ETV Bharat / sports

আইএসএল ফাইনালের প্রস্তুতিতে মোহনবাগান, আত্মবিশ্বাসী মোলিনা - ISL FINAL

চলতি আইএসএলে ঘরের মাঠে সবুজ-মেরুন যেন অপ্রতিরোধ্য ৷ যুবভারতীতে ফাইনালে কলকাতা বনাম বেঙ্গালুরু ৷ শিল্ড জয়ের পর কাপ জিতে মরশুমে 'মধুরেণ সমাপয়েৎ' করতে মরিয়া মোলিনা।

MOHUN BAGAN SUPER GIANT
আইএসএল ফাইনালের আগে চমনমনে সবুজ-মেরুন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : April 10, 2025 at 11:07 AM IST

2 Min Read

কলকাতা, 10 এপ্রিল: ফাইনালে ওঠার আনন্দ এখন অতীত। এবার মিশন ট্রফি জয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। একদিন বিশ্রাম নেওয়ার পরে ফের ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়লেন মোহনবাগান ফুটবলাররা । দলের সকলেই উপস্থিত। সাজঘরে 'ফিল গুড' আবহাওয়া।

আসলে ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে প্রতিটি ফুটবলারই পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়তি সতর্ক। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল কাপ জয় সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। গ্রেগ স্টুয়ার্টের মত ফুটবলার ইতিমধ্যেই বলেছেন, লিগ শিল্ড জয়ের অভিজ্ঞতা থাকলেও নক-আউট খেতাব জিততে পারেননি। সেক্ষেত্রে শনিবার স্কটিশ মিডফিল্ডারের সামনে অধরা স্বপ্নপূরণের সুযোগ। জেমি ম্যাকলারেন বলেছেন, দলকে চ্যাম্পিয়ন করা আমাদের কাছে একন 'পাখির চোখ' ৷

MOHUN BAGAN SUPER GIANT
ট্রফিতেই পাখির চোখ বাগানের (নিজস্ব চিত্র)

সকলে মিলে সব ম্যাচে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বাগান ফুটবলারা। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে গর্বিত করার লক্ষ্যে 'শেষ ল্যাপ' দিতে তৈরি সবার। লিগ শিল্ড জয়ের বছরে আইএসএল কাপ জয়ের কৃতিত্ব আইএসএলে এমন উদাহরণ কম রয়েছে। সবুজ মেরুন ব্রিগেড সেই বিরল কৃতিত্বের অংশীদার হতে চায়। ফাইনালের প্রস্তুতির প্রথম দিন মোটের ওপর রিকভারির ওপর জোর দিয়েছেন কোচ হোসে মোলিনা। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রথম একাদশে যারা খেলেছিলেন, তাঁরা মূলত রিকভারি সেশনে ব্যস্ত থাকলেন। বাকিরা নিজেদের মধ্যে দ্রুত পাসিং ফুটবল প্র্যাকটিস করেন।

ইতিমধ্যে কোচ মোলিনা ফুটবলারদের সতর্ক করে বলেছেন, বেঙ্গালুরু এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ । তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। তবে দলের ফুটবলারদের সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী এবং আস্থাশীল। প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়ন প্রমাণ করে ইতিমধ্যে নীল নকশা সাজানোর কাজ শুরু করে দিয়েছেন মোলিনা। ফাইনালের প্রস্তুতিতে নেমে প্রথম পর্ব হালকা মেজাজে থাকলেও মাঝের দুটো দিনে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটি যে মোলিনা কড়া দাওয়াইয়ে সারবেন তারও ইঙ্গিত দিয়ে রাখলেন বাগানের 'হেডস্যর'।

MOHUN BAGAN SUPER GIANT
ফাইনালের প্রস্তুতিতে মোহনবাগান (নিজস্ব চিত্র)

চলতি আইএসএলে ঘরের মাঠে সবুজ-মেরুন যেন অপ্রতিরোধ্য ৷ সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান ৷ সেই সঙ্গে ফাইনালে ভেন্য়ু ঘোষণা করে দেয় আইএসএল কর্তৃপক্ষ ৷

আইএসএল নিয়ম অনুযায়ী, ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুই দলের মধ্যে লিগে যে দল এগিয়ে থাকে, তারা ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পায় । এবার লিগ জিতেছে সবুজ-মেরুন ৷ তাই মোহনবাগান আইএসএল কাপের ফাইনালও ঘরের মাঠ যুবভারতীতে খেলবে। ফাইনাল ঘরের মাঠে হওয়ায় চেনা পরিবেশ ও সমর্থকদের সুবিধা পাবেন বাগান ফুটবলাররা ৷ লিগ শিল্ড জয়ের পর এবার কাপ জিতে মরশুমে 'মধুরেণ সমাপয়েৎ' করতে মরিয়া মোলিনার দল।

কলকাতা, 10 এপ্রিল: ফাইনালে ওঠার আনন্দ এখন অতীত। এবার মিশন ট্রফি জয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। একদিন বিশ্রাম নেওয়ার পরে ফের ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়লেন মোহনবাগান ফুটবলাররা । দলের সকলেই উপস্থিত। সাজঘরে 'ফিল গুড' আবহাওয়া।

আসলে ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে প্রতিটি ফুটবলারই পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়তি সতর্ক। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল কাপ জয় সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। গ্রেগ স্টুয়ার্টের মত ফুটবলার ইতিমধ্যেই বলেছেন, লিগ শিল্ড জয়ের অভিজ্ঞতা থাকলেও নক-আউট খেতাব জিততে পারেননি। সেক্ষেত্রে শনিবার স্কটিশ মিডফিল্ডারের সামনে অধরা স্বপ্নপূরণের সুযোগ। জেমি ম্যাকলারেন বলেছেন, দলকে চ্যাম্পিয়ন করা আমাদের কাছে একন 'পাখির চোখ' ৷

MOHUN BAGAN SUPER GIANT
ট্রফিতেই পাখির চোখ বাগানের (নিজস্ব চিত্র)

সকলে মিলে সব ম্যাচে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বাগান ফুটবলারা। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে গর্বিত করার লক্ষ্যে 'শেষ ল্যাপ' দিতে তৈরি সবার। লিগ শিল্ড জয়ের বছরে আইএসএল কাপ জয়ের কৃতিত্ব আইএসএলে এমন উদাহরণ কম রয়েছে। সবুজ মেরুন ব্রিগেড সেই বিরল কৃতিত্বের অংশীদার হতে চায়। ফাইনালের প্রস্তুতির প্রথম দিন মোটের ওপর রিকভারির ওপর জোর দিয়েছেন কোচ হোসে মোলিনা। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রথম একাদশে যারা খেলেছিলেন, তাঁরা মূলত রিকভারি সেশনে ব্যস্ত থাকলেন। বাকিরা নিজেদের মধ্যে দ্রুত পাসিং ফুটবল প্র্যাকটিস করেন।

ইতিমধ্যে কোচ মোলিনা ফুটবলারদের সতর্ক করে বলেছেন, বেঙ্গালুরু এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ । তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। তবে দলের ফুটবলারদের সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী এবং আস্থাশীল। প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়ন প্রমাণ করে ইতিমধ্যে নীল নকশা সাজানোর কাজ শুরু করে দিয়েছেন মোলিনা। ফাইনালের প্রস্তুতিতে নেমে প্রথম পর্ব হালকা মেজাজে থাকলেও মাঝের দুটো দিনে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটি যে মোলিনা কড়া দাওয়াইয়ে সারবেন তারও ইঙ্গিত দিয়ে রাখলেন বাগানের 'হেডস্যর'।

MOHUN BAGAN SUPER GIANT
ফাইনালের প্রস্তুতিতে মোহনবাগান (নিজস্ব চিত্র)

চলতি আইএসএলে ঘরের মাঠে সবুজ-মেরুন যেন অপ্রতিরোধ্য ৷ সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান ৷ সেই সঙ্গে ফাইনালে ভেন্য়ু ঘোষণা করে দেয় আইএসএল কর্তৃপক্ষ ৷

আইএসএল নিয়ম অনুযায়ী, ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুই দলের মধ্যে লিগে যে দল এগিয়ে থাকে, তারা ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পায় । এবার লিগ জিতেছে সবুজ-মেরুন ৷ তাই মোহনবাগান আইএসএল কাপের ফাইনালও ঘরের মাঠ যুবভারতীতে খেলবে। ফাইনাল ঘরের মাঠে হওয়ায় চেনা পরিবেশ ও সমর্থকদের সুবিধা পাবেন বাগান ফুটবলাররা ৷ লিগ শিল্ড জয়ের পর এবার কাপ জিতে মরশুমে 'মধুরেণ সমাপয়েৎ' করতে মরিয়া মোলিনার দল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.