপদক যত বেশি সেই দেশ তালিকার তত উপরে ৷ সেক্ষেত্রে রুপো কিংবা ব্রোঞ্জের সংখ্যা কোনও প্রভাব পড়ে না ৷ কোনও দু'টি দেশের ঝুলিতে স্বর্ণপদক না-থাকলে সেক্ষেত্রে দেখা হয় রুপোজয়ের সংখ্যা ৷ একইভাবে রুপো না জিতলে ব্রোঞ্জ ৷ এক্ষেত্রে তাই ভারত একটি রুপো-সহ 6টি পদক জিতলেও পাকিস্তান ভারতকে টপকে গিয়েছে সোনার নিরিখে ৷

কীভাবে টপকে যেতে পারে ভারত: পাকিস্তানের অভিযান সম্পূর্ণ হলেও তিনজন ভারতীয় অ্যাথলিট এখনও লড়াইয়ে আছেন প্যারিসে ৷ গল্ফে অদিতি অশোক, দীক্ষা ডাগরের পাশাপাশি কুস্তিতে পদকের লড়াইয়ে আছেন রীতিকা হুডা ৷ এদের মধ্যে কেউ পোডিয়াম শীর্ষে ফিনিশ করলে তবেই পাকিস্তানকে পদকতালিকায় টপকে যেতে পারে ভারত ৷ যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ ৷ শেষবার 1992 অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতে পদকতালিকায় ভারতের উপরে শেষ করেছিল পাকিস্তান ৷ বার্সেলোনা থেকে সেবার কোনও পদকই আনতে পারেনি ভারতীয় দল ৷

আপাতত কত নম্বরে কোন দেশ: এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি রুপো ও 5টি ব্রোঞ্জ জিতে 69 নম্বরে ভারত ৷ অন্যদিকে একটি সোনা জিতে তালিকার 59 নম্বরে পাকিস্তান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.