হায়দরাবাদ, 11 জুন: হংকংয়ের বিরুদ্ধে খারাপ ফলাফল হলে তিনি যে দায়িত্ব থেকে অব্য়াহতি নেবেন, সেকথা বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছিল আগেই ৷ আর সেইসব রিপোর্টকে সিলমোহর দিয়েই মঙ্গলবার ম্য়াচের পর ফেডারেশনকে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন মানোলো মার্কুয়েজ ৷ হংকংয়ের বিরুদ্ধে গতকাল ভারতীয় দলের 0-1 গোলে হারের পর চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্প্য়ানিশ কোচ ৷ কিন্তু দ্বিপাক্ষিত সমঝোতা জটে বিষয়টি আটকে থাকায় সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে বলে সূত্রের খবর ৷
হংকংয়ের বিরুদ্ধে হেরে 2027 এশিয়ান কাপে ভারতের যোগ্যতা অর্জনের বিষয়টি জোরালোভাবে ধাক্কা খেয়েছে ৷ হারের পর থেকে অনুরাগীমহলেও মানোলোর পদত্য়াগের দাবি উঠেছে জোরালোভাবে ৷ ফিফা ক্রমতালিকায় বেশ খানিকটা পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে পরাজয়, সুনীল ছেত্রীকে বেঞ্চে শুরু করানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনুরাগীমহলের একাংশ ৷ সব দেখেশুনে ভারতীয় দলের হটসিটে বর্ষপূর্তির আগেই ফেডারেশনকে দায়িত্ব ছাড়ার কথা স্প্য়ানিশ কোচ জানিয়ে দিয়েছেন বলে খবর ৷
সংবাদসংস্থা পিটিআই'কে ফেডারেশনের এক সূত্র অবশ্য এ ব্যাপারে জানিয়েছে, মানোলোর এই সিদ্ধান্ত কোনওভাবেই একতরফা হতে পারে না ৷ ফলত দ্বিপাক্ষিক সমঝোতা হলে তবেই অব্য়াহতি পাবেন কোচ ৷ সংশ্লিষ্ট সূত্রের কথায়, "তিনি একমাত্র দায়িত্ব ছাড়তে পারেন দু'পক্ষের মধ্যে সমঝোতা হলেই ৷ সেক্ষেত্রে এআইএফএফ অনুমতি দিলে তবেই কোচের পদ থেকে সরবেন মানোলো ৷" সবমিলিয়ে কোচ দায়িত্ব ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেও জটিলতায় আটকে রয়েছে ঘোষণা ৷ তাছাড়া মানোলো লিখিত আকারে ফেডারেশনকে কিছু জানায়নি বলেও দাবি ওই সূত্রের ৷
Last-minute penalty breaks Indian hearts in Hong Kong.
— Indian Football Team (@IndianFootball) June 10, 2025
Check out the link for match report 🔗https://t.co/LvQ1TJbN9M#IndianFootball ⚽️ pic.twitter.com/tTMxE2cjHl
পিটিআই'কে ফেডারেশেনের সংশ্লিষ্ট সূত্র আরও বলেছে, "তিনি (মানোলো) যে পদত্যাগ করতে চান এব্য়াপারে লিখিত কিছু আমরা এখনও পায়নি ৷ এ ব্য়াপারে তিনি লিখিত কিছু আমাদের জানালে তবেই ভেবে দেখা হবে ৷" সে যাইহোক, মঙ্গলবার হেরে ফিফা ক্রমতালিকায় আরও ছ'ধাপ পিছিয়ে গিয়েছে ভারতীয় দল ৷ 26 ধাপ পিছনে থাকা হংকংয়ের কাছে এদিন ম্য়াচের সংযুক্তি সময়ে গোল হজম করে ভারত ৷
এই নিয়ে মানোলোর অধীনে টানা তিন ম্য়াচে গোলের মুখ দেখল না ভারত ৷ পাশাপাশি 2024 থেকে এই নিয়ে 16টি ম্য়াচ খেলে ফেলল 'মেন ইন ব্লু', অথচ জয় মাত্র একটি ম্য়াচে ৷ দিনকয়েক আগে থাইল্য়ান্ডের বিরুদ্ধে প্রীতি ম্য়াচেও হেরেছে তাঁরা ৷ উল্লেখ্য, এদিন নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকলেও সংযুক্তি সময়ে গোলরক্ষকের বিশাল কাইথের ভুলে পেনাল্টি পায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ৷ 94 মিনিটে (90+4) স্পটকিক থেকে গোল করে হংকংয়ের জয় নিশ্চিত করেন স্টেফান পেরেইরা ৷