হায়দরাবাদ, 26 মার্চ: শেষবার কলকাতায় যখন এসেছিলেন তখন কেরিয়ারের মধ্যগগনে ৷ ভেনেজুয়েলার বিরুদ্ধে জাতীয় দলের হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলেছিলেন বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্য়াচ ৷ কিন্তু তখনও বিশ্বচ্যাম্পিয়ন নন লিওনেল আন্দ্রেস মেসি ৷ 14 বছর পর আবারও ভারতের মাটিতে আসছেন বাঁ-পায়ের ম্য়াজিশিয়ন ৷ অর্থাৎ, বিশ্বজয়ের পর প্রথম ভারত সফরে 'ফুটবলের বরপুত্র' ৷ তাঁর সঙ্গে আসছে বিশ্বজয়ী আর্জেন্তিনা দলও ৷ অক্টোবরে কেরলে একটি প্রদর্শনী ম্য়াচও খেলবে তাঁরা ৷
কোচিতে একটি প্রীতি ম্য়াচ খেলতে মেসি-সহ আর্জেন্তিনা দল যে আসছে, সেটা গত নভেম্বরেই জানিয়েছিলেন দক্ষিণের রাজ্যটির ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান ৷ বুধবার এই ব্যাপারে সিলমোহর দিল এইচএসবিসি ৷ সংশ্লিষ্ট সংস্থাটি এদেশে ফুটবল প্রচারে আর্জেন্তিনা ফুটবল দলের অফিসিয়াল পার্টনার ৷ এক ঘোষণায় তাঁরা জানিয়েছে, অক্টোবরে এদেশে প্রদর্শনী ম্য়াচ খেলতে আসছে আর্জেন্তিনা দল ৷
🚨 MESSI IS COMING TO INDIA 🐐 🚨
— Johns. (@CricCrazyJohns) March 26, 2025
- Lionel Messi's Argentina will play an exhibition match in Kerala in October 2025. [Sportstar] pic.twitter.com/rByJFTcFak
এক প্রেস রিলিজে এইচএসবিসি জানিয়েছে, এই অংশীদারিত্বের অংশ হিসেবেই লিওনেল মেসি-সহ বিশ্বজয়ী আর্জেন্তিনা দল চলতি বছর অক্টোবরে একটি প্রদর্শনী ম্য়াচ খেলতে ভারতে আসছে ৷ এদিনই মেসির দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আরও একবছরের জন্য অংশীদারিত্বের চুক্তি বাড়িয়ে নিল এইচএসবিসি ৷ 2011 সালে কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে মেসির আর্জেন্তিনার ম্য়াচ এখনও শহরের ফুটবল অনুরাগীদের মনের মণিকোঠায় ৷ বদলেছে সময় ৷ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কেরিয়ারের সবচেয়ে কাঙ্খিত ট্রফি এখন মেসির ঘরে ৷ স্বাভাবিকভাবেই মেসির এবারের আগমন এবং তা নিয়ে উন্মাদনা গতবারকে ছাপিয়ে গেলেও অবাক হওয়ার থাকবে না ৷
বুধবারই 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে 'লা আলবিসেলেস্তে' ৷ ব্রাজিলকে 4-1 গোলে হারিয়ে দিয়েছেন লিওনেল স্কালোনির ছেলেরা ৷ চোটের কারণে সেই ম্য়াচে ছিলেন না মেসি ৷ অবশ্য ব্রাজিলের বিরুদ্ধে এদিন নামার আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷ বলিভিয়া উরুগুয়ের বিরুদ্ধে ড্র করতেই লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নেয় তাঁরা ৷