ETV Bharat / sports

ছিটকে গেলেন দ্রুতগতির পেসার, সিজন শুরুর আগে বড় ধাক্কা নাইটদের - KKR PACER RULED OUT

বড় ধাক্কা ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের ৷ আশঙ্কা সত্যি করে ছিটকে গেলেন নাইটদের দ্রুতগতির পেসার ৷ পরিবর্ত কে?

KKR PRACTICE
অনুশীলনে নাইট শিবির (KOLKATA KNIGHT RIDERS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 17, 2025 at 9:45 AM IST

Updated : March 17, 2025 at 9:50 AM IST

2 Min Read

কলকাতা, 17 মার্চ: ভারতীয় হিসেবে আইপিএলের সর্বোচ্চ গতিবেগে বোলিংয়ের নজির রয়েছে তাঁর নামে ৷ 2025 আইপিএলের নিলামে সেই দ্রুতগতির পেসার উমরান মালিককে দলে নিয়ে পেস বোলিং বিভাগের শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু আশঙ্কা সত্যি করে টুর্নামেন্ট শুরুর ছ'দিন আগে ছিটকে গেলেন জম্মু-কাশ্মীর পেসার ৷ যা বড় ধাক্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ৷ বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকে উমরানের পরিবর্ত ঘোষণা করেছে শাহরুখের দল ৷

নিলামে নাইট শিবিরে অন্তর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন উমরান ৷ নয়া অবতারে তাঁকে আসন্ন আইপিএলে দেখতে পাওয়া যাবে জানিয়েছিলেন 2022 আইপিএলে 22টি উইকেট নেওয়া দ্রুতগতির বোলার ৷ কিন্তু চোটের কারণে নাইটদের চূড়ান্ত প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি তিনি। ম্যানেজমেন্ট তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও খেলার মত জায়গায় উমরান থাকবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হল। উমরানের পরিবর্তে দলে নেওয়া হল রাজস্থান রয়্যালসের হয়ে অতীতে নজর কাড়া বাঁ-হাতি পেসার চেতন শাকারিয়াকে। উমরানকে নিলামে যে পরিমাণ অর্থে কেনা হয়েছিল অর্থাৎ, 75 লক্ষ টাকাতেই চেতন শাকারিয়াকে দলে অন্তর্ভুক্ত করা হল। ভারতীয় দলের হয়ে একটি ওডিআই এবং জোড়া টি-20 ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন চেতন। আইপিএলে 19 ম্যাচ খেলে তাঁর সংগ্রহে 20টি উইকেট।

KKR PACER RULED OUT
সানরাইজার্সে থাকাকালীন লারার সঙ্গে খুনসুটিতে উমরান (IANS)

অ্যানরিচ নর্তজে, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, স্পেন্সার জনসন, মইন আলি সমৃদ্ধ বোলিং লাইন-আপে নয়া সংযোজন চেতন শাকারিয়া। এদিকে সুনীল নারিনকে ছন্দে ফেরানোর কাজ চলছে নাইট শিবিরে। প্রস্তুতি শিবিরে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে নিয়ে বিশেষ সেশনে মেন্টর ডোয়েন ব্র্যাভো, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতরা। এমনিতেই বোলিং অ্যাকশন নিয়ে বিশেষ অনুশীলনে গত কয়েকদিন ধরেই ব্যস্ত নারিন। রবিবার ছিল নাইটদের ঐচ্ছিক অনুশীলন। সেখানে বেশিরভাগ সময় ব্যয় হল ব্যাটার সুনীল নারিনকে নিয়ে। বোলারদের বিশেষ জায়গায় বোলিং করিয়ে নির্দিষ্ট কিছু শট ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি সারলেন ক্য়ারিবিয়ান তারকা। মেন্টর ব্র্যাভো নিজেও হাত ঘুরিয়ে অলরাউন্ডারের ব্যাটিংয়ে শান দেওয়ার কাজে সাহায্য করলেন।

প্রথম অনুশীলন ম্যাচে কুইন্টন ডি'কক দ্রুত রান তোলার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবার তাঁর সঙ্গে নারিনকে তৈরি রাখছে নাইট শিবির। কারণ, ওভারের বিধিনিষেধ কাজে লাগিয়ে শুরুতে দ্রুত রান তোলার ক্ষেত্রে মুন্সিয়ানা রয়েছে তাঁর। যা গত আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পথ তৈরি করেছিল। এদিকে অজি পেসার স্পেন্সার জনসন রবিবার দলে যোগ দিলেন। বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা যোগ দিচ্ছেন সোমে।

আরও পড়ুন:

কলকাতা, 17 মার্চ: ভারতীয় হিসেবে আইপিএলের সর্বোচ্চ গতিবেগে বোলিংয়ের নজির রয়েছে তাঁর নামে ৷ 2025 আইপিএলের নিলামে সেই দ্রুতগতির পেসার উমরান মালিককে দলে নিয়ে পেস বোলিং বিভাগের শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু আশঙ্কা সত্যি করে টুর্নামেন্ট শুরুর ছ'দিন আগে ছিটকে গেলেন জম্মু-কাশ্মীর পেসার ৷ যা বড় ধাক্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ৷ বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকে উমরানের পরিবর্ত ঘোষণা করেছে শাহরুখের দল ৷

নিলামে নাইট শিবিরে অন্তর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন উমরান ৷ নয়া অবতারে তাঁকে আসন্ন আইপিএলে দেখতে পাওয়া যাবে জানিয়েছিলেন 2022 আইপিএলে 22টি উইকেট নেওয়া দ্রুতগতির বোলার ৷ কিন্তু চোটের কারণে নাইটদের চূড়ান্ত প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি তিনি। ম্যানেজমেন্ট তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও খেলার মত জায়গায় উমরান থাকবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হল। উমরানের পরিবর্তে দলে নেওয়া হল রাজস্থান রয়্যালসের হয়ে অতীতে নজর কাড়া বাঁ-হাতি পেসার চেতন শাকারিয়াকে। উমরানকে নিলামে যে পরিমাণ অর্থে কেনা হয়েছিল অর্থাৎ, 75 লক্ষ টাকাতেই চেতন শাকারিয়াকে দলে অন্তর্ভুক্ত করা হল। ভারতীয় দলের হয়ে একটি ওডিআই এবং জোড়া টি-20 ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন চেতন। আইপিএলে 19 ম্যাচ খেলে তাঁর সংগ্রহে 20টি উইকেট।

KKR PACER RULED OUT
সানরাইজার্সে থাকাকালীন লারার সঙ্গে খুনসুটিতে উমরান (IANS)

অ্যানরিচ নর্তজে, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, স্পেন্সার জনসন, মইন আলি সমৃদ্ধ বোলিং লাইন-আপে নয়া সংযোজন চেতন শাকারিয়া। এদিকে সুনীল নারিনকে ছন্দে ফেরানোর কাজ চলছে নাইট শিবিরে। প্রস্তুতি শিবিরে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে নিয়ে বিশেষ সেশনে মেন্টর ডোয়েন ব্র্যাভো, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতরা। এমনিতেই বোলিং অ্যাকশন নিয়ে বিশেষ অনুশীলনে গত কয়েকদিন ধরেই ব্যস্ত নারিন। রবিবার ছিল নাইটদের ঐচ্ছিক অনুশীলন। সেখানে বেশিরভাগ সময় ব্যয় হল ব্যাটার সুনীল নারিনকে নিয়ে। বোলারদের বিশেষ জায়গায় বোলিং করিয়ে নির্দিষ্ট কিছু শট ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি সারলেন ক্য়ারিবিয়ান তারকা। মেন্টর ব্র্যাভো নিজেও হাত ঘুরিয়ে অলরাউন্ডারের ব্যাটিংয়ে শান দেওয়ার কাজে সাহায্য করলেন।

প্রথম অনুশীলন ম্যাচে কুইন্টন ডি'কক দ্রুত রান তোলার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবার তাঁর সঙ্গে নারিনকে তৈরি রাখছে নাইট শিবির। কারণ, ওভারের বিধিনিষেধ কাজে লাগিয়ে শুরুতে দ্রুত রান তোলার ক্ষেত্রে মুন্সিয়ানা রয়েছে তাঁর। যা গত আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পথ তৈরি করেছিল। এদিকে অজি পেসার স্পেন্সার জনসন রবিবার দলে যোগ দিলেন। বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা যোগ দিচ্ছেন সোমে।

আরও পড়ুন:

Last Updated : March 17, 2025 at 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.