কলকাতা, 12 এপ্রিল: লিগ শিল্ড জয়ের পরে এবার আইএসএল কাপের রংও সবুজ মেরুন । ওস্তাদের মার শেষ রাতে । নির্ধারিত সময়ে নয়, আইএসএল কাপ জয়ের স্বপ্নের গোল এল অতিরিক্ত সময়ে । গ্রেগ স্টুয়ার্টের বাড়ানো বল ধরে জয়সূচক গোল জেমি ম্যাকলারেনের । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 2-1 গোলে জিতে আইএসএল কাপ মোহনবাগান সুপারজায়ান্টের ।
মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে গোল করেন জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন । বেঙ্গালুরু এফসির গোল আলবার্তোর আত্মঘাতী । সবুজ মেরুন দুই উইং মনবীর সিং এবং লিস্টন কোলাসোর দৌড় বন্ধ করে ম্যাচের রাশ তুলে নিয়েছিল বেঙ্গালুরু এফসি । নয় মিনিটে জেমি ম্যাকলারেনের গোল করার চেষ্টা গুরপ্রীত সিংয়ের বাঁচানো ছাড়া মোহনবাগান সুপারজায়ান্টের আক্রমণ সেভাবে নেই ।
বরং 19 মিনিটে সুনীল ছেত্রীর হেড শুভাশিস বসু বাঁচানো ছাড়াও একাধিক আক্রমণে মাঠের নিয়ন্ত্রক সুনীল ছেত্রীরাই । একের পর এক আক্রমণে মোহনবাগান তখন কোণঠাসা । হাজার ষাটেক মোহনবাগান সমর্থকের চিৎকার উৎকণ্ঠায় পরিণত ।
বিরতির পরে ফের একই ছবি । ক্রমবর্ধমান চাপের কাছে ভাঙল সবুজ মেরুন রক্ষণ । 49 মিনিটে রায়ান উইলিয়ামসের সেন্টার বিপদমুক্ত করতে গিয়ে গোলে পাঠিয়ে দেন আলবার্তো । আত্মঘাতী গোলের সুবাদে বেঙ্গালুরু এফসি 1-0। পরিস্থিতি কঠিন হচ্ছে দেখে হোসে মোলিনা দুইটি বদল করেন । অনিরুদ্ধ থাপার জায়গায় সাহাল আবদুল সামাদ এবং লিস্টন কোলাসোর জায়গায় আশিক কুরিয়ান নামতেই নিয়ন্ত্রণ ফিরে পায় মোহনবাগান সুপারজায়ান্ট ।
72 মিনিটে জেসন কামিন্সের সেন্টার জেমি ম্যাকলারেন তা ফ্লিক করেন । বল বিপদমুক্ত করতে গিয়ে বক্সের মধ্যে হাতে লাগিয়ে ফেলেন চিঙ্গলসানা । রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল করতে ভুল করেননি । সমতায় ফেরে সবুজ মেরুন (1-1)।
পিছিয়ে পড়া অবস্থা থেকে সমতা ।
এবার চাপ বাড়াতে থাকে মোহনবাগান সুপারজায়ান্ট । এই সময় কামিন্সকে তুলে গ্রেগ স্টুয়ার্টকে নামান মোলিনা । আরও বেশি নিয়ন্ত্রণ সবুজ মেরুনের । এই সময়ের স্টুয়ার্টের বাড়ানো বল থেকে সহজ গোল নষ্ট করেন জেমি ম্যাকলারেন । নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ।