কলকাতা, 11 সেপ্টেম্বর: আইএসএলে ঘরের মাঠে ফিরছে সবুজ-মেরুন ৷ গত মরশুমে লিগ-শিল্ড ঘরে তুললেও ফাইনালে মুম্বই সিটি এফসি’র কাছে হেরে গিয়ে আইএসএল জেতা হয়নি মোহনবাগানের ৷ উদ্বোধনী ম্যাচে সেই আইল্যান্ডারদের বিরুদ্ধে নামছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ মুম্বইয়ের বিরদ্ধে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও শুক্রবার বিপুল জনসমর্থনে খানিক হলেও এগিয়ে থাকবে হোসে মোলিনার ছেলেরা ৷
প্রাক মরশুম প্রস্তুতির মধ্যেই নিজের কাজটা করে দিয়েছেন কোচ হোসে মোলিনা ৷ ডুরান্ড ফাইনালে হতশ্রী পারফর্ম্যান্সে কাপ হাতছাড়া হলেও বাগানের খেলা স্বস্তি দিয়েছে দর্শকদের ৷ বিদেশিদের মধ্যে বোঝাপড়া বাড়লে আরও ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ সামনেই রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও ৷ শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জিতে শুরু করলে আত্মবিশ্বাসও বাড়িয়ে নেবে হোসে মোলিনার ছেলেরা ৷
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুম্বইকে হারিয়ে শুরুটা ভালো করবে বাগান ? নাকি পরিসংখ্যানে আরও এগিয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?
|
শুক্রবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷
|
মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla ও Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচ দেখা যাবে ৷