ETV Bharat / sports

রাজধানীতে গলি ক্রিকেটে মজলেন কিউয়ি প্রধানমন্ত্রী, সঙ্গী কপিল দেব - NEW ZEALAND PM CHRISTOPHER LUXON

পাঁচদিনের ভারত সফরের চতুর্থদিন গলি ক্রিকেটে মজলেন কিউয়ি প্রধানমন্ত্রী ৷ নয়াদিল্লির রাস্তায় ক্রিস্টোফার লুক্সঁর সঙ্গী বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব ৷

CHRISTOPHER LUXON INDIA VISIT
ভারতে এসে গলি ক্রিকেটে মজলেন ক্রিস্টোফার লুক্সঁ (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : March 19, 2025 at 8:49 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 19 মার্চ: ক্রিকেটের প্রতি দু'দেশের আবেগ ভারত এবং নিউজিল্য়ান্ডকে একসূত্রে বেঁধেছে ৷ নয়াদিল্লিতে বুধবার খুদেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে সোশাল মিডিয়ায় তাঁর এমনই উপলব্ধির কথা লিখলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সঁ ৷ পাঁচদিনের ভারত সফরের চতুর্থদিন রাজধানীর রাস্তায় ইট দিয়ে উইকেট সাজিয়ে চার-ছক্কা হাঁকালেন নরেন্দ্র মোদির কাউন্টারপার্ট ৷ ঘোরালেন হাতও ৷ আর গলি ক্রিকেট তাঁর সঙ্গী হলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব, প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার রস টেলর, আজাজ প্যাটেল ৷

16 তারিখ ভারত সফরে পা রেখেছেন ক্রিস্টোফার লুক্সঁ ৷ ভারত এবং নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্যই তাঁর এদেশে আসা ৷ এদেশে পা দিয়ে গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন লুক্সঁ ৷ যেখানে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের হারিয়ে ভারতের তৃতীয়বার খেতাবজয়ের প্রসঙ্গ ওঠে ৷ যদিও নরেন্দ্র মোদি দু'জনের মধ্যে আলোচনায় এ বিষয়ে তাঁকে কোনও খোঁচা দেননি বলেই জানিয়েছেন লুক্সঁ ৷

পাল্টা তিনিও কয়েকমাস আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি বলে জানান কেন উইলিয়ামসনদের প্রধানমন্ত্রী ৷ লুক্সঁ বলেন, "আমি খুশি হয়েছি যে প্রধানমন্ত্রী মোদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে নিউজিল্যান্ডের হারের বিষয়টি আলোচনায় আনেননি ৷ আমিও ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজজয়ের ব্য়াপারে আর কিছু বলিনি ৷ এসব কূটনৈতিক ব্যাপার এড়িয়ে যাওয়াই শ্রেয় ৷"

ক্রিকেট ইস্যুতে ক্রিস্টোফার লুক্সঁর এই রসবোধে দর্শকমহলে হাসির রোল ওঠে ৷ চলতি মাসের 9 তারিখ নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দুবাইয়ের মাটিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব ঘরে তুলেছে ভারতীয় দল ৷ উল্লেখ্য, লুক্সঁর ভারত সফরে দু'দেশের প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্যের পাশাপাশি আলোচনার একটা বড় অংশে ছিল খেলধুলো ৷ কারণ, 2026 সালে ক্রীড়াক্ষেত্রে দু'দেশের সম্পর্কের শততম বর্ষপূর্তি ৷ সেকথা মাথায় রেখে ক্রীড়াক্ষেত্রে প্রশিক্ষণ, খেলোয়াড় আদান-প্রদান, ক্রীড়াবিজ্ঞানের মত বিভিন্ন বিষয়ে উন্নয়নের স্বার্থে দু'দেশের মধ্যে একটি মেমোরেন্ডাম অফ কো-অপারেশন স্বাক্ষর হয়েছে ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 19 মার্চ: ক্রিকেটের প্রতি দু'দেশের আবেগ ভারত এবং নিউজিল্য়ান্ডকে একসূত্রে বেঁধেছে ৷ নয়াদিল্লিতে বুধবার খুদেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে সোশাল মিডিয়ায় তাঁর এমনই উপলব্ধির কথা লিখলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সঁ ৷ পাঁচদিনের ভারত সফরের চতুর্থদিন রাজধানীর রাস্তায় ইট দিয়ে উইকেট সাজিয়ে চার-ছক্কা হাঁকালেন নরেন্দ্র মোদির কাউন্টারপার্ট ৷ ঘোরালেন হাতও ৷ আর গলি ক্রিকেট তাঁর সঙ্গী হলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব, প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার রস টেলর, আজাজ প্যাটেল ৷

16 তারিখ ভারত সফরে পা রেখেছেন ক্রিস্টোফার লুক্সঁ ৷ ভারত এবং নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্যই তাঁর এদেশে আসা ৷ এদেশে পা দিয়ে গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন লুক্সঁ ৷ যেখানে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের হারিয়ে ভারতের তৃতীয়বার খেতাবজয়ের প্রসঙ্গ ওঠে ৷ যদিও নরেন্দ্র মোদি দু'জনের মধ্যে আলোচনায় এ বিষয়ে তাঁকে কোনও খোঁচা দেননি বলেই জানিয়েছেন লুক্সঁ ৷

পাল্টা তিনিও কয়েকমাস আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি বলে জানান কেন উইলিয়ামসনদের প্রধানমন্ত্রী ৷ লুক্সঁ বলেন, "আমি খুশি হয়েছি যে প্রধানমন্ত্রী মোদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে নিউজিল্যান্ডের হারের বিষয়টি আলোচনায় আনেননি ৷ আমিও ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজজয়ের ব্য়াপারে আর কিছু বলিনি ৷ এসব কূটনৈতিক ব্যাপার এড়িয়ে যাওয়াই শ্রেয় ৷"

ক্রিকেট ইস্যুতে ক্রিস্টোফার লুক্সঁর এই রসবোধে দর্শকমহলে হাসির রোল ওঠে ৷ চলতি মাসের 9 তারিখ নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দুবাইয়ের মাটিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব ঘরে তুলেছে ভারতীয় দল ৷ উল্লেখ্য, লুক্সঁর ভারত সফরে দু'দেশের প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্যের পাশাপাশি আলোচনার একটা বড় অংশে ছিল খেলধুলো ৷ কারণ, 2026 সালে ক্রীড়াক্ষেত্রে দু'দেশের সম্পর্কের শততম বর্ষপূর্তি ৷ সেকথা মাথায় রেখে ক্রীড়াক্ষেত্রে প্রশিক্ষণ, খেলোয়াড় আদান-প্রদান, ক্রীড়াবিজ্ঞানের মত বিভিন্ন বিষয়ে উন্নয়নের স্বার্থে দু'দেশের মধ্যে একটি মেমোরেন্ডাম অফ কো-অপারেশন স্বাক্ষর হয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.