চেন্নাই, 23 মার্চ: ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত স্টাম্পিংয়ের নজির রয়েছে তাঁর নামেই ৷ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্য়াচে কিমো পলকে 0.08 সেকেন্ডে স্টাম্প-আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ বাইশ গজে উইকেটকিপিংকে যদি প্রতিষ্ঠান ধরা হয়, মাহিকে সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বললে কোনও ভুল হবে না ৷ তেতাল্লিশের ধোনির আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে যাঁরা ভ্রূ কুঁচকেছিলেন, রবিবার চেন্নাই জার্সিতে আইপিএলের প্রথম ম্য়াচে সেইসব নিন্দুকদের ফের একবার জবাব দিলেন রাঁচির বাসিন্দা ৷ নিজের তৈরি রেকর্ড ভাঙতে না-পারলেও 'বুড়ো' মাহির স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা যে এতটুকু কমেনি, বুঝিয়ে দিলেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক ৷
সাধারণত মানুষ পলক ফেলতে গড়ে 0.1-0.4 সেকেন্ড সময় নেয় ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন সূর্যকুমার যাদবকে ধোনি স্টাম্প করলেন সেই সময়ের মধ্যেই ৷ গ্লাভসে বল ধরে স্টাম্প ভাঙতে জোড়া বিশ্বজয়ী অধিনায়ক খরচ করলেন মাত্র 0.12 সেকেন্ড ৷ যা দেখে তাজ্জব নেটদুনিয়া ৷ যদিও মাহির এমন স্টাম্পিং খুব একটা নতুন কিছু নয় ৷ তবু সোশাল মিডিয়ায় এদিন তা ভাইরাল হল নিমেষে ৷ বুড়ো হাড়ে ধোনির ভেলকি দেখে মুগ্ধ হলেন অনুরাগীরা ৷
Stumping in 0.12 seconds. At 43, Thala is still the king behind the stumps. Today's best. #Dhoni #CSKvsMI #msdhoniipl #Dhoni pic.twitter.com/sDpvkJH6xv
— Kumar Simon (@Kumar_Simon_) March 23, 2025
একাদশ ওভারে তখন আফগান বাঁ-হাতি স্পিনার নূর আহমেদের বল খেলছেন ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার ৷ ওভারের তৃতীয় বল ক্রিজের খানিকটা বাইরে এসে খেলতে গিয়ে ঠকে যান 'স্কাই' ৷ পলকের মধ্যে সেই বল ধরে স্টাম্প ভেঙে দেন ধোনি ৷ লেগ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলেও অপেক্ষা করেননি মুম্বই অধিনায়ক ৷ সোজা ডাগআউটের উদ্দেশে হাঁটা লাগান তিনি ৷ এরপর ধোনিস্তুতিতে মেতে ওঠে সোশাল মিডিয়া ৷ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অফিসিয়াল এক্স হ্য়ান্ডলে ধোনির স্টাম্পিংয়ের ছবি পোস্ট করে লেখা হয়, "পলক ফেললেই মিস ৷ তড়িৎ গতিতে ধোনির স্টাম্পিং সূর্যকুমার যাদবের বড় উইকেট এনে দিল সিএসকে'কে ৷" কেউ লেখেন, "সময় বদলায় কিন্তু ধোনির রিফ্লেক্স একই রয়ে যায় ৷"
Blink and you miss! 😮
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
A lightning-quick stumping from MS Dhoni gives #CSK the huge wicket of Surya Kumar Yadav 👏
Updates ▶ https://t.co/QlMj4G7kV0#TATAIPL | #CSKvMI | @ChennaiIPL | @msdhoni pic.twitter.com/XDVZf8qxXI
প্রথমে ব্য়াট করে এদিন 20 ওভারে নয় উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ৷ সর্বাধিক 31 রান করেন তিলক বর্মা ৷ 29 রান আসে সূর্যর ব্য়াটে ৷ শেষদিকে 28 রানে অপরাজিত থেকে যান দীপক চাহার ৷ চেন্নাইয়ের হয়ে সর্বাধিক চার উইকেট নূর আহমেদের ৷ তিন উইকেট যায় খলিল আহমেদের ঝুলিতে ৷