প্যারিস, 10 অগস্ট: শেষবার 1992 বার্সেলোনায় এমনটা ঘটেছিল, যখন পাকিস্তান অলিম্পিক্সের পদকতালিকায় ভারতকে টপকে গিয়েছিল ৷ অর্থাৎ, 32 বছর পর ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হওয়ার পথে ৷ যদিও ভারতের পক্ষে এখনও ক্ষীণ একটা আশা রয়েছে শেষ পর্যন্ত পাকিস্তানকে টপকে যাওয়ার ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি প্যারিস অলিম্পিক্সে পদক তালিকায় পাকিস্তানের পিছনে ভারত ৷
ঝুলিতে কার কত পদক: এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে একটি রুপো-সহ 6টি পদক এসেছে ভারতের ঝুলিতে ৷ পক্ষান্তরে পাকিস্তানের ঝুলিতে এসেছে একটিই সোনার পদক ৷ পুরুষদের জ্যাভলিন থ্রো'য়ে নজির গড়ে নীরজ চোপড়াকে পিছন ফেলেছেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷ অলিম্পিক্সে রেকর্ড গড়ে 32 বছর পর দেশকে পদক এনে দিয়েছেন তিনি ৷
বেশি পদক জিতে কেন পিছিয়ে ভারত: আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির আইন অনুযায়ী স্বর্ণপদক জয়কে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয় ৷ অর্থাৎ, যে দেশের ঝুলিতে স্বর্ণপদক যত বেশি সেই দেশ তালিকার তত উপরে ৷ সেক্ষেত্রে রুপো কিংবা ব্রোঞ্জের সংখ্যা কোনও প্রভাব পড়ে না ৷ কোনও দু'টি দেশের ঝুলিতে স্বর্ণপদক না-থাকলে সেক্ষেত্রে দেখা হয় রুপোজয়ের সংখ্যা ৷ একইভাবে রুপো না জিতলে ব্রোঞ্জ ৷ এক্ষেত্রে তাই ভারত একটি রুপো-সহ 6টি পদক জিতলেও পাকিস্তান ভারতকে টপকে গিয়েছে সোনার নিরিখে ৷
First of all, I thank Allah Almighty for this huge success, with the prayers of my parents, prayers of the entire nation and especially the tireless effort of my coach Mr. Salman Iqbal Butt and the support of Dr. Ali Sher Bajwa, I have achieved this massive milestone.
— Arshad Nadeem (@ArshadOlympian1) August 9, 2024
Thank you… pic.twitter.com/zpMvRMLGHA
কীভাবে টপকে যেতে পারে ভারত: পাকিস্তানের অভিযান সম্পূর্ণ হলেও তিনজন ভারতীয় অ্যাথলিট এখনও লড়াইয়ে আছেন প্যারিসে ৷ গল্ফে অদিতি অশোক, দীক্ষা ডাগরের পাশাপাশি কুস্তিতে পদকের লড়াইয়ে আছেন রীতিকা হুডা ৷ এদের মধ্যে কেউ পোডিয়াম শীর্ষে ফিনিশ করলে তবেই পাকিস্তানকে পদকতালিকায় টপকে যেতে পারে ভারত ৷ যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ ৷ শেষবার 1992 অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতে পদকতালিকায় ভারতের উপরে শেষ করেছিল পাকিস্তান ৷ বার্সেলোনা থেকে সেবার কোনও পদকই আনতে পারেনি ভারতীয় দল ৷
আপাতত কত নম্বরে কোন দেশ: এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি রুপো ও 5টি ব্রোঞ্জ জিতে 69 নম্বরে ভারত ৷ অন্যদিকে একটি সোনা জিতে তালিকার 59 নম্বরে পাকিস্তান ৷