ETV Bharat / sports

নভদীপের রুপো বদলে গেল সোনায়, প্যারালিম্পিক্সে ভারতের পদকসংখ্যা 29 - Paris Paralympics 2024

Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে ফের সোনা জিতল ভারত ৷ নভদীপ সিংয়ের হাত ধরে প্য়ারিসে এল সপ্তম সোনা ৷ এফ 41 জ্যাভলিন থ্রো’য়ে সেরা হয়েছেন নভদীপ ৷ প্যারালিম্পিক্সে এই ইভেন্টে এটিই ভারতের প্রথম পদক ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 8, 2024, 6:41 AM IST

Updated : Sep 8, 2024, 6:51 AM IST

Navdeep Singhs silver upgraded to gold in men's javelin throw F41
জ্যাভলিনে সোনা জিতলেন নভদীপ (এক্স)

প্যারিস, 8 সেপ্টেম্বর: প্যারালিম্পিক্সে পদক সংখ্যায় আগেই নজির গড়েছে ভারত ৷ সেই সংখ্যাটাই প্রতিদিন বাড়ছে ৷ শনিবার রাতে আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে । পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিংহ । প্রথমে তিনি অবশ্য রুপো জিতেছিলেন । পরে ইরানের সাদেঘ বেইট সায়াহ’র সোনা বাতিল হওয়ায় সোনা জেতেন নভদীপ।

23 বছরের নভদীপ টোকিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য় পোডিয়ামে উঠতে পারেননি ৷ চার বছর আগে চতুর্থ হয়ে পদক তালিকা থেকে ছিটকে যান ৷ শনিবার সেই ভুল আর করেননি ৷ প্রথম থ্রো ফাউল হওয়ার পর দ্বিতীয় থ্রো’তে (46.39 মিটার) পদক জয়ের দৌড়ে ঢুকে পড়েন ৷ তৃতীয় থ্রো (47.32 মিটার) ছোড়েন তিনি ৷ নিজের কেরিয়ারে সেরা থ্রো’য়ে রুপো পান হরিয়ানার জ্যাভলার ৷ পরে অবশ্য সাদেঘ বেইট সায়াহকে বাতিল করে দেয় প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ ৷ ফলে সোনা জেতেন নভদীপ ৷

এতদিন পর্যন্ত প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড ছিল চিনের পেংজিয়াং সানের দখলে । শনিবার তা টপকে যান নভদীপ ৷ তারপরেই নভদীপের রেকর্ড ভেঙে দেন সায়াহ ৷ তিনি বাতিল হওয়ায় অবশ্য প্যারালিম্পিক্স এফ 41 ইভেন্টের বিশ্বরেকর্ড এখন নভদীপের দখলে ৷

কেন বাতিল সাদেঘ বেইট সায়াহ ?

সোনাজয়ের পর উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন ইরানের জ্য়াভলার ৷ পরে প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানিয়ে দেয়, অলিম্পিক্সের ধারা 8.1 অনুযায়ী অখেলোয়াড়চিত বা অন্যায্য আচরণের জন্য তাঁকে বাতিল করা হয়েছে ৷ একই সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে ৷ একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনা জিতে দেশের পতাকা নয়, একটি বিশেষ গোষ্ঠীর পতাকা হাতে নিয়ে প্রদর্শন করছেন বেইট সায়াহ ৷ সেটি যে গোষ্ঠীর পতাকা, একাধিক দেশ তাকে ‘জঙ্গিগোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে ৷ একাধিক রিপোর্টে দাবি, সে কারণেই বাতিল করে দেওয়া হয়েছে তাঁর সোনা ৷

আরও পড়ুন:

প্যারিস, 8 সেপ্টেম্বর: প্যারালিম্পিক্সে পদক সংখ্যায় আগেই নজির গড়েছে ভারত ৷ সেই সংখ্যাটাই প্রতিদিন বাড়ছে ৷ শনিবার রাতে আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে । পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিংহ । প্রথমে তিনি অবশ্য রুপো জিতেছিলেন । পরে ইরানের সাদেঘ বেইট সায়াহ’র সোনা বাতিল হওয়ায় সোনা জেতেন নভদীপ।

23 বছরের নভদীপ টোকিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য় পোডিয়ামে উঠতে পারেননি ৷ চার বছর আগে চতুর্থ হয়ে পদক তালিকা থেকে ছিটকে যান ৷ শনিবার সেই ভুল আর করেননি ৷ প্রথম থ্রো ফাউল হওয়ার পর দ্বিতীয় থ্রো’তে (46.39 মিটার) পদক জয়ের দৌড়ে ঢুকে পড়েন ৷ তৃতীয় থ্রো (47.32 মিটার) ছোড়েন তিনি ৷ নিজের কেরিয়ারে সেরা থ্রো’য়ে রুপো পান হরিয়ানার জ্যাভলার ৷ পরে অবশ্য সাদেঘ বেইট সায়াহকে বাতিল করে দেয় প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ ৷ ফলে সোনা জেতেন নভদীপ ৷

এতদিন পর্যন্ত প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড ছিল চিনের পেংজিয়াং সানের দখলে । শনিবার তা টপকে যান নভদীপ ৷ তারপরেই নভদীপের রেকর্ড ভেঙে দেন সায়াহ ৷ তিনি বাতিল হওয়ায় অবশ্য প্যারালিম্পিক্স এফ 41 ইভেন্টের বিশ্বরেকর্ড এখন নভদীপের দখলে ৷

কেন বাতিল সাদেঘ বেইট সায়াহ ?

সোনাজয়ের পর উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন ইরানের জ্য়াভলার ৷ পরে প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানিয়ে দেয়, অলিম্পিক্সের ধারা 8.1 অনুযায়ী অখেলোয়াড়চিত বা অন্যায্য আচরণের জন্য তাঁকে বাতিল করা হয়েছে ৷ একই সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে ৷ একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনা জিতে দেশের পতাকা নয়, একটি বিশেষ গোষ্ঠীর পতাকা হাতে নিয়ে প্রদর্শন করছেন বেইট সায়াহ ৷ সেটি যে গোষ্ঠীর পতাকা, একাধিক দেশ তাকে ‘জঙ্গিগোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে ৷ একাধিক রিপোর্টে দাবি, সে কারণেই বাতিল করে দেওয়া হয়েছে তাঁর সোনা ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 8, 2024, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.