ETV Bharat / sports

দ্রাবিড় জমানা শেষ, উত্তরসূরি দায়িত্ব নেবেন দ্বীপরাষ্ট্র সফরে - Team India Head Coach

New Head Coach to Take Charge from Sri Lanka Series: টি-20 বিশ্বকাপ শেষ হতেই দ্রাবিড়ীয় যুগের অবসান ঘটেছে ৷ হেডস্যরের হাতে গুরুদক্ষিণা হিসাবে রোহিত-বিরাটরা তুলেছেন ওয়ার্ল্ডকাপ ট্রফি ৷ তাঁর উত্তরসূরি কে হবেন ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 11:55 AM IST

Jay Shah Says New Head Coach to Take Charge from Sri Lanka Series
জয়ের পর রাহুল দ্রাবিড়কে নিয়ে উচ্ছ্বাস ভারতীয় দলের (আইসিসি এক্স)

ব্রিজটাউন, 1 জুলাই: বার্বাডোজে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিন মহারথী ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও আর দেখা যাবে না ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ীয় জামানায় ইতি ঘটেছে ৷ নতুন কোচ দায়িত্ব নেবেন জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে ৷ সোমবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

আগামী 27 জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতের শ্রীলঙ্কা সফর ৷ দ্বীপরাষ্ট্রে তিনটি টি-20 ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তার আগে 6 জুলাই থেকে জিম্বাবোয়ে সফর রয়েছে টিম ইন্ডিয়ার ৷ এই দলের সঙ্গে কোচ হিসাবে যোগ দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তবে শ্রীলঙ্কা সফর থেকে নতুন পাবে 'মেন ইন ব্লু' ৷ তবে রাহুল জমানার পরবর্তী ব্যাটন কাঁর হাতে তুলে দেওয়া হবে, তা খোলসা করেননি বোর্ড সচিব ৷ ভারতের শ্রীলঙ্কা সফর 27 জুলাই থেকে 7 অগস্ট ৷

শনিবারই বার্বাডোজে টি-20 বিশ্বকাপ ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার সম্ভাবনায় বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় এখনও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই রয়েছেন রোহিত-বিরাটরা ৷ সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ৷ ওয়েস্ট ইন্ডিজে থেকেই বোর্ড সচিব জানান, নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। মুম্বই ফিরে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের জিম্বাবোয়ে সফর ৷ এখানে কোচ হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তারপর শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সাক্ষাৎকার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ দু'টি নাম শর্ট লিস্ট করা হয়েছে বলে বোর্ড সুত্রের খবর ৷ বোর্ড সচিব তাঁদের নাম না-বললেও মনে করা হচ্ছেন, প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের কোচ ডব্লিউভি রমন ৷ বড় কোনও পরিবর্তন না-হলে ভারতীয় কোচের দায়িত্ব পেতে চলেছেন গম্ভীর। তারপর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ-সহ বাকি সাপোর্ট স্টাফদের বেছে নেওয়া হবে।

ব্রিজটাউন, 1 জুলাই: বার্বাডোজে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিন মহারথী ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও আর দেখা যাবে না ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ীয় জামানায় ইতি ঘটেছে ৷ নতুন কোচ দায়িত্ব নেবেন জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে ৷ সোমবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

আগামী 27 জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতের শ্রীলঙ্কা সফর ৷ দ্বীপরাষ্ট্রে তিনটি টি-20 ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তার আগে 6 জুলাই থেকে জিম্বাবোয়ে সফর রয়েছে টিম ইন্ডিয়ার ৷ এই দলের সঙ্গে কোচ হিসাবে যোগ দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তবে শ্রীলঙ্কা সফর থেকে নতুন পাবে 'মেন ইন ব্লু' ৷ তবে রাহুল জমানার পরবর্তী ব্যাটন কাঁর হাতে তুলে দেওয়া হবে, তা খোলসা করেননি বোর্ড সচিব ৷ ভারতের শ্রীলঙ্কা সফর 27 জুলাই থেকে 7 অগস্ট ৷

শনিবারই বার্বাডোজে টি-20 বিশ্বকাপ ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার সম্ভাবনায় বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় এখনও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই রয়েছেন রোহিত-বিরাটরা ৷ সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ৷ ওয়েস্ট ইন্ডিজে থেকেই বোর্ড সচিব জানান, নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। মুম্বই ফিরে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের জিম্বাবোয়ে সফর ৷ এখানে কোচ হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তারপর শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সাক্ষাৎকার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ দু'টি নাম শর্ট লিস্ট করা হয়েছে বলে বোর্ড সুত্রের খবর ৷ বোর্ড সচিব তাঁদের নাম না-বললেও মনে করা হচ্ছেন, প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও প্রাক্তন ভারতীয় মহিলা দলের কোচ ডব্লিউভি রমন ৷ বড় কোনও পরিবর্তন না-হলে ভারতীয় কোচের দায়িত্ব পেতে চলেছেন গম্ভীর। তারপর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ-সহ বাকি সাপোর্ট স্টাফদের বেছে নেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.