ETV Bharat / sports

নব্বইয়ের স্বপ্ন ছুঁয়েও দোহায় শীর্ষস্থান অধরা সোনার ছেলে নীরজের - NEERAJ CHOPRA BREAKS 90M JINX

অবশেষে নব্বই মিটারের গণ্ডি ছুঁয়ে দোহা ডায়মন্ড লিগে কেরিয়ার বেস্ট থ্রো করলেন নীরজ । কিন্তু তাঁকে পিছনে ফেললেন ওয়েবার ।

NEERAJ CHOPRA
নীরজ চোপড়া (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 17, 2025 at 1:17 AM IST

2 Min Read

দোহা, 17মে: সোনা-সহ অলিম্পিক্সে জোড়া পদক । ব্যক্তিগত স্তরে দেশের সবচেয়ে সফল অলিম্পিয়ান । কেরিয়ারজুড়ে মণিমানিক্য কম কিছু নেই । কিন্তু এতদিন ধরে নীরজ চোপড়াকে একটি আক্ষেপ কুুড়ে কুড়ে খেত । তা হল 90 মিটারের ল্যান্ডমার্ক ছুঁতে না-পারা । 2025 সিজন ওপেনারেই বহু প্রতীক্ষিত সেই আকাঙ্খা পূরণ হল সোনার ছেলের । দোহা ডায়মন্ড লিগে শুক্রবার 90.23 মিটার বর্শা ছুড়লেন নীরজ । তবে স্বপ্ন ছুঁয়েও পোডিয়াম শীর্ষে ফিনিশ করা হল না তাঁর । দোহা ডায়মন্ড লিগে নীরজ থামলেন দ্বিতীয়স্থানে ।

জার্মানির জুলিয়ান ওয়েবারের কাছে পরাস্ত হয়ে দোহায় দু'নম্বরে থামলেন নীরজ । ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ঐতিহাসিক থ্রো ম্লান করে পোডিয়াম শীর্ষে ফিনিশ করার পথে জার্মানির অ্যাথলিট ছুড়লেন 91.06 মিটার। যা ওয়েবারেরও ব্যক্তিগত সেরা থ্রো । এদিন তৃতীয় প্রচেষ্টায় কেরিয়ারের সেরা থ্রো আসে নীরজের থেকে । বিশ্বের 25তম অ্যাথলিট হিসেবে 90 মিটারে গণ্ডি এদিন স্পর্শ করলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ।

এর আগে একাধিকবার 90 মিটারের খুব কাছাকাছি পৌঁছেও নিরাশ হতে হয়েছিল সোনার ছেলেকে । এতদিন নীরজের ব্যক্তিগত সেরা ছিল 89.94 মিটার । যা তিন বছর আগে স্টকহোম ডায়মন্ড লিগে ছুড়েছিলেন তিনি । গতবছর লুসানে ডায়মন্ড লিগেও 89.49 মিটারে থেমেছিলেন পানিপথের ছেলে । প্যারিসে 89.45 মিটার ছুড়ে রুপো জিতেছিলেন নীরজ । অবশেষে শুক্রবার হল লক্ষ্যপূরণ ।

এদিন জার্মানির প্রতিদ্বন্দ্বীর ফাইনাল থ্রোয়ের আগে পর্যন্ত শীর্ষেই ছিলেন নীরজ । অন্তিম থ্রোয়ে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের মুখের গ্রাস কেড়ে নেন জার্মান কাউন্টার পার্ট । 85.64 মিটার ছুড়ে তৃতীয়স্থানে শেষ করেন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্যান্ডারসন পিটার্স । ভারতের আরেক প্রতিযোগী কিশোর জেনা শেষ করেছেন অষ্টমস্থানে ।

আরও পড়ুন:

দোহা, 17মে: সোনা-সহ অলিম্পিক্সে জোড়া পদক । ব্যক্তিগত স্তরে দেশের সবচেয়ে সফল অলিম্পিয়ান । কেরিয়ারজুড়ে মণিমানিক্য কম কিছু নেই । কিন্তু এতদিন ধরে নীরজ চোপড়াকে একটি আক্ষেপ কুুড়ে কুড়ে খেত । তা হল 90 মিটারের ল্যান্ডমার্ক ছুঁতে না-পারা । 2025 সিজন ওপেনারেই বহু প্রতীক্ষিত সেই আকাঙ্খা পূরণ হল সোনার ছেলের । দোহা ডায়মন্ড লিগে শুক্রবার 90.23 মিটার বর্শা ছুড়লেন নীরজ । তবে স্বপ্ন ছুঁয়েও পোডিয়াম শীর্ষে ফিনিশ করা হল না তাঁর । দোহা ডায়মন্ড লিগে নীরজ থামলেন দ্বিতীয়স্থানে ।

জার্মানির জুলিয়ান ওয়েবারের কাছে পরাস্ত হয়ে দোহায় দু'নম্বরে থামলেন নীরজ । ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ঐতিহাসিক থ্রো ম্লান করে পোডিয়াম শীর্ষে ফিনিশ করার পথে জার্মানির অ্যাথলিট ছুড়লেন 91.06 মিটার। যা ওয়েবারেরও ব্যক্তিগত সেরা থ্রো । এদিন তৃতীয় প্রচেষ্টায় কেরিয়ারের সেরা থ্রো আসে নীরজের থেকে । বিশ্বের 25তম অ্যাথলিট হিসেবে 90 মিটারে গণ্ডি এদিন স্পর্শ করলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ।

এর আগে একাধিকবার 90 মিটারের খুব কাছাকাছি পৌঁছেও নিরাশ হতে হয়েছিল সোনার ছেলেকে । এতদিন নীরজের ব্যক্তিগত সেরা ছিল 89.94 মিটার । যা তিন বছর আগে স্টকহোম ডায়মন্ড লিগে ছুড়েছিলেন তিনি । গতবছর লুসানে ডায়মন্ড লিগেও 89.49 মিটারে থেমেছিলেন পানিপথের ছেলে । প্যারিসে 89.45 মিটার ছুড়ে রুপো জিতেছিলেন নীরজ । অবশেষে শুক্রবার হল লক্ষ্যপূরণ ।

এদিন জার্মানির প্রতিদ্বন্দ্বীর ফাইনাল থ্রোয়ের আগে পর্যন্ত শীর্ষেই ছিলেন নীরজ । অন্তিম থ্রোয়ে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের মুখের গ্রাস কেড়ে নেন জার্মান কাউন্টার পার্ট । 85.64 মিটার ছুড়ে তৃতীয়স্থানে শেষ করেন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্যান্ডারসন পিটার্স । ভারতের আরেক প্রতিযোগী কিশোর জেনা শেষ করেছেন অষ্টমস্থানে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.