গুয়াহাটি, 27 মার্চ: ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরেও দলের ব্যাটিং শক্তির উপর আস্থা রেখেছিলেন আজিঙ্কা রাহানে । নাইট রাইডার্স অধিনায়ক জানিয়েছিলেন কুড়ি-বিশের ফরম্যাটে তাঁর দলের ওপেনার কুইন্টন ডি'ককের জুড়ি মেলা ভার । অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠল প্রোটিয়া ওপেনারের ব্যাট । ডি'ককের বিধ্বংসী ব্যাটে অ্যাওয়ে ম্যাচ থেকে মরশুমের প্রথম জয়টা তুলে নিল গতবারের চ্যাম্পিয়নরা । গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হারাল শাহরুখ খানের দল । 15 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল পার্পল ব্রিগেড ।
অসুস্থতার জন্য ছিলেন না সুনীল নারিন । বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বাধ্য হয়ে ইংরেজ স্পিনার মইন আলিকে নামায় নাইটব্রিগেড । তিনি যে হতাশ করেছেন, মোটেই তা নয় । ইনিংসের গোড়াপত্তন করতে নেমে নারিনের মতো মারমুখী হয়ে উঠতে না-পারলেও বল হাতে দারুণ মইন । 23 রান খরচ করে নিলেন জোড়া উইকেট । আরেক স্পিনার বরুণ চক্রবর্তী নিলেন 17 রানে দু'টি উইকেট । ইডেনে আরসিবির কাছে হেরে যে বোলিং বিভাগকে নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছিল, সেই বোলিং বিভাগই এদিন প্রথমে ব্যাট করা সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার সমৃদ্ধ রয়্যালস ব্যাটিংকে 151 রানে (নয় উইকেট) আটকে রাখল ।
রয়্যালসের হয়ে 28 বলে সর্বাধিক 33 রান করেন ধ্রুব জুরেল । 24 বলে 29 রান আসে ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাটে । অধিনায়ক রিয়ান পরাগ খেলেন 15 বলে 25 রানের ইনিংস । দুই স্পিনার ছাড়াও জোড়া উইকেট নেন দুই পেসার বৈভব অরোরা এবং হর্ষিত রানা । জবাবে ঝোড়ো গতিতে রান তাড়া শুরু করেন ডি'কক । দলীয় 41 রানের মাথায় ব্যক্তিগত পাঁচ রানে ফিরে যান ওপেনার মইন আলি । গত ম্যাচে অর্ঝশতরান করা রাহানের ইনিংসও (18 রান) লম্বা হয়নি । কিন্তু প্রোটিয়া ওপেনার যে ছন্দে ছিলেন, তাতে জয় নিয়ে কোনও চিন্তা করতে হয়নি শাহরুখ খানের দলকে । 36 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা ডি'কক দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ।
Quinny the man of the moment is our BKT commander of the match 🫡 pic.twitter.com/SKTrQdjlqz
— KolkataKnightRiders (@KKRiders) March 26, 2025
অল্পের জন্য শতরান হাতছাড়া করে 61 বলে 97 রানে অপরাজিত থাকেন তিনি । মারেন আটটি চার ও ছ'টি ছক্কা । 17 বলে 22 রানে নট-আউট থাকেন অঙ্গকৃশ রঘুবংশী । তৃতীয় উইকেটে অবিভক্ত 83 রানের জুটি সহজ জয় এনে দেয় নাইটদের । 17.2 ওভারে দুই উইকেটে 153 রান তুলে জয়ের খাতা খোলে তাঁরা । 31 মার্চ তৃতীয় ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি নাইটরা । অন্যদিকে টানা দু'ম্যাচ হেরে শুরু করা রয়্যালসের পরবর্তী প্রতিপক্ষ চেন্নাই ।