নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে হার, তাও আবার ঘরের মাঠে ৷ নাজমুল শান্ত ব্রিগেডের কাছে হোয়াইট ওয়াশের পর থেকে দেশের প্রাক্তন ক্রিকেটারদের লাগাতার সমালোচনার শিকার পাকিস্তান ক্রিকেট দল ৷ তালিকায় এবার নয়া সংযোজন ইউনিস খান ৷ তারকা ব্যাটার বাবর আজম-সহ অন্যান্য ক্রিকেটারদের তুলোধনা করে প্রাক্তন অধিনায়ক জানালেন, দলের চেয়ে ব্যক্তিগত স্বার্থ অগ্রাধিকার পায় দলের ক্রিকেটারদের কাছে ৷
বাবরের পারফরম্যান্সের সমালোচনা: পাক দলের তারকা ব্যাটার বাবর আজমের সাম্প্রতিক ফর্ম রয়েছে আতস কাচের তলায় ৷ লাল বলের ক্রিকেটে গত 16টি ইনিংসে কোনও হাফসেঞ্চুরি নেই বাবরের নামে ৷ ওডিআই অধিনায়কের এহেন পারফরম্যান্সে হতাশ ইউনিস খান বলেন, "বাবর এবং অন্য়ান্য প্রথমসারির ক্রিকেটাররা ভালো খেললে ফলাফল কী হতে পারে, তা সকলেই জানে ৷ কিন্তু আমাদের ক্রিকেটাররা খেলে কম, কথা বলে বেশি ৷"
কোহলির থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ: সমালোচনা করে বাবর আজমকে বিরাট কোহলির থেকে পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন 34টি টেস্ট শতরানের মালিক প্রাক্তন পাক ব্যাটার ৷ ক্রিকেট পাকিস্তানের একটি ইভেন্টে বাবরের উদ্দেশে তিনি বলেন, "বিরাট কোহলিকে দেখে শেখা উচিত ৷ স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে এখন একের পর এক রেকর্ড ভাঙছে ৷ এটা প্রমাণ করে যে দেশের জন্য খেলাকেই অগ্রাধিকার দেওয়া উচিত ৷ তারপরে যদি কিছু এনার্জি থাকে, তখন নিজের জন্য খেল ৷"
Younis Khan said " babar azam can score 15,000 runs but he has to know there are bigger things to achieve than captaincy. look at virat kohli! he left captaincy and he's breaking records. players should not be selfish and should think about the country" 🇮🇳🇵🇰🔥
— Farid Khan (@_FaridKhan) September 15, 2024
do you agree? 🤯 pic.twitter.com/sZEbNOKbqz
বাবরকে ফিটনেসে নজর দেওয়ার পরামর্শ: এই প্রসঙ্গে বাবরকে তাঁর ফিটনেসে নজর দেওয়ার কথা বলেছেন ইউনিস ৷ পাশাপাশি অধিনায়কত্বের গুরুত্ব সম্পর্কেও তাঁকে সচেতন করেছেন প্রাক্তন অধিনায়ক ৷ বাবরকে ইউনিস মনে করিয়ে দিয়েছেন, যে সময়ে তাঁকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল সেই সময় দলের সেরা ক্রিকেটার ছিলেন বাবর ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা আরও তৈরি হওয়াই স্বাভাবিক তাঁকে নিয়ে ৷ সেই প্রত্যাশা পূরণে বাবরকে ফিটনেসে নজর দিতে বলেছেন ইউনিস ৷