ETV Bharat / sports

বল বিকৃতি খলিল-রুতুরাজের ! আইপিএল থেকে চেন্নাইকে পুনরায় নির্বাসনের দাবি - IPL 2025

সোমবার সকাল থেকে একটি ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে ৷ যা দেখে দুই চেন্নাই ক্রিকেটারকে বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত করছে নেটপাড়া ৷ দেখুন সেই ভিডিয়ো ৷

KHALEEL AHMED AND RUTURAJ GAIKWAD
খলিল আহমেদ ও রুতুরাজ গায়কোয়াড় (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 24, 2025 at 1:29 PM IST

2 Min Read

চেন্নাই, 24 মার্চ: জয় দিয়ে অষ্টাদশ আইপিএলে রবিবার অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস ৷ 'আইপিএল ক্লাসিকো'য় মুম্বই ইন্ডিয়ান্সকে ইয়েলো ব্রিগেড হারিয়েছে চার উইকেটে ৷ কিন্তু চেন্নাইয়ের সেই ম্যাচ জয়ে মিশে রইল বল বিকৃতির মত বড়সড় বিতর্ক ৷ সোমবার সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে চেন্নাই পেসার খলিল আহমেদ এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বল বিকৃতি করছেন বলে নেটপাড়ার একাংশের অভিযোগ (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

রবিবার 'আইপিএল ক্লাসিকো'য় মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনকে ফিরিয়ে প্রাথমিক ধাক্কাটা দেন খলিলই ৷ পরবর্তীতে আরও একটি উইকেট যায় রাজস্থান পেসারের ঝুলিতে ৷ কিন্তু সেই বাঁ-হাতি পেসারের বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে রান-আপ শুরু করার আগে পকেট থেকে কিছু একটা বার করছেন খলিল ৷ এরপর অধিনায়ককে ডেকে তা হাতবদল করে দিচ্ছেন তিনি ৷ আর এই ভিডিয়ো দেখেই অনুরাগীরা দু'জনকে বল বিকৃতিতে অভিযুক্ত করছেন ৷ যদিও এ ব্য়াপারে কোনও অভিযোগ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স বা ম্যাচ অফিসিয়ালদের তরফে আসেনি ৷

এই ভিডিয়ো সামনে আসার পর স্বভাবতই ক্ষুব্ধ মুম্বই কিংবা অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজির অনুরাগীরা ৷ অনুরাগীমহলে পুনরায় চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বার করে দেওয়ার দাবি উঠছে ৷ উল্লেখ্য, মালিকপক্ষ ম্য়াচ গড়াপেটাকাণ্ডে যুক্ত থাকায় দু'বছর (2016, 2017) আইপিএলে নির্বাসনে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে ৷ অনেকে আবার বিসিসিআই'য়ের কাছে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন ৷ সত্যিই কী বল বিকৃতির মত কিছু ঘটেছিল গতকালের ম্য়াচে ? তা অবশ্য স্পষ্ট নয় ৷ আগামীতে এ ব্য়াপারে জল আদৌ গড়ায় কি না, সেদিকে অবশ্যই নজর থাকবে ৷

রবিবার চিপকে হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্য়াট করে 20 ওভারে নয় উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ৷ সর্বাধিক 31 রান আসে তিলক বর্মার ব্যাটে ৷ 29 রান করে সূর্যকুমার আউট হন মহেন্দ্র সিং ধোনির দুর্ধর্ষ স্টাম্পিংয়ে ৷ চেন্নাইয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল আফগান স্পিনার নূর আহমেদ ৷ বাঁ-হাতি স্পিনার নেন চার উইকেট ৷ খলিল আহমেদের ঝুলিতে যায় তিন উইকেট ৷ জবাবে পাঁচ বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় সিএসকে ৷ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 45 বলে 65 রানে অপরাজিত ওপেনার রাচিন রবীন্দ্র ৷ অধিনায়ক রুতুরাজ খেলেন 26 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস ৷

আরও পড়ুন :

চেন্নাই, 24 মার্চ: জয় দিয়ে অষ্টাদশ আইপিএলে রবিবার অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস ৷ 'আইপিএল ক্লাসিকো'য় মুম্বই ইন্ডিয়ান্সকে ইয়েলো ব্রিগেড হারিয়েছে চার উইকেটে ৷ কিন্তু চেন্নাইয়ের সেই ম্যাচ জয়ে মিশে রইল বল বিকৃতির মত বড়সড় বিতর্ক ৷ সোমবার সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে চেন্নাই পেসার খলিল আহমেদ এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বল বিকৃতি করছেন বলে নেটপাড়ার একাংশের অভিযোগ (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

রবিবার 'আইপিএল ক্লাসিকো'য় মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনকে ফিরিয়ে প্রাথমিক ধাক্কাটা দেন খলিলই ৷ পরবর্তীতে আরও একটি উইকেট যায় রাজস্থান পেসারের ঝুলিতে ৷ কিন্তু সেই বাঁ-হাতি পেসারের বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে রান-আপ শুরু করার আগে পকেট থেকে কিছু একটা বার করছেন খলিল ৷ এরপর অধিনায়ককে ডেকে তা হাতবদল করে দিচ্ছেন তিনি ৷ আর এই ভিডিয়ো দেখেই অনুরাগীরা দু'জনকে বল বিকৃতিতে অভিযুক্ত করছেন ৷ যদিও এ ব্য়াপারে কোনও অভিযোগ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স বা ম্যাচ অফিসিয়ালদের তরফে আসেনি ৷

এই ভিডিয়ো সামনে আসার পর স্বভাবতই ক্ষুব্ধ মুম্বই কিংবা অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজির অনুরাগীরা ৷ অনুরাগীমহলে পুনরায় চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বার করে দেওয়ার দাবি উঠছে ৷ উল্লেখ্য, মালিকপক্ষ ম্য়াচ গড়াপেটাকাণ্ডে যুক্ত থাকায় দু'বছর (2016, 2017) আইপিএলে নির্বাসনে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে ৷ অনেকে আবার বিসিসিআই'য়ের কাছে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন ৷ সত্যিই কী বল বিকৃতির মত কিছু ঘটেছিল গতকালের ম্য়াচে ? তা অবশ্য স্পষ্ট নয় ৷ আগামীতে এ ব্য়াপারে জল আদৌ গড়ায় কি না, সেদিকে অবশ্যই নজর থাকবে ৷

রবিবার চিপকে হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্য়াট করে 20 ওভারে নয় উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ৷ সর্বাধিক 31 রান আসে তিলক বর্মার ব্যাটে ৷ 29 রান করে সূর্যকুমার আউট হন মহেন্দ্র সিং ধোনির দুর্ধর্ষ স্টাম্পিংয়ে ৷ চেন্নাইয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল আফগান স্পিনার নূর আহমেদ ৷ বাঁ-হাতি স্পিনার নেন চার উইকেট ৷ খলিল আহমেদের ঝুলিতে যায় তিন উইকেট ৷ জবাবে পাঁচ বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় সিএসকে ৷ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 45 বলে 65 রানে অপরাজিত ওপেনার রাচিন রবীন্দ্র ৷ অধিনায়ক রুতুরাজ খেলেন 26 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস ৷

আরও পড়ুন :

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.