ETV Bharat / sports

ম্যাকলারেন ম্যাজিক ! কেরালা ব্লাস্টার্স বধে লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান - MOHUN BAGAN BEAT KERALA BLASTERS

কেরলে গিয়ে 'কেরালা ব্লাস্টার্স বধ' করা কার্যত সিংহের গুহায় গিয়ে সিংহ শিকারের সামিল। সেটাই করে দেখালেন মোলিনার ছেলেরা ৷

Kerala Blasters FC vs Mohun Bagan
ম্যাকলারেন ঝড়ে লিগ শিল্ড জয়ের আরও কাছে বাগান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 10:11 PM IST

কোচি, 15 ফেব্রুয়ারি: জেমি ম্যাকলারেনের বিচ্ছুরণের দিনে পার্শ্বচরিত্রে উজ্বল আলবার্তো রডরিগেজ ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের মাঠে দাপুটে জয় মোহনবাগান সুপারজায়ান্টের ৷ 3-0 গোলে ম্যাচ পকেটে পুরে লিগ শিল্ড জয়ের করমর্দনের দূরত্বে হোসে মোলিনার ছেলেরা ৷

21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে আইএসএল লিগ শিল্ড জয় এখন সবুজ মেরুন ব্রিগেডের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক চললে 22তম ম্যাচেই কাঙ্খিত লিগ শিল্ড জয়ের ডাবলটা সেরে ফেলবেন শুভাশিসরা। মোহনবাগানকে এখনও একটা ম্যাচ জিততে হবে, তবে গোয়া একটা ম্যাচ হারলেই মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে।

আইএসএলে বাকি দলগুলোর তুলনায় সবুজ মেরুন ভান্ডারে অস্ত্রশস্ত্রের বিপুল আয়োজন, তা বলার অপেক্ষা রাখে না। প্রথম একাদশে যাঁরা খেলছেন আর ডাগ-আউটে যারা বসে আছেন, তাঁদের মধ্যে ফারাক এতটাই কম, যে কার্ড বা চোট সমস্যা হোসে মোলিনাকে বিপাকে ফেলে না। গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের অনুপস্থিতিতেও মোহনবাগান প্রকৃত অর্থেই সুপারজায়ান্ট।

Kerala Blasters FC vs Mohun Bagan
ম্যাকলারেন ম্যাজিক ! (নিজস্ব চিত্র)

কেরলে গিয়ে 'কেরালা ব্লাস্টার্স বধ' করা কার্যত সিংহের গুহায় গিয়ে সিংহ শিকারের সামিল। সেই কাজটা মোলিনার ছেলেরা করলেন অভ্যস্ত নিপুণতায়। ঘরের মাঠে 3-2 গোলে জয় পেয়েছিল সুপারজায়ান্ট। এবার অ্যাওয়ে ম্যাচে বাজিমাত মোলিনার দলের ৷ জেমি ম্যাকলারেনের বিচ্ছুরণের দিনে পার্শ্ব চরিত্রে উজ্বল আলবার্তো রডরিগেজ এবং বাকি ফুটবলাররা।

দর্শকঠাসা স্টেডিয়ামের সমর্থন সঙ্গে নিয়ে আক্রমণ শানাতে থাকে কেরালা। একের পর এক আক্রমণে কার্যত শ্বাসরোধ করে ফেলেছিল সবুজ মেরুনের। প্রতিপক্ষের চাপের সামনে দূর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়ান মোহনবাগান সুপারজায়ান্টের ডিফেন্ডাররা। সঙ্গে গোলরক্ষক বিশাল কাইথ।
গলার ফাঁস আটকানো পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ নিজেদের দিকে সবুজ মেরুন তুলে নিতে পারল জেমি ম্যাকলারেনের ব্যক্তিগত নৈপূণ্যে।

Kerala Blasters FC vs Mohun Bagan
কেরালা ব্লাস্টার্স বধে পথে বাগান ফুটবলাররা (নিজস্ব চিত্র)

28 মিনিটে লিস্টন কোলাসোর বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে লব করে ম্যাচের প্রথম গোল করেন জেমি ম্যাকলারেন। 12 মিনিট পর অর্থাৎ ম্যাচের 40 মিনিটে ফের ম্যাকলারেন ম্যাজিক। জেসন কামিন্সের পাস থেকে বল পেয়ে কেরালার গোলরক্ষক সচিন সুরেশের মাথা টপকে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাকলারেন। চলতি আইএসএলে এটি 10 নম্বর গোল অস্ট্রেলিয়ার স্ট্রাইকারের। যতদিন গড়াচ্ছে আরও শানিত হচ্ছে ম্যাকলারেনের স্কোরিং বুট ৷ যার সামনে ফালাফালা হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্স ৷

বিরতির পরে মোহনবাগান সুপারজায়ান্টের তিন নম্বর গোল। এবার কামিন্সের ফ্রি-কিক থেকে বল পেয়ে দীপক টাঙরি তা আলবার্তো রডরিগেজকে বাড়িয়ে দিলে, তিনি গোল করতে ভুল করেননি। খেলার গতির বিপরীতে গোল হজম। বিরতির আগে দু'গোলে পিছিয়ে পড়া কেরালা ব্লাস্টার্স দ্বিতীয়ার্ধে ফের গোল হজম করে। ফলে ঘরের মাঠে সবুজ মেরুন নৌকার ধাক্কায় লণ্ডভণ্ড কেরালা ব্লাস্টার্স।

কোচি, 15 ফেব্রুয়ারি: জেমি ম্যাকলারেনের বিচ্ছুরণের দিনে পার্শ্বচরিত্রে উজ্বল আলবার্তো রডরিগেজ ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের মাঠে দাপুটে জয় মোহনবাগান সুপারজায়ান্টের ৷ 3-0 গোলে ম্যাচ পকেটে পুরে লিগ শিল্ড জয়ের করমর্দনের দূরত্বে হোসে মোলিনার ছেলেরা ৷

21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে আইএসএল লিগ শিল্ড জয় এখন সবুজ মেরুন ব্রিগেডের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক চললে 22তম ম্যাচেই কাঙ্খিত লিগ শিল্ড জয়ের ডাবলটা সেরে ফেলবেন শুভাশিসরা। মোহনবাগানকে এখনও একটা ম্যাচ জিততে হবে, তবে গোয়া একটা ম্যাচ হারলেই মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে।

আইএসএলে বাকি দলগুলোর তুলনায় সবুজ মেরুন ভান্ডারে অস্ত্রশস্ত্রের বিপুল আয়োজন, তা বলার অপেক্ষা রাখে না। প্রথম একাদশে যাঁরা খেলছেন আর ডাগ-আউটে যারা বসে আছেন, তাঁদের মধ্যে ফারাক এতটাই কম, যে কার্ড বা চোট সমস্যা হোসে মোলিনাকে বিপাকে ফেলে না। গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের অনুপস্থিতিতেও মোহনবাগান প্রকৃত অর্থেই সুপারজায়ান্ট।

Kerala Blasters FC vs Mohun Bagan
ম্যাকলারেন ম্যাজিক ! (নিজস্ব চিত্র)

কেরলে গিয়ে 'কেরালা ব্লাস্টার্স বধ' করা কার্যত সিংহের গুহায় গিয়ে সিংহ শিকারের সামিল। সেই কাজটা মোলিনার ছেলেরা করলেন অভ্যস্ত নিপুণতায়। ঘরের মাঠে 3-2 গোলে জয় পেয়েছিল সুপারজায়ান্ট। এবার অ্যাওয়ে ম্যাচে বাজিমাত মোলিনার দলের ৷ জেমি ম্যাকলারেনের বিচ্ছুরণের দিনে পার্শ্ব চরিত্রে উজ্বল আলবার্তো রডরিগেজ এবং বাকি ফুটবলাররা।

দর্শকঠাসা স্টেডিয়ামের সমর্থন সঙ্গে নিয়ে আক্রমণ শানাতে থাকে কেরালা। একের পর এক আক্রমণে কার্যত শ্বাসরোধ করে ফেলেছিল সবুজ মেরুনের। প্রতিপক্ষের চাপের সামনে দূর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়ান মোহনবাগান সুপারজায়ান্টের ডিফেন্ডাররা। সঙ্গে গোলরক্ষক বিশাল কাইথ।
গলার ফাঁস আটকানো পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ নিজেদের দিকে সবুজ মেরুন তুলে নিতে পারল জেমি ম্যাকলারেনের ব্যক্তিগত নৈপূণ্যে।

Kerala Blasters FC vs Mohun Bagan
কেরালা ব্লাস্টার্স বধে পথে বাগান ফুটবলাররা (নিজস্ব চিত্র)

28 মিনিটে লিস্টন কোলাসোর বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে লব করে ম্যাচের প্রথম গোল করেন জেমি ম্যাকলারেন। 12 মিনিট পর অর্থাৎ ম্যাচের 40 মিনিটে ফের ম্যাকলারেন ম্যাজিক। জেসন কামিন্সের পাস থেকে বল পেয়ে কেরালার গোলরক্ষক সচিন সুরেশের মাথা টপকে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাকলারেন। চলতি আইএসএলে এটি 10 নম্বর গোল অস্ট্রেলিয়ার স্ট্রাইকারের। যতদিন গড়াচ্ছে আরও শানিত হচ্ছে ম্যাকলারেনের স্কোরিং বুট ৷ যার সামনে ফালাফালা হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্স ৷

বিরতির পরে মোহনবাগান সুপারজায়ান্টের তিন নম্বর গোল। এবার কামিন্সের ফ্রি-কিক থেকে বল পেয়ে দীপক টাঙরি তা আলবার্তো রডরিগেজকে বাড়িয়ে দিলে, তিনি গোল করতে ভুল করেননি। খেলার গতির বিপরীতে গোল হজম। বিরতির আগে দু'গোলে পিছিয়ে পড়া কেরালা ব্লাস্টার্স দ্বিতীয়ার্ধে ফের গোল হজম করে। ফলে ঘরের মাঠে সবুজ মেরুন নৌকার ধাক্কায় লণ্ডভণ্ড কেরালা ব্লাস্টার্স।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.