বার্মিংহ্যাম, 16 মার্চ: অসাধারণ মানসিক দৃঢ়তা দেখালেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন ৷ আর তার জেরেই পিছিয়ে পড়েও দূরন্ত কামব্যাক অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে ৷ টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে মালয়েশিয়ার লি জি জিয়াকে 20-22, 21-16, 21-19 গেমে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করলেন লক্ষ্য ৷ সেমিতে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি ৷ আজ ভারতীয় সময় বিকেল 4টে 50 মিনিটে সেমিফাইনালে নামবেন লক্ষ্য সেন ৷
2022 সালে এই টুর্নামেন্টে রানার-আপ হয়েছিলেন লক্ষ্য ৷ তবে, এবার আর সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তিনি ৷ মালয়েশিয়ান প্রতিপক্ষকে হারিয়ে ভারতীয় শাটলার বলেন, "এটা খুব ভালো ম্যাচ খেললাম এবং জয়ী হতে পেরে খুব খুশি আমি ৷ এখানে পুরোটাই স্নায়ুর চাপ ধরে রাখার বিষয় ছিল ৷ আমি জানতাম ও যে কোনও সময় ম্যাচে ফিরে আসার ক্ষমতা রাখে ৷ সঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ৷ আর সেটা করেছে ৷" শেষ গেম নিয়ে লক্ষ্য বলেন, "যখন আমি 18-14 পয়েন্টে এগিয়ে ছিলাম, তখন যদি আমি একটু হালকা দিতাম, তাহলে ও ম্যাচে ফিরে আসত ৷ আমার জন্য তাই পেস বজায় রাখাটা জরুরি ছিল ৷ তাই শেষ পর্যন্ত আমার লক্ষ্য ছিল, ওকে শাটল ডাউন করার সহজ সুযোগ না দেওয়া ৷"
উল্লেখ্য, গত সপ্তাহে ফ্রেঞ্চ ওপেনে পরপর চারটি তিন গেমের ম্যাচ খেলেছিলেন ৷ এরপর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে একের পর এক ম্যাচ খেলা ৷ একসঙ্গে অনেক ম্যাচের ধকল নিয়েও পুরো টুর্নামেন্টে নিজের গতি ও ছন্দ ধরে রেখেছেন লক্ষ্য সেন ৷ তবে, প্রথম গেমে ভারতীয় শাটলার এগিয়ে থেকেও হারেন ৷ 12-7 পয়েন্টে এগিয়ে থাকা সত্ত্বেও একটা সময় মালয়েশিয়ান প্রতিপক্ষ প্রথম গেমে স্কোর 12-12 করে দেন ৷ এরপর একটা সময় 20-20তে গিয়ে থামে সেই ব্যাটেল ৷ সেখান থেকে 20-22 পয়েন্টে প্রথম গেম হারেন লক্ষ্য ৷
তবে, দ্বিতীয় গেমে গতি বাড়িয়ে প্রত্যাবর্তন করেন তিনি ৷ 11-9 এগিয়ে থাকা অবস্থায় টানা 7 পয়েন্ট নিয়ে 18-9 করে দেন দ্বিতীয় গেম ৷ কিন্তু, সেখান থেকে মালয়েশিয়ার লি জি জিয়া ফের ম্যাচে ফেরার চেষ্টা করেন ৷ ফলে একটা সময় পয়েন্ট 19-15 হয়ে যায় ৷ তবে, সেখান থেকে প্রতিপক্ষকে ফের চেপে ধরেন বিশ্ব ব়্যাংকিংয়ের 18 নম্বর শাটলার ৷ 21-16 পয়েন্টে দ্বিতীয় গেম নিজের নামে করেন ৷ আর শেষ গেমে দু’জনের মধ্যে শুরুতে দারুণ লড়াই হয় ৷ যেখানে একটা সময় স্কোরলাইন ছিল 7-5 ৷ তবে, লক্ষ্য সেন সেই ব্যবধান বাড়িয়ে 11-8 করে দেন ৷ তারপরেও ম্যাচে দারুণ লড়াই হয় দুই শাটলারের ৷ শেষে 21-19 পয়েন্টে তৃতীয় গেম ও ম্যাচ নিজের নামে করেন লক্ষ্য সেন ৷
আরও পড়ুন: