ETV Bharat / sports

অজি সফরের আগে বড় ঘোষণা ! শামিকে রেখেই মুস্তাক আলির দল বাংলার

রিটেন করেনি গুজরাত টাইটান্স ৷ নাম নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চলা ভারতীয় দলেও ৷ এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জবাব দেবেন মহম্মদ শামি ৷

Mohammed Shami
শামিকে রেখেই মুস্তাক আলির দল বাংলার (গেটি ইমেজেস)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 19, 2024, 12:32 PM IST

কলকাতা, 19 নভেম্বর: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে শেষ মুহূর্তে তাঁকে অন্তর্ভুক্ত করা হবে কি না তা সময় বলবে । আপাতত বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে প্রস্তুত করতে তৈরি মহম্মদ শামি । ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন ডানহাতি পেসার ।

ফের বাংলার জার্সিতে দেখা যাবে তারকা পেসারকে । সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে 20 সদস্যের বাংলা দল ৷ সেই দলে রাখা হয়েছে শামিকে । রঞ্জি ট্রফিতে দুরন্ত বোলিংয়ের পর থেকেই জোর জল্পনা শুরু হয়, বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে শেষ মুহূর্তে তাঁকে অন্তর্ভুক্ত করা হবে ।

সামনেই আইপিএলের মেগা নিলাম । 24 ও 25 নভেম্বর জেড্ডায় বসছে মেগা নিলামের আসর । তার ঠিক আগের দিন, 23 নভেম্বর রাজকোটে পঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলা । সেই ম্যাচে খেলে নিলামের আগে নিজের দর বাড়িয়ে নিতে চাইবেন শামি । যাঁকে এবার রিটেন করেনি গুজরাত টাইটান্স ৷

নেতা সুদীপ ঘরামি

রঞ্জি ট্রফির চারদিনের ম্যাচে বাংলা সদ্যই মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে । বোলিং-ব্যাটিংয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে জয় পেয়েছেন অনুস্টুপ মজুমদাররা । রঞ্জির সদ্য জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে মুস্তাক আলিতে ঝাঁপাতে চাইছে বাংলা । সেই লক্ষ্যে টি-20 ফর্ম্যাটে বাংলার অধিনায়ক করা হল সুদীপ ঘরামিকেই । গত মরশুমে বাংলাকে টি-20 ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ ।

দলে ফেরানো হল বাঁ-হাতি পেসার কণিষ্ক শেঠকে । রাখা হয়েছে অনূর্ধ্ব-23 দলের হয়ে নজরকাড়া প্রয়াস রায় বর্মনকে । যিনি আইপিএলে নিলামেও উঠছেন ।

নির্বাচিত বাংলা দল: সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, কর্ণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধি (উইকেটকিপার), রণজ্যোৎ সিংহ খইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সূরয সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ ও সৌম্যদীপ মণ্ডল

আরও পড়ুন

কলকাতা, 19 নভেম্বর: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে শেষ মুহূর্তে তাঁকে অন্তর্ভুক্ত করা হবে কি না তা সময় বলবে । আপাতত বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে প্রস্তুত করতে তৈরি মহম্মদ শামি । ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন ডানহাতি পেসার ।

ফের বাংলার জার্সিতে দেখা যাবে তারকা পেসারকে । সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে 20 সদস্যের বাংলা দল ৷ সেই দলে রাখা হয়েছে শামিকে । রঞ্জি ট্রফিতে দুরন্ত বোলিংয়ের পর থেকেই জোর জল্পনা শুরু হয়, বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে শেষ মুহূর্তে তাঁকে অন্তর্ভুক্ত করা হবে ।

সামনেই আইপিএলের মেগা নিলাম । 24 ও 25 নভেম্বর জেড্ডায় বসছে মেগা নিলামের আসর । তার ঠিক আগের দিন, 23 নভেম্বর রাজকোটে পঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলা । সেই ম্যাচে খেলে নিলামের আগে নিজের দর বাড়িয়ে নিতে চাইবেন শামি । যাঁকে এবার রিটেন করেনি গুজরাত টাইটান্স ৷

নেতা সুদীপ ঘরামি

রঞ্জি ট্রফির চারদিনের ম্যাচে বাংলা সদ্যই মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে । বোলিং-ব্যাটিংয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে জয় পেয়েছেন অনুস্টুপ মজুমদাররা । রঞ্জির সদ্য জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে মুস্তাক আলিতে ঝাঁপাতে চাইছে বাংলা । সেই লক্ষ্যে টি-20 ফর্ম্যাটে বাংলার অধিনায়ক করা হল সুদীপ ঘরামিকেই । গত মরশুমে বাংলাকে টি-20 ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ ।

দলে ফেরানো হল বাঁ-হাতি পেসার কণিষ্ক শেঠকে । রাখা হয়েছে অনূর্ধ্ব-23 দলের হয়ে নজরকাড়া প্রয়াস রায় বর্মনকে । যিনি আইপিএলে নিলামেও উঠছেন ।

নির্বাচিত বাংলা দল: সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, কর্ণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধি (উইকেটকিপার), রণজ্যোৎ সিংহ খইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সূরয সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ ও সৌম্যদীপ মণ্ডল

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.