ETV Bharat / sports

নতুন মরশুমের আগে বড়সড় রদবদল, নয়া মালিকানা পাচ্ছে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি - IPL 2025

2025 আইপিএল শুরুর আগেই এই ফ্র্য়াঞ্চাইজির মালিকানায় বড়সড় পরিবর্তন ৷ আপাতত আইপিএল গভর্নিং কাউন্সিলের সিলমোহরের অপেক্ষা ৷

GUJARAT TITANS
আইপিএলের একটি ফ্র্য়াঞ্চাইজিতে আসছে নয়া মালিকানা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 11, 2025 at 4:58 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: নতুন মরশুমের আগে নয়া মালিকানা পাচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৷ পূর্বতন মালিক সংস্থার থেকে বড় অংশের শেয়ার কিনে নেওয়ার পথে এক বহুজাতিক সংস্থা ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের সবুজ সঙ্কেতের পেলেই দিনের আলো দেখবে এই চুক্তি ৷

2021 সালে আইপিএলের দুই নয়া ফ্র্য়াঞ্চাইজির অন্যতম গুজরাত টাইটান্স কিনেছিল সিভিসি ক্যাপিটাল পার্টনার্স ৷ পূর্বতন সংস্থার থেকে ফ্র্য়াঞ্চাইজির 67 শতাংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ মালিকানা হাতবদল হয়ে যাচ্ছে আমেদাবাদের টরেন্ট গ্রুপের হাতে ৷ আগামী 21 মার্চ আইপিএলের নয়া মরশুম শুরুর আগে সম্পূর্ণ চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে ৷ আইপিএলের এক বিশ্বস্ত সূত্রের তরফে সংবাদসংস্থা পিটিআই'কে এ ব্য়াপারে নিশ্চিত করা হয়েছে ৷

সংশ্লিষ্ট সূত্রের তরফে সংবাদসংস্থাকে বলা হয়েছে, "টরেন্ট গ্রুপের হাতে গুজরাত টাইটান্সের দুই তৃতীয়াংশ মালিকানা যাওয়ার বিষয়টি অ্যাডভান্স স্টেজে রয়েছে ৷ 2025 সালের ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজির একমাত্র মালিক হিসেবে সিভিসি গ্রুপের মেয়াদ শেষ হতে চলেছে ৷ এরপর শেয়ার হস্তান্তর করার ব্যাপারে আর কোনও বাধা থাকবে না ৷" দেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম বড় নাম টরেন্ট গ্রুপ ৷ 2021 সালেও আইপিএলে নয়া দল কেনার ব্য়াপারে বিপুল আগ্রহ দেখিয়েছিল এই সংস্থা ৷ কিন্তু সেবার প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি ৷ এবার টরেন্ট গ্রুপের লক্ষ্যপূরণ হওয়ার পথে ৷ তবে মালিকানায় বদল আনতে হলে বোর্ডের অনুমতি যেহেতু প্রয়োজন, আপাতত তারই অপেক্ষা ৷ তবে খুব শীঘ্রই সেই অনুমোদন চলে আসবে বলেও সংশ্লিষ্ট সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে ৷

বর্তমানে ফ্র্যাঞ্চাইজির সর্বমোট ভ্যালুয়েশন জানা না-গেলেও 2021 সালে 5,625 কোটি টাকায় গুজরাত টাইটান্স কিনেছিল সিভিসি গ্রুপ ৷ আর 2022 সালে আত্মপ্রকাশেই ট্রফি ঘরে তুলেছিল তাঁরা ৷ 2023 সালে ফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল তাঁদের ৷ গতবছর অবশ্য শুভমন গিলের নেতৃত্বে আটে শেষ করেছিল তাঁরা ৷ চলতি মরশুমের আগে তারকা আফগান স্পিনার রশিদ খানকে রিটেইন করেছিল তাঁরা ৷ মেগা নিলামে জস বাটলার, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাদার মত তারকা ক্রিকেটারদের কিনেছে এই ফ্র্য়াঞ্চাইজি ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: নতুন মরশুমের আগে নয়া মালিকানা পাচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৷ পূর্বতন মালিক সংস্থার থেকে বড় অংশের শেয়ার কিনে নেওয়ার পথে এক বহুজাতিক সংস্থা ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের সবুজ সঙ্কেতের পেলেই দিনের আলো দেখবে এই চুক্তি ৷

2021 সালে আইপিএলের দুই নয়া ফ্র্য়াঞ্চাইজির অন্যতম গুজরাত টাইটান্স কিনেছিল সিভিসি ক্যাপিটাল পার্টনার্স ৷ পূর্বতন সংস্থার থেকে ফ্র্য়াঞ্চাইজির 67 শতাংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ মালিকানা হাতবদল হয়ে যাচ্ছে আমেদাবাদের টরেন্ট গ্রুপের হাতে ৷ আগামী 21 মার্চ আইপিএলের নয়া মরশুম শুরুর আগে সম্পূর্ণ চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে ৷ আইপিএলের এক বিশ্বস্ত সূত্রের তরফে সংবাদসংস্থা পিটিআই'কে এ ব্য়াপারে নিশ্চিত করা হয়েছে ৷

সংশ্লিষ্ট সূত্রের তরফে সংবাদসংস্থাকে বলা হয়েছে, "টরেন্ট গ্রুপের হাতে গুজরাত টাইটান্সের দুই তৃতীয়াংশ মালিকানা যাওয়ার বিষয়টি অ্যাডভান্স স্টেজে রয়েছে ৷ 2025 সালের ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজির একমাত্র মালিক হিসেবে সিভিসি গ্রুপের মেয়াদ শেষ হতে চলেছে ৷ এরপর শেয়ার হস্তান্তর করার ব্যাপারে আর কোনও বাধা থাকবে না ৷" দেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম বড় নাম টরেন্ট গ্রুপ ৷ 2021 সালেও আইপিএলে নয়া দল কেনার ব্য়াপারে বিপুল আগ্রহ দেখিয়েছিল এই সংস্থা ৷ কিন্তু সেবার প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি ৷ এবার টরেন্ট গ্রুপের লক্ষ্যপূরণ হওয়ার পথে ৷ তবে মালিকানায় বদল আনতে হলে বোর্ডের অনুমতি যেহেতু প্রয়োজন, আপাতত তারই অপেক্ষা ৷ তবে খুব শীঘ্রই সেই অনুমোদন চলে আসবে বলেও সংশ্লিষ্ট সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে ৷

বর্তমানে ফ্র্যাঞ্চাইজির সর্বমোট ভ্যালুয়েশন জানা না-গেলেও 2021 সালে 5,625 কোটি টাকায় গুজরাত টাইটান্স কিনেছিল সিভিসি গ্রুপ ৷ আর 2022 সালে আত্মপ্রকাশেই ট্রফি ঘরে তুলেছিল তাঁরা ৷ 2023 সালে ফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল তাঁদের ৷ গতবছর অবশ্য শুভমন গিলের নেতৃত্বে আটে শেষ করেছিল তাঁরা ৷ চলতি মরশুমের আগে তারকা আফগান স্পিনার রশিদ খানকে রিটেইন করেছিল তাঁরা ৷ মেগা নিলামে জস বাটলার, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাদার মত তারকা ক্রিকেটারদের কিনেছে এই ফ্র্য়াঞ্চাইজি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.