কলকাতা, 24 মে: আশঙ্কাই সত্যি হল ৷ ইংল্য়ান্ড সফরগামী ভারতীয় টেস্ট দলে জায়গা হল না মহম্মদ শামির। ফিটনেস ইস্যুতে বাংলা পেসারের বাদ পড়া নিয়ে কানাঘুষো চলছিলই ৷ ইংল্য়ান্ডে গিয়ে লম্বা স্পেল করার মত জায়গায় নেই ডানহাতি পেসার ৷ নির্বাচকদের তা জানিয়ে দেওয়া হয়েছিল আগেই ৷ সবমিলিয়ে কানাঘুষোয় সিলমোহর দিয়ে টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না শামি ৷ আর কানাঘুষো শুনে চলতি সপ্তাহের শুরুতে আসন্ন বেঙ্গল প্রো টি-20 লিগের ড্রাফ্টিংয়ে রাঢ় টাইগার্স দলে অন্তর্ভুক্ত করে নিয়েছিল 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিকে ৷ ফলত আইপিএল শেষের পর তাঁদের হয়েই মাঠে নামতে দেখা যাবে শামিকে ।
বেঙ্গল প্রো টি-20 লিগ এবার দ্বিতীয় বছরে। আইপিএল শেষ হওয়ার একপক্ষকাল পরে খেলা শুরু হবে। ইতিমধ্যে দলগুলো তাদের মত করে ঘর গোছাতে শুরু করেছে। বিলেতগামী ভারতীয় দলে বাংলার কতজন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন, তা দেখার জন্য বিভিন্ন দলের কর্তারা অপেক্ষায় ছিলেন। মেদিনীপুর উইজার্ডসের হয়ে গত বছর মার্কি ক্রিকেটার ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু তাঁকে পাওয়া যাবে না অনুমান করে মেদিনীপুর ছেড়ে দিয়েছে তাঁকে ৷ ভারতীয়-এ দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি ইংল্যান্ডগামী সিনিয়র স্কোয়াডেও রয়েছেন তিনি। অভিমন্যু ঈশ্বরণের বদলে কাকে নেওয়া হবে, তা মেদিনীপুর ঠিক করেনি।
অন্যদিকে রাঢ় টাইগার্সে মার্কি ক্রিকেটার হিসেবে শাহবাজ আহমেদ থাকলেও শামিকে নিয়েছে তাঁরা ৷ দলের অন্যতম শীর্ষকর্তা তমাল ভট্টাচার্য বলছেন, "সুযোগ ছিল নেওয়ার তাই নিয়েছি। শামি নো-অবজেকশন দিয়েছিল বলে ড্রাফ্টে ছিল। শামির মত খেলোয়াড়কে যতদিন পাওয়া যাবে সেটাই অনেক ৷" এখন প্রশ্ন হল শামি কতটা খেলার মত জায়গায় রয়েছেন। কারণ, 2023 সালের পরে জাতীয় দলের হয়ে লাল-বলের ক্রিকেট খেলেননি। টি-20 ক্রিকেটে বা সাদা বলের ক্রিকেটেও তিনি সম্পূর্ণ ফিট কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, আইপিএলের সব ম্যাচে খেলেননি তিনি ৷ ফলে তাঁর কাছে প্রমাণ করার সুযোগ বলতে আসন্ন বেঙ্গল প্রো টি-20 টোয়েন্টি লিগ।
সমালোচকরা বলছেন রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলির পরে শামিকেও ছেঁটে ফেলার রাস্তা তৈরি করছেন অজিত আগরকার এবং গৌতম গম্ভীররা ৷ আগের তিনজনের টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়া প্রসঙ্গে ভারতীয় দলের সাজঘরে নানান অঙ্ক থাকতে পারে। কিন্তু শামির ক্ষেত্রে অবশ্য ফিটনেসই কারণ বলে এদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানালেন প্রধান নির্বাচক অজিত আগরকর ৷ ইংল্যান্ডের আবহাওয়ায় ফিট শামির সঙ্গে বুমরা প্রতিপক্ষের ঘুম ওড়ানোর পক্ষে যথেষ্ট ছিল ৷ কিন্তু ফিটনেস প্রতিবন্ধকতার জেরে অঙ্ক কঠিন হয়ে গেল বাংলার হয়ে খেলা পেসারের পক্ষে ৷ এক্ষেত্রে ইংল্যান্ডে ভারতীয় বোলিং যদি সফল হয় তাহলে বুঝতে হবে শামির শেষ পাতা লেখা শুরু হয়ে গেল। এখন দেখার গ্রীষ্মের খরতাপ সামলে বেঙ্গল প্রো টি-20 লিগে শামি কী করেন ৷